বিজেপি সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা বৃহঃস্পতিবার সূচনা করলেন বিশেষ প্রচার 'লক্ষ্য সোনার বাংলা'। বিধানসভা ভোটে বাংলার জনতার দাবি দাওয়া নিয়ে মন বুঝতে নেওয়া হয়েছে এই প্রচার পরিকল্পনা।
দাবি দাওয়া জানাতে মিস কল দেওয়ার পর ভয়েস রেকর্ড করা যাবে নিজের বক্তব্য।
হোয়াটসঅ্যাপ মেসেজ করা যাবে ওই নম্বরে। জানানো যাবে রাজনৈতিক চাওয়া-পাওয়ার কথা।
Lokkho Sonar Bangla হ্যাশট্যাগ সহ সোশাল মিডিয়ায় ফেসবুক, টুইটার ও ইনস্টাগ্রামে অংশ নিতে পারবে রাজ্যবাসী। lokkhosonarbangla.com ওয়েবসাইটে নিজের নাম, ফোন নম্বর, জেলা ও বিধানসভা কেন্দ্র উল্লেখ করে মতামত দেওয়া যাবে।
২৯৪টি বিধানসভা কেন্দ্রে থাকবে সাজেশন বক্স। সংগ্রহ করা মতামতের ভিত্তিতেই বিধানসভা ভোটের "নির্বাচনী ইস্তাহার" সাজাতে চায় বিজেপি।
বৃহঃস্পতিবার বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা 'লক্ষ্য সোনার বাংলা' প্রচার কর্মসূচির সূচনা করেন কলকাতায় বিজেপির হেস্টিংস কার্যালয়ে। ৩ মার্চ থেকে ২০ মার্চ পর্যন্ত চলবে এই প্রচার।