গুজরাটের মসজিদ থেকে অস্ত্র উদ্ধারের খবরটি ভুয়ো
বুম আগে একই ধরনের অস্ত্রের ছবি সহ ফেসবুক পেস্টের ভুয়ো দাবি খন্ডন করেছে। ২০১৬ সালের মার্চ মাসে রাজকোটের চোতিলা থেকে পুলিশ চোরা চালানকারীদের ওই বিপুল অস্ত্র উদ্ধার করে।
Claim
"এবার গুজরাটের একটি মসজিদ থেকে উদ্ধার হলো বিপুল অস্ত্রসম্ভার...... শান্তির ভাইরা খুব বড়সড় কিছু ঘটানোর চক্করে আছে, এবং দেশের নিরাপত্তার স্বার্থে প্রত্যেকটি মসজিদ - মাদ্রাসায় ছানবিন চালানো উচিত।"
Fact
ভাইরাল হওয়া একটি ফেসবুক পোস্টে দাবি করা হয়েছে, গুজরাটের মসজিদ থেকে অস্ত্র উদ্ধার করা হয়েছে। ছবিটিতে কয়েকজন পুলিশ আধিকারিককে অনেক ছোরা ও তরোয়াল সহ দেখা যাচ্ছে। আগেও একবার এই অস্ত্র উদ্ধারের ছবিগুলি মন্দির থেকে অস্ত্র উদ্ধার এরকম ভুয়ো দাবি সহ সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল। বুম রিভার্স সার্চ করে জেনেছিল ছবিগুলি পুরনো। এই ঘটনার সঙ্গে মন্দিরের বা মসজিদের কোনও যোগ নেই। রাজকোটের অপরাধ দমন শাখা ও কাভাদাভা রোড পুলিশ একটি বেআইনি অস্ত্র চোরাচালান চক্রের ৫ জনকে গ্রেফতার করে। রাজকোট-আহমেদাবাদ হাইওয়ের চোতিলার খুচিয়াদাদ গ্রামের একটি হোটেল থেকে ছুরি ও তরোয়াল সহ ২৫৭ টি মারন অস্ত্রশস্ত্র উদ্ধারের পর বাজেয়াপ্ত করে।