BOOM

Trending Searches

    BOOM

    Trending News

      • ফ্যাক্ট চেক
      • বিশ্লেষণ
      • ফাস্ট চেক
      • আইন
      • Home-icon
        Home
      • Authors-icon
        Authors
      • Contact Us-icon
        Contact Us
      • Methodology-icon
        Methodology
      • Correction Policy-icon
        Correction Policy
      • ফ্যাক্ট চেক-icon
        ফ্যাক্ট চেক
      • বিশ্লেষণ-icon
        বিশ্লেষণ
      • ফাস্ট চেক-icon
        ফাস্ট চেক
      • আইন-icon
        আইন
      Trending Tags
      TRENDING
      • #Mamata Banerjee
      • #Narendra Modi
      • #Operation Sindoor
      • #Pahalgam Terrorist Attack
      • #Rahul Gandhi
      • Home
      • ফ্যাক্ট চেক
      • ২১ জুলাই: তৃণমূল কংগ্রেস যুব নেতা...
      ফ্যাক্ট চেক

      ২১ জুলাই: তৃণমূল কংগ্রেস যুব নেতা দেবাংশু ভট্টাচার্যের নামে ভুয়ো টুইট ছড়াল

      বুম যাচাই করে দেখে ২০ জুলাই ২০২২ দেবাংশু ভট্টাচার্য এই ধরণের কোনও টুইট করেননি। স্ক্রিনশটের ছবিটিও অসঙ্গতিপূর্ণ।

      By - Sk Badiruddin |
      Published -  22 July 2022 10:40 AM
    • ২১ জুলাই: তৃণমূল কংগ্রেস যুব নেতা দেবাংশু ভট্টাচার্যের নামে ভুয়ো টুইট ছড়াল

      সোশাল মিডিয়ায় তূণমূল কংগ্রেসের যুব নেতা ও রাজ্য মুখপাত্র দেবাংশু ভট্টাচার্যের (Debangshu Bhattacharya) একটি ভুয়ো টুইটের (Fake Tweet) স্ক্রিনশট ছড়ানো হচ্ছে। টুইটিতে নাকি ২১ জুলাই (21 July) শহীদ দিবসে (Shahid Dibas) আগত দলীয় কর্মীদের দেবাংশু ছাতা ও মানিব্যাগ নিজেদের দায়িত্বে রাখার পরামর্শ দিয়েছেন।

      ১৯৯৩ সালের ২১ জুলাই ভোটে কারচুপির অভিযোগ তুলে তৎকালীন যুব কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সে সময়ের রাজ্যের প্রশাসনিক ভবন মহাকরণ ঘেরাওয়ের ডাক দেন। বাম আমলে সে সময় মুখ্যমন্ত্রীর পদে জ্যোতি বসু। মিছিল ধর্মতলা চত্বরে এগোলে পুলিশের সঙ্গে যুব কংগ্রেস কর্মীদের ধুন্ধুমার বাঁধে। বোমা ছোড়া হয় বলে অভিযোগ। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গুলি চালালে ১৩ জন যুব কংগ্রেস কর্মী গুলিতে মারা যায় ও আহত হয় আরও অনেকে। ১৯৯৮ সালের মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেসের সঙ্গ ত্যাগ করে নতুন দল গঠন করলে ২১ জুলাই 'শহীদ দিবস' পালন তৃণমূলের প্রতিবছরের কর্মসূচি হয়ে পড়ে। অতিমারিতে পর পর দুবছর ২১ জুলাইয়ের সভা বন্ধ থাকলে এবার আবার 'শহীদ দিবস' পালন করে তৃণমূল। জেলার দলীয় কর্মী-সমর্থকদের পাশাপাশি এবছর গোয়া, ত্রিপুরা, অসম ও মেঘালয়ের তৃণমূল কংগ্রেস নেতৃবৃন্দ হাজির হয় সভাতে। ভাইরাল টুইটের স্ক্রিনশটটি ২১ জুলাই তৃণমূল কংগ্রেসের শহীদ দিবস স্মরণে জনসভাকে ঘিরে দলের কর্মীদের জমায়েতের প্রেক্ষিতে ছড়ানো হচ্ছে।

      আরও পড়ুন: জলমগ্ন রাস্তায় অটোর পাশে এক ব্যক্তির নাচের ভিডিও গুজরাতের

      ২০ জুলাই ২০২২ তারিখে দেবাংশু ভট্টাচার্যের টুইট বলে দাবি করা স্ক্রিনশটের ছবিটে লেখা হয়েছে, "নিজের মানিব্যাগ, মোবাইল, জলের বোতল, রুমাল, ছাতা, টুপি, জুতো, লাইটার নিজের দায়িত্বে রাখবেন #21JulyJindabad"

      ছবিটি টুইট করে ক্যাপশন লেখা হয়েছে, "যখন পকেটমার নিজে থেকে আপনাকে সতর্ক করে" (মূল ইংরেজিতে ক্যাপশন: When the pickpocket himself alerts you)

      ফেসবুক পোস্টটি দেখুন এখানে।

      আরও পড়ুন: বিজয়ন ও লুলু গোষ্ঠীর প্রধানের গাড়ির চালক? না, আমিরশাহির মন্ত্রী

      তথ্য যাচাই

      বুম যাচাই করে দেখে দেবাংশু ভট্টাচার্যের টুইট বলে ভাইরাল হওয়া স্ক্রিনশটের ছবিটি ভুয়ো।

      বুম দেবাংশুর টুইটার অ্যাকাউন্টে অ্যাডভান্সড কিওয়ার্ড সার্চ করে দেখে দেবাংশু ২০ থেকে ২১ জুলাই পর্যন্ত একটিমাত্র টুইট করেছেন।

      ২১ জুলাই সকালে ওই টুইটে দেবাংশু লেখেন, "২৯ বছর আগে, ১৩ জন সাহসী এই দিনে রাজনৈতিক হিংসায় প্রাণ হারান। শহীদ দিবসে আমরা তাঁদের স্মরণ করি সম্মান জানাই। আমি আশা রাখি তাদের বলিদান আমাদের ও বাংলার মানুষদের অনুপ্রেরণা দেবে অন্যায় ও ভেদাভেদের বিরুদ্ধে লড়তে। জয় বাংলা!"

      ভাইরাল টুইটের অসঙ্গতিপূর্ণ বৈশিষ্ট্য

      বুম ভাইরাল টুইটে বেশ কিছু অসঙ্গতি খুঁজে পায়। স্ক্রিনশটটিতে দেখা যায় কথিত টুইটটি রাত ৮ টা ৩৭-এ করা হয়েছে। আসল টুইটে সময়ের জায়গায় 'এএম' ও 'পিএম' উভয়ই থাকে বড় হাতের অক্ষরে। কিন্তু ভাইরাল টুইটে 'পিএম' রয়েছে ছোট হাতের হরফে। আবার আসল টুইটে সময়ের জায়গায় ঘন্টা ও মিনিটের মাঝে থাকে কোলন (:) কিন্তু ভুয়ো টুইটের ছবিতে রয়েছে ডট (.)।

      আসল টুইটে সময় ও তারিখের অংশ ও কতজন টুইট ও রিটুইট করেছেন এই দুই অংশের মাছে একটি অস্পষ্ট অনুভূমিক সরলেখা থাকে, ভাইরাল ভুয়ো টুইটে সেই ধরণের কোনও সরলেখা দৃশ্যমান নেই।

      আসল টুইটের স্ক্রিনশট ওয়েব ও অ্যাপে নিলে প্রধান দুটি ইন্টারফেসের পার্থক্য থাকে ডানদিকে উপরের কোণে তিনটি ডট ও তারিখ লেখার ধরণের মধ্যে। অ্যাপের স্ক্রিনশটের ডানদিকের উপরের কোণে তিনটি ডট থাকে উলম্ব ভাবে আর ওয়েব স্ক্রিনশটের ক্ষেত্রে অনুভূমিক ভাবে থাকে ওই টিনটি ডট।

      আসল টুইটের ক্ষেত্রে তারিখ দেখা যায় অ্যাপের স্ক্রিনশটের ক্ষেত্রে ২১ জুলাই তারিখের ক্ষেত্রে লেখার ধরণ হবে, "21 Jul 22" অন্যদিকে ওয়েব ব্রাউজারের স্ক্রিনশটের ক্ষেত্রে লেখার ধরণ, "Jul 21, 2022"।

      অ্যাপের স্ক্রিনশটে টুইটার যে মাধ্যমে হয়েছে (অ্যান্ড্রয়েড অ্যাপ, ওয়েব ব্রাউজার, আইফোন, আঅপ্যাড বা অন্য অ্যাপের নাম) তাঁর নাম থাকে নীল বর্ণে। কিন্তু ওয়েব স্ক্রিনশটে মাধ্যমের নাম যেমন "Twitter for Android" লেখাটি হয় স্বচ্ছ বর্ণের।

      ভাইরাল ভুয়ো টুইটে ডানদিকের উপরের তিনটি বিন্দু (ডট) অনুভূমিক এবং "Twitter for Android" লেখা স্বচ্ছ হওয়ায় ধরে নেওয়া যাক সেটি ওয়েব ব্রাইজার থেকে নেওয়া স্ক্রিনশট। তাহলে তারিখ লেখার নিয়মে ব্রাউজারের স্ক্রিনশটের ক্ষেত্রে হওয়া উচিত, "Jul 20, 2022"। কিন্তু ভাইরাল ভুয়ো টুইটে লেখা হয়েছে, "20 Jul 2022"।

      ভাইরাল ভুয়ো টুইটের স্ক্রিনশট অ্যাপেও নেওয়া নয় কারণ তিনটি ডট উলম্ব বা "Twitter for Android" লেখা নীল বর্ণের নয়।

      অর্থাৎ, ভাইরাল টুইটটি ফোটোশপে তৈরি, অসঙ্গতিপূর্ণ ইন্টারফেস বা নক্সার। নিচে উপরে উল্লেখ করা অসঙ্গতিগুলোর ছবির তুলনা করা হলো। বামদিকে ভুয়ো টুইট ও ডানদিকের আসল টুইটের স্ক্রিনশট যথাক্রমে ওয়েব ব্রাউজার ও টুইটার অ্যাপে নেওয়া।

      আরও পড়ুন: ভিডিওতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা নেই

      Tags

      Debangshu BhattacharyaTMCFake TweetFake Screenshot
      Read Full Article
      Claim :   দেবাংশু ভট্টাচার্যের টুইট নিজের মানিব্যাগ, মোবাইল, জলের বোতল, রুমাল, ছাতা, টুপি, জুতো, লাইটার নিজের দায়িত্বে রাখবেন
      Claimed By :  Facebook Posts
      Fact Check :  False
      Next Story
      Our website is made possible by displaying online advertisements to our visitors.
      Please consider supporting us by disabling your ad blocker. Please reload after ad blocker is disabled.
      X
      Or, Subscribe to receive latest news via email
      Subscribed Successfully...
      Copy HTMLHTML is copied!
      There's no data to copy!