‘‘বাংলা বদল চাইছে। এ ব্যাপারে মনস্থির করে ফেলেছে।’’ বক্তৃতার শুরুতে বলেন প্রধানমন্ত্রী মোদী।
সিণ্ডিকেট রাজ নিয়ে মোদী বলেন,'ঋষি অরবিন্দ, রাসবিহারী বসুর পবিত্র ভূমিতে সিন্ডিকেট রাজ চালানো হচ্ছে। এখানে কাটমানি ছাড়া ঘড়ভাড়াও পাওয়া যায়না।'
"প্রতি ঘরে বিশুদ্ধ পানীয় জল সরবরাহের জন্য কেন্দ্র রাজ্যকে ১৭০০ কোটি টাকা দিয়েছিল কিন্তু মাত্র ৯ কোটি টাকা খরচ করে বাকি টাকা তৃণমূলের লোকজনেরা আত্মসাৎ করেছে" হুগলির মঞ্চ থেকে অভিযোগ করেন প্রধানমন্ত্রী।
‘‘বাংলার যুবকদের এখন কাজের জন্য অন্য রাজ্যে যেতে হয়। বিজেপি ক্ষমতায় এলে এই পরিস্থিতি বদলানোর জন্য, একটার পর একটা পদক্ষেপ করবে। শিল্পনীতিতে বদল আনা হবে। দ্রুত সিদ্ধান্ত নেওয়া হবে।’’
মোদী বলেন, ‘সিন্ডিকেট থাকলে বাংলার উন্নতি সম্ভব নয়, তাই আর অন্যায়, আমরা আসল পরিবর্তন চাই।‘
প্রধানমন্ত্রী বলেন, ‘‘স্বাধীনতার আগে বাংলা অন্য রাজ্যের থেকে এগিয়ে ছিল। কিন্তু যাঁরা বাংলায় শাসন করেছেন তাঁরা বাংলার এই হাল বানিয়েছেন। উন্নয়নের পথ রুদ্ধ করেছেন।’’
"এই রাজ্যে বঙ্কিমচন্দ্র ও বন্দেমাতরম ভবন উপেক্ষিত, এর রক্ষণাবেক্ষণ হচ্ছে না। এই রাজ্যে দুর্গাপুজোর ভাসান বন্ধ করে দেওয়া হয়। বিজেপি ক্ষমতায় আসলে সবাই নিজের সংস্কৃতি নিয়ে বাঁচতে পারবে বলে বলেন প্রধানমন্ত্রী মোদী। বাংলাকে সোনার বাংলা করে গড়বে বিজেপি।"
নোয়াপাড়া-দক্ষিনেশ্বর মেট্রোর ভার্চুয়াল উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। মঙ্গলবার শুরু হবে পরিষেবা। এছাড়াও একাধিক রেল প্রকল্পের ব্যাপারে সবুজসঙ্কেত দেখান মোদী। এক দশক আগে ২০১১ সালে দক্ষিণেশ্বর মেট্রো প্রকল্পের ঘোষণা করেছিলেন তৎকালীন রেলমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় টুইট করে মনে করিয়ে দেন রাজ্য সভার সাংসদ ডেরেক ও'ব্রায়েন।
বুম বাংলার তথ্য যাচাই সহ অন্যান্য প্রতিবেদন পড়তে ক্লিক করুন এখানে।