টুইট করে বৃহঃস্পতিবার রাজ্যসভার সদস্য সঞ্জয় রাউত বলেন, “এটি দিদি বনাম সাবার যুদ্ধ। এই সবার তালিকায় টাকা, পেশিশক্তি ও গণমাধ্যমকে ব্যবহার করা হচ্ছে মমতার বিরুদ্ধে।’’
“আমরা মমতা দিদির হুঙ্কার সহ সাফল্য কামনা করি। কারণ আমরা মনে করি তিনি বাংলার আসল বাঘিনী।’’ ওই টুইট বার্তায় লেখেন রাউত।
লালু পুত্র আরজেডি নেতা তেজস্বী যাদব সোমবার মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করেন। পরে এক সঙ্গে তাঁরা সাংবাদিকদের মুখোমুখি হন।
পরে টুইট করে তেজস্বী লেখেন, “বাংলার মমতাময়ী জনতা বাংলার মেয়ে মমতার উপর ভরসা আছে।”
ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন জানুয়ারি মাসে জনজাতি অধ্যুষিত ঝাড়গ্রাম জেলায় জনসভা করেন। সে নিয়ে ক্ষোভ প্রকাশ করেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যয়।
হেমন্ত সোরেনের দল ঝাড়খন্ড মুক্তি মোর্চা ২০১৬ সালের বিধানসভা ভোটে পশ্চিমবঙ্গে ২২ টি বিধানসভা আসনে পার্থী দিয়েছিল।