২০১২ সালে মহিলার বেশে ধৃত তালিবান জঙ্গির ছবি ছড়াল কাশ্মীরের ঘটনা বলে
বুম দেখে ছবিটি ২০১২ সালের ডিসেম্বরে আফগানিস্তানের সুরক্ষা বাহিনীর হাতে এক তালিবান জঙ্গির গ্রেফতার হওয়ার ঘটনা।
২০১২ সালে আফগান সুরক্ষা বাহিনীর (Afghanistan) হাতে মহিলার পোশাক-পরা এক তালিবান জঙ্গির গ্রেফতার হওয়ার ছবি, কাশ্মীরে (Kashmir) জঙ্গি গ্রেফতারির ছবি বলে ভাইরাল হয়েছে।
সালওয়ার-কামিজ পরা একটি লোককে, সুরক্ষা বাহিনীর কর্মীরা ধরে নিয়ে যাচ্ছে, এমনটাই দেখা যাচ্ছে ছবিটিতে। ছবিটির হিন্দিতে লেখা ক্যাপশন সমেত শেয়ার করা হচ্ছে। "তাতে বলা হয়েছে, যাঁরা বাবা রামদেবকে নিয়ে ঠাট্টা-তামাসা করেছিলেন, তাঁরা ভেবেছিলেন, তাঁদের আফজল এক পুরুষ মানুষ। তাঁরা আশা করেছিলেন যে, ঘরে ঘরে আফজল তৈরি হবে। কিন্তু তারা যে এই রকম হবে, তা তাঁরা জানতেন না।"
(হিন্দিতে লেখা ক্যাপশন: बाबा रामदेव की मजाक उड़ाने वाले तो समझते थे कि उनके अफजल मर्द हैं। घर घर से अफजल निकलेगा, मगर ऐसे निकलेगा यह पता नहीं था)
পোস্টটি দেখুন এখানে।
পোস্টটি দেখুন এখানে।
পোস্টটি দেখুন এখানে।
আরও পড়ুন: ২০২০ মমতা বন্দ্যোপাধ্যায়ের লকডাউন বিধির ভিডিও ভুয়ো দাবিতে ভাইরাল
তথ্য যাচাই
ছবিটির রিভার্স ইমেজ সার্চ করলে দেখা যায় যে, সেটি ২০১২ তে তোলা। বেশ কয়েকটি সংবাদ সংস্থা সেটি প্রকাশ করে এবং তারা ছবিটি তোলার কৃতিত্ব দেয় অ্যাসোসিয়েটেড প্রেস-কে (এপি)।
ছবিটির ক্যাপশনে বলা হয়, আফগানিস্তানের মেহতেরলাম-এ এপি'র জন্য ছবিটি তোলেন রহমত গুল। ছবিটির বিবরণে লেখা হয়, "২০১২ সালের ২৮ মার্চের এই ফাইল ছবিতে আফগানিস্তানে কাবুলের পূর্ব দিকে, লাঘমান প্রদেশের মেহতেরলামে, আফগান সুরক্ষা বাহিনীর কর্মীরা, আফগান মহিলাদের পোশাক-পরিহিত তালিবান জঙ্গিদের মেহতেরলামের গোয়েন্দা দফতরে উপস্থিত সংবাদ মাধ্যমের সদস্যদের সামনে হাজির করতে নিয়ে যাচ্ছেন।"
একই ক্যাপশন সহ, ভারতীয় সংবাদ সংস্থা 'আউটলুক' ছবিটি প্রকাশ করে। দেখুন এখানে।
ইউনাইটেড কিংডমের দু'টি ট্যাবলয়েড কাগজ – 'ডেইলি মেল' ও 'মিরর' – ওই একই ছবিটি ছাপে। তাতে বলা হয়, "কাবুলের পূর্ব দিকে, লাঘমান প্রদেশের মেহতেরলামে, স্থানীয় পুলিশ মেয়েদের পোশাক-পরা সাত জন পুরুষকে গ্রেফতার করে।"
আরও পড়ুন: রাজস্থানের বিধায়ক রামকেশ মিনাকে হামলার পুরনো ভিডিওকে সাম্প্রতিক বলা হল