১৯ শতকে ইতালির কৃষকদের বামপন্থী আন্দোলনের 'বেলা চাও' অনুকরণে বাংলা বিজেপির প্রচারের গান 'পিসি যাও'।
জনপ্রিয় বাংলা গান 'টুম্পা সোনা'র প্যারোডি গানের তালে কার্টুন-নির্ভর চিত্রনাট্যে সিপিএমের প্রচার।
তৃণমূল কংগ্রেস প্রচারের হাতিয়ার হিসেবে নতুন স্লোগান এনেছে, "বাংলা নিজের মেয়েকেই চায়।" সোশাল মিডিয়া ও হোর্ডিংয়ের মাধ্যমে চলছে প্রচার।
"ফ্যাসিস্ট বিজেপি-আরএসএস এর বিরুদ্ধে বাংলা" সংগঠণের তরফে শুরু হয়েছে পোস্টার সেঁটে প্রচার, "বিজেপিকে একটিও ভোট নয়।" কলকাতা শহর সহ রাজ্যের বিভিন্ন জেলায় প্রচার চালাচ্ছেন তাঁরা।