মঙ্গলবার দিল্লিতে ৭২ তম প্রজাতন্ত্র দিবস উদযাপনের সময়ে একাধিক সীমান্তে ব্যারিকেড ভেঙ্গে ট্র্যাক্টর নিয়ে প্রবেশ করতে থাকে।
কৃষক সংগঠন ও সরকারের মধ্যে এখনও অবধি ১১ দফা আলোচনা হলেও কোনও সমাধান সূত্র মেলেনি।
সরকারের তরফে কৃষি আইন দেড় বছর পর্যন্ত স্থগিত করার পরামর্শ দেওয়া হয়। আইন বাতিলের দাবিতে এপর্যন্ত অনড় কৃষকরা।
আন্দোলনকারী কৃষকরা প্রজাতন্ত্র দিবসে সরকারি প্যারডের সাথে সমান্তরাল ট্র্যাক্টর প্যারাড করে প্রতিবাদের ডাক দেয়।
কৃষকদের শর্তাবলী সহ ট্র্যাক্টর র‍্যালির অনুমতি দেয় দিল্লি পুলিশ ও প্রশাসন।
বেশ কিছু জায়গায় নিরাপত্তারক্ষীদের সাথে সংঘর্ষ বাঁধে কৃষকদের, ভাঙা হয় ব্যারিকেড। লাঠিচার্জ করে পুলিশ। কাঁদানে গ্যাসের শেল ছোঁড়া হয়।
পুলিশের দাবি ট্রাক্টর উল্টে মারা যান উত্তরপ্রদেশের বিলাসপুরের বাসিন্দা রণভিট সিংহ। বিক্ষোভকারীদের দাবি গুলি তাঁর দিকে ছোঁড়া হয়েছিল।
দিল্লি পুলিশের দাবি ৩০০ জন পুলিশকর্মী গতকাল আহত হয়েছেন। ২২ জনের বিরুদ্ধে এফআইআর করা হয়েছে।
আন্দোলন তীব্রতর করতে বাজেট পেশ হওয়ার দিন মার্চ করে সংসদে যাবার কথা বললেও আপাতত সেই পরিকল্পনা স্থগিত করেছে কৃষক সংগঠনগুলি।