ভারতের অন্যতম কোভিড টিকা প্রস্তুতকারক সংস্থা পুণের সিরাম ইন্সটিটিউট ইফ ইন্ডিয়ার নির্মিয়মান বিল্ডিংয়ে বিধ্বংসী আগুন লাগে ২১ জানুয়ারি বিকেলে।
সিরাম ইনস্টিটিউট দ্বিতীয় ভারতীয় সংস্থা যাদের তৈরি কোভিড ভ্যাক্সিনের স্বাস্থ্যমন্ত্রকের তরফে অনুমোদন দেওয়া হয়েছে।
ব্রিটিশ অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা উদ্ভাবিত টিকার ভারতে প্রস্তুতকারক সিরাম।
সিরাম কারখানার নুতন নির্মিয়মান ৬ তলা বিল্ডিংয়ের উপরে ৩ তলায় আগুন লাগে।
আগুন লাগার কারণ প্রকৃত কারণ এখনও জানা যায়নি। দমকল বাহিনী সূত্রে খবর, ঘরগুলিতে পিভিসি, প্লাস্টিক, শীততাপ নিয়ন্ত্রণের যন্ত্রপাতি ও প্লাইউড মজুত করা ছিল।
আগুন লাগে সিরামের বিসিজি টিকার ল্যাব বিল্ডিংয়ে যা কোভিশিল্ড তৈরীর জায়গা থেকে প্রায় ১ কিলোমিটার দূরে।
প্রাণ হারিয়েছেন ৫ নির্মাণকর্মী বিপিন সরোজ, রামা শঙ্কর, সুশিল কুমার পান্ডে, মহেন্দ্র ইংলে ও প্রতীক পাস্থে। তাঁরা নির্মীয়মাণ ঘরগুলিতে ওয়েল্ডিং ও এয়ার কন্ডিশনিং-এর কাজ করছিলেন।