ধন্যি বাঙালি মেয়ের পান্তা-আলুভর্তার হাতযশের বশে ক্যাঙ্গারুর দেশ
মাস্টারশেফ অস্ট্রেলিয়া প্রতিযোগিতার তৃতীয় পর্বে বাঙালি কন্যা কিশোয়ার চৌধুরি পান্তা-আলুভর্তা পদে তাক লাগালেন বিচারকদের।
বাংলাদেশ বংশদ্ভূত প্রবসী বাঙালি কিশোয়ার চৌধুরি প্রতিযোগিতায় রাঁধেন পান্তা-আলুভর্তা।
কিশোয়ার দেশি পান্তা ও আলুভর্তার সঙ্গে হাজির করেন একজোড়া সার্ডিন মাছভাজা।
প্রতিযোগিতায় টিকতে আগে খাসির নিহারি ও নবাবি নান তৈরি করেছিলেন কিশোয়ার।
কিশোয়ার সহ মোট তিনজন চূড়ান্ত পর্যায়ের প্রতিযোগিতায় নির্বাচিত হয়। আর তার মধ্যে প্রথম হলেন ভারতীয় বংশদ্ভূত যাজক জাস্টিন নারায়ণ।
পেশায় যাজক জাস্টিন নারায়ণ পুরস্কার পেলেন আড়াইশো হাজার ডলার! ২০১৮ সালে শশি চেলিয়াহ এই প্রতিযোগিতায় জিতেছিলেন।