ভারতীয় বংশদ্ভূত কানাডাবাসী ইউটিউবার ও আমেরিকার টিভির জনপ্রিয় সঞ্চালক লিলি সিংহ কৃষক আন্দোলন নিয়ে একাধিক টুইট করেছেন রিহানার টুইটের পরে।
কবি ও লেখক রুপি কউর গত বছরের ডিসেম্বর মাস থেকেই কৃষক আন্দোলনকে সমর্থন জানান। কউর ২০২০ সালের ডিসেম্বরে বিষয়টি নিয়ে ওয়াশিংটন পোস্ট গণমাধ্যমে তাঁর মতামত জানিয়ে প্রবন্ধ লেখেন।
উগাণ্ডার জলবায়ু কর্মী ভেনেসা নাকাতে একাধিকবার এই আন্দোলনের ভিডিও, সংবাদ প্রতিবেদন ও ছবি শেয়ার করে এর প্রতি সমর্থন জানিয়েছেন।
প্রীতি কউর গিল ইংল্যান্ডের প্রথম মহিলা শিখ সাংসদ। গিল টুটট করে ভারতের সরকারের সমালোচনা করে লেখেন, "সরকার যেন রাজনৈতিক বিরুদ্ধ মত প্রদান সংক্রান্ত মুক্ত খবর সম্প্রচার বা মত প্রকাশে যেন বাধা সৃষ্টি না করে—বিশেষত স্বাস্থ্য সংকটের সময়ে।"
প্রাক্তন প্রাপ্তবয়স্ক চলচ্চিত্রের অভিনেত্রী ও স্পোর্টস ব্রডকাস্টার মিয়া খালিফা আন্দোলনের জায়গায় ইন্টারনেট সংযোগ বন্ধ করাকে ‘মানবাধিকারের হরন’ বলেছেন। পরবর্তীতে আরেকটি টুইট করে আন্দোলনকারী কৃষকরা ভাড়া করা এই অভিযোগকে নস্যাৎ করেন।