ব্রিগেডে মোদীর সভায় শিবির বদল অভিনেতা মিঠুন চক্রবর্তীর
অভিনেতা মিঠুন চক্রবর্তী বিগ্রেডে সভায় নতুন স্লোগান দেন, “আমি জলঢোড়া নই বেলে বোড়া নই। আমি জাত গোখরো। এক ছোবলে ছবি।”
ব্রিগেডে মোদীর সভায় শিবির বদল অভিনেতা মিঠুন চক্রবর্তীর
১৯৫০ সালের ১৬ জুন বাংলাদেশের বরিশালে জন্ম মিঠুন চক্রবর্তীর। কলকাতার স্কটিশচার্চ কলেজ থেকে রসায়ন নিয়ে স্নাতক। সিনেমার পাঠ নেন পুণের ফিল্ম ইনস্টিটিউটে।
ব্রিগেডে মোদীর সভায় শিবির বদল অভিনেতা মিঠুন চক্রবর্তীর
১৯৭৬ সালে মৃণাল সেনের 'মৃগয়া' দিয়ে অভিনয় জীবনের শুরু। সেরা অভিনেতা হিসেবে পান জাতীয় পুরস্কার। ১৯৯৩ সালে 'তাহাদের কথা' ও ১৯৯৬ সালে 'বিবেকানন্দ' সিনেমার জন্য জাতীয় পুরস্কার পান আরও দুবার।
ব্রিগেডে মোদীর সভায় শিবির বদল অভিনেতা মিঠুন চক্রবর্তীর
রাজনীতিতে মিঠুন চক্রবর্তীর উত্তোরণ সর্পিল। নকশাল, বাম রাজনীতি, তৃণমূল কংগ্রেসের হাত ছেড়ে রবিবার ব্রিগেডে যোগ দিলেন বিজেপিতে। আরএসএস প্রধান মোহন ভাগবতের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন কদিন আগেই।
২০১৪ সালে তৃণমূল কংগ্রেস মিঠুন চক্রবর্তীকে রাজ্যসভার সদস্য করে সংসদে পাঠায়। সারদা চিট ফান্ড তদন্তে ২০১৫ সালে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটকে মিঠুন ১.২ কোটি টাকা ফেরত দেন।
এককালে রাজ্যের দোর্দণ্ডপ্রতাপ সিপিএম নেতা সুভাষ চক্রবর্তীর ঘনিষ্ঠ ছিলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী। সুভাষের স্ত্রী রমলা চক্রবর্তীর হয়ে ভোট প্রচারেও অংশ নিয়েছেন।