১ বছরের জন্য দেশ সেনাবাহিনীর নিয়ন্ত্রণে থাকবে। সেনা নিয়ন্ত্রিত মিয়াওয়াদি টিভি সোমবার ঘোষণা করে।

প্রধানমন্ত্রী পদের সমান স্টেট কাউন্সিলর আউং সান সু চি কে সোমাবার আটক করে সেনা। আটক করা হয়েছে দেশের রাষ্ট্রপতি উইন মিন্তকেও।
২০১৫ সালে বিপুল ভোটে জিতে দেশের নেত্রী নির্বাচিত হন নোবেল শান্তি পুরস্কার জয়ী সু চি।
১৯৬২
২০১১
জুন্টা সেনার দখলে ছিল মায়ামার
গত নভেম্বরে ভোটে জালিয়াতির অভিযোগ তোলে সেনাবাহিনী। বিশেষজ্ঞদের মতে এর স্বপক্ষে প্রমাণ বেশ ক্ষীণ।
রোহিঙ্গা সংকট
২০১৫ সালে হিংসার শিকার হয়ে রাখাইন প্রদেশের রোহিঙ্গা মুসলিম সম্প্রদায় দেশ ছাড়তে বাধ্য হয়। সু চি বিশ্ব জুড়ে প্রবল সমালোচনার মুখে পড়েন।
২০০৮ সালের বিতর্কিত সংবিধান অনুযায়ী সেনার হাতে থাকবে স্বরাষ্ট্রমন্ত্রক, সীমান্ত মন্ত্রক ও সামরিক মন্ত্রনালয়। সংসদের ২৫ শতাংশ সংরক্ষণও রয়েছে সেনার হাতে।