৫ টাকায় মিলবে ডিম, ভাত, ডাল, সব্জি। নবান্ন থেকে সোমবার ‘মা’ প্রকল্পের সূচনা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
প্রথম পর্যায়ে কলকাতার ১৬টি বরোর ১৪৪ টি ওয়ার্ডে এই সুবিধা চালু হচ্ছে। এদিন বিভিন্ন জেলা সদরে চালু হয়েছে এই প্রকল্প। রাজ্যের বিভিন্ন প্রান্তে সম্প্রসারণ করা হবে 'মা' ক্যান্টিনের।
নমুনা চিত্র
নবান্নে প্রেস কনফারেন্সে ভার্চুয়ালি বিভিন্ন জেলার মা' ক্যান্টিনের ছবি দেখান সাংবাদিকদের।
রাজ্যের বিভিন্ন স্বনির্ভর গোষ্ঠীর কর্মীরা 'মা' ক্যান্টিন পরিচালনা ও পরিবেশনের দায়িত্বে থাকবেন।
পুরসভার প্রশাসকমণ্ডলীর সদস্য দেবাশিস কুমার জানান 'যে সময় যেমন সব্জি পাওয়া যাবে, তখন সেটিই দেওয়া হবে পাতে।'
স্বাধীনতার পর কলকাতায় গরিবদের জন্য পাঁচ টাকায় পেটপুরে আমিষ খাবারের জোগান সরকারি পর্যায়ে এই প্রথম চালু হচ্ছে বলে দাবি করেছেন পুরমন্ত্রী ও কলকাতা পৌরসভার পৌর প্রশাসক ফিরহাদ হাকিম।