শাহ বলেন, ‘‘কেন্দ্রের ‘কৃষক সম্মান নিধি’ প্রকল্পের আদলে ‘মৎস্যজীবী সম্মান নিধি’ প্রকল্প চালু করা হবে। প্রায় ৪ লাখ মৎস্যজীবী বছরে ৬ হাজার টাকা করে পাবেন।’’ এ ছাড়াও বিজেপি ক্ষমতায় এলে মাছের ন্যায্য দাম পেতে ‘মৎস্যজীবী প্রডিউস অর্গানাইজেশন’ তৈরি করা হবে।