মমতা বন্দ্যোপাধ্যায় কী চন্দ্রযান-২ এর ল্যান্ডারের অবতরনের ব্যার্থতাকে কটাক্ষ করেছেন? একটি তথ্যযাচাই
বুম খুঁজে পেয়েছে ওই মনগড়া ভাবনার প্রতিবেদনটি, যেখানে ছদ্মভাবে ইন্ডিয়া টুডে লেখা হয়েছে।
ইন্ডিয়া টুডের লোগো ছদ্মভাবে ব্যবহার করে একটি ব্লগ থেকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভারতীয় মহাকাশ গবেষনা সংস্থা (ইসরো) সম্পর্কে একটি মিথ্যে মন্তব্য আরোপ করা হচ্ছে। ইন্ডিয়া টুডে ডেইলি নিউজ শিরোনামের ব্লগে বাংলাতে লেখা ওই প্রতিবেদনে বলা হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় ইসরোকে কটাক্ষ করে বলেছেন, ''যে কাজ পারেনা করতে যায় কেন।''
এবছরের ২২ জুলাই ইসরো চাঁদের মিশন চন্দ্রযান ২ উৎক্ষেপণ করে। এই প্রকল্পের ল্যন্ডার বা অবতরনে সক্ষম যান বিক্রম চন্দ্রপৃষ্ঠে ২ কিমি দূরে অবতরন করতে গিয়ে ৭ সেপ্টেম্বর ইসরোর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন করে ফেলে।
প্রতিবেদনটির শিরোনাম লেখা হয়েছে, ''যে কাজটা পারবেন না সেটা করতে যাবার দরকার নেই ইসরো কে বললেন মমতা'' একটি মিমে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি ও ল্যান্ডারের নমুনা ছবি ব্যবহার করা হয়েছে।
৯ সেপ্টেম্বর প্রকাশিত ওই প্রতিবেদন মমতা বন্দ্যোপাধ্যায়কে সামলোচনা করে লেখা তার ইসরোর চন্দ্রাভিযান সম্পর্কে কটাক্ষ ও ভারত বিরোধী মন্তব্যের জন্য। প্রতিবেদনের সারংশে বলা হয়, ''...এরকম একটা অবস্থায় যেখানে সারাদেশ শোকাহত এবং প্রত্যেকে ইসরোর পাশে দাঁড়িয়েছে... কিন্তু এই সময়ে উল্টো গান গাইছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু এই সব কিছু বলার মধ্য দিয়ে তিনি নরেন্দ্র মোদি অথবা বিজেপিকে টার্গেট করেননি তিনি ইসরোকে টার্গেট করেছেন যেটা কোনোমতেই একজন ভারতীয় হিসেবে গর্ববোধ করার মতো কিছু নেই কারণ ইসরো আমাদের দেশের গর্ব সেখানে একজন মুখ্যমন্ত্রী হয়ে তিনি কিভাবে ইসরোর উপর প্রশ্ন তোলেন সেটাই হলো সবথেকে বড় প্রশ্ন এবং অবশ্যই এটি একটি দেশ বিরোধী মন্তব্য... '' (আর্কাইভ লিঙ্ক)
একই লেখা ফেসবুকের একাধিক পেজেও ভাইরাল হয়েছে।
তথ্য যাচাই
ব্লগ পোস্টের প্রতিবেদনটি ইন্ডিয়া টুডে কে সৌজন্য দিয়ে লেখা হয়েছে।
আমরা কিওয়ার্ড সার্চ করে ইন্ডিয়া টুডে তে প্রকাশিত এই মন্তব্যের কোনও প্রতিবেদন খুঁজে পাইনি।
বুম আরও পর্যবেক্ষন করে দেখে ব্লগটি ইন্ডিয়া টুডে গ্রুপের টেলিভিশনের লোগো ব্যবহার করেছে।
যদিও ব্লগটি ইন্ডিয়া টুডের লোগো ব্যবহার করলেও ওই ওয়েবসাইটের প্রতিবেদন প্লেজরাইজ করেনা।
আমরা ইন্ডিয়া টুডে ডেইলি নিউজ ব্লগটির আরও প্রতিবেদন সার্চ করে দেখি সেখানে ভুয়ো খবরের প্রতিবেদন রয়েছে। যেমন বুম আগেই "চন্দ্রযান-২ অবতরণ বিভ্রাটের খুশিতে রসগোল্লা গলায় আটকে মৃত্যু নোয়াখালির ব্যক্তির" এই শিরোনামে ভুয়ো খবর খন্ডন করেছে।
ইন্ডিয়াটুডের ওয়েবসাইটের ইউআরএল ইন্ডিয়াটুডে.ইন। অপরদিকে ওই ব্লগের প্রতিবেদনটি "ব্লগস্পট.কম"-এ।
৭ সেপ্টেম্বর মমতা বন্দ্যোপাধ্যায় ইসরোকে চাঁদের মিশন নিয়ে পরপর দুটি টুইটে অভিবাদন জানান।