পাকিস্তানি সেনারা কি জঙ্গীদের লাশ নিতে ভারতীয় জওয়ানদের সাদা পতাকা দেখাচ্ছে?
২০১১ সালে ১ অক্টোবর আমেরিকা ও আফগান যৌথ সেনারা সারকে উপত্যকা তালিবান দখলমুক্ত করার পর এক আফগান সেনা ওই পতাকা ধরেছিলেন।

সোশাল মিডিয়ায় আফগান-তালিবানদের যুদ্ধের পুরনো ছবি শেয়ার করে দাবি করা হয়েছে সেটি পাকিস্তানি সেনাদের ভারতীয় সেনাদের সাময়িক যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে মৃত জঙ্গীদের লাশ ফিরিয়ে নিয়ে যাওয়ার ছবি। ছবিটিতে পাহাড়ি উপত্যকায় এক সেনা সাদা পতাকা ধরে আছে হাতে।
পোস্টটিতে ক্যাপশন লেখা হয়েছে ‘‘এতদিন যারা কাশ্মীর কে আজাদ করবো বলে হুমকি দিতো আজ তারা আমাদের দেশের সেনা জওয়ানদের কাছে সাদা পতাকা নিয়ে এসে শান্তি ভিক্ষে করে তাদের জঙ্গী ভাইজানদের লাশ নিয়ে যাচ্ছে। শুনে রাখ পাকিস্তান এটা নতুন ভারত আমরা ঘরে ঢুকে মেরে আসি। জয় হিন্দ, জয় ভারতীয় সেনা’’
এই প্রতিবেদনটি লেখার সময় পর্যন্ত ৫৭ জন লাইক ও ১৭ জন শেয়ার করেছেন পোস্টটি। পোস্টটি দেখা যাবে এখানে। পোস্টটি আর্কাইভ করা আছে এখানে।

তথ্য যাচাই
বুম রিভার্স সার্চ করে জেনেছে ছবিটি সাম্প্রতিক কোনও ছবি বা পাক সেনাদের হাতে থাকা ছবি নয়। ছবিটি ২০১১ সালের ১ অক্টোবর আফগানিস্তানে তোলা।
পূর্ব আফগানিস্তানের কুনুর প্রদেশের সারকে উপত্যকায় এক আফগানি সেনা তালিবানদের ওই পতাকাটা ধরেন। আমেরিকা ও আফগানিস্তানের যৌথ বাহিনী ওই এলাকা তালিবানদের দখল মুক্ত করেন।
ছবিটি তোলেন রয়টার্স-এর সাংবাদিক এরিক দি কাস্ত্রো। রয়টার্সের ইমেজ-স্টকে থাকা ছবিটি দেখা যাবে এখানে। এরিক দি কাস্ত্রোর আফগান-তালিবান যুদ্ধের আরও ছবি দেখা যাবে এখানে।


আরও পড়ুন:না, এই ছবিটি পাকিস্তানি সেনার সাময়িক যুদ্ধবিরতির ছবি নয়
এই ছবিটি স্কুপহুপ সাম্প্রতিক সময়ে তাদের প্রতিবেদনে ব্যবহার করেছে ফেকিং নিউজকে সূত্র উদ্ধৃত করে। ফেকিং নিউজ একটি ব্যাঙ্গাত্মক ওয়েবসাইট। ২০১৫ সালে ফেকিং নিউজ তাদের একটি রসাত্মক প্রতিবেদনে এই ছবি ব্যবহার করেছিল। সে প্রতিবেদনটি মনগড়া।

