বালিতে অভিবাসন অফিসারকে চড় মারা মহিলাটি ভারতীয় নন
ভিডিওটি পাকিস্তানে জন্মানো এক ব্রিটিশ নাগরিকের, যাকে তার ভিসার মেয়াদ পেরিয়ে যাওয়ার ১৬০ দিন পরেও বালিতে থেকে যাওয়ায় গ্রেফতার করা হয়।
Claim
ইন্দোনেশিয়ার বালিতে এক অভিবাসন আধিকারিককে চড় মারার অপরাধে ভারতীয় এক মহিলাকে তিন বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। তিনি তার নির্দিষ্ট উড়ান ধরতে না পারায় মেজাজ হারিয়ে ফেলেছিলেন। যেহেতু তিনি কর্তব্যরত এক সরকারি আধিকারিককে নিগ্রহ করেছেন, তাই তার জামিনের আবেদন খারিজ হয়ে যায়। এখন তার মেজাজ শান্ত করতে তাকে তিন বছর জেলের ঘানি টানতে হবে।
FactCheck
ভিডিওয় যে মহিলাকে দেখতে পাওয়া যাচ্ছে, তাকে আউজি তাক্কাদাস বলে শনাক্ত করা হয়েছে l তিনি পাকিস্তানে জন্মগ্রহণ করা এক ব্রিটিশ নাগরিক। গত বছর এই একই বিবরণী সহ ভিডিওটি যখন ভাইরাল হয়, তখনই বুম সেটির পর্দাফাস করেছিল। সিঙ্গাপুরের উড়ান ধরার আগে তাক্কাদাসকে বিমানবন্দরেই আটকানো হয়, ভিসার মেয়াদ শেষ হওয়ার ১৬০ দিন পরেও ইন্দোনেশিয়ায় থেকে যাওয়ার অপরাধেl ভিডিওতে তাক্কাদাসকে ক্ষিপ্ত হয়ে অভিবাসন অফিসারকে চিৎকার করে গালি দিতেও দেখা যাচ্ছে l