


Claim
সোশাল মিডিয়ায় দুটি ছবি একসঙ্গে শেয়ার করে দাবি করা হচ্ছে ছবি দুটির একটি মনমোহন সিং ও অন্যটি নরেন্দ্র মোদীর প্রধানমন্ত্রীত্বের সময়ে তোলা।
Fact
ভাইরাল হওয়া পোস্টের দাবিটি সঠিক নয়। আবর্জনা পূর্ণ ছবিটি ২০০৯ সালে তুলেছিলেন প্রকাশ সিং। এটি দেখা যাবে গেটটি ইমেজেস এ। আর পরিচ্ছন্ন গঙ্গার ছবিটি জোডি সার্ফাস নামে কলোরাডোর এক ভ্রমণ-লেখিকার ওয়েবসাইটে পাওয়া যাবে। যিনি ২০১২ সালে তার হৃষিকেশ সফরের কথা নথিভুক্ত করেছিলেন। বুম ২০১৯ সালের মার্চ মাসে ছবি দুটির কোলাজ নিয়ে তৈরি হওয়া ভুয়ো দাবি খন্ডন করেছিল।
To Read Full Story, click here
Next Story