ভিডিওতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা নেই
বুম দেখে মূল ভিডিওটি নতুন দিল্লিতে শিখ ধর্মাবলম্বীদের সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর রবিদাস জয়ন্তীর কীর্তন।
রবিদাস জয়ন্তী উপলক্ষ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi) কীর্তনে অংশ নেওয়ার ভিডিও ভুয়ো দাবি সহ সোশাল মিডিয়ায় ছড়িয়ে দাবি করা হচ্ছে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা (Sheikh Hasina) উপস্থিত রয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে।
সোশাল মিডিয়ায় ভাইরাল হওয়া ২৭ সেকেন্ডের ভিডিওতে দেখা যায় 'খরতাল' বাজাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মাস্ক পরিহিত মাথায় কাপড় দেওয়া মহিলারা তাঁর সামনে বসে সঙ্গত দিচ্ছেন। ভাইরাল ভিডিওটির নেপথ্যে "সাদা সাদা কালা কালা" নামে এ মাসে প্রকাশিতব্য 'হাওয়া' নামে এক একটি বাংলাদেশের সিনেমার গান জুড়ে দেওয়া হয়েছে।
ভিটিওটি ফেসবুকে পোস্ট করে ক্যাপশন লেখা হয়েছে, "সাদা সাদা কালো কালো হাসিনা আর মোদির লীলা খেলা"
ভাইরাল হওয়া ভিডিওটি দেখুন এখানে।
আর পড়ুন: অসমের শিলচরে ধসের দৃশ্য মহারাষ্ট্রের ঘটনা বলে ছড়াল
তথ্য যাচাই
বুম ভিডিওটির মূল ফ্রেমগুলি রিভার্স সার্চ করে ভিডিওটি সম্পর্কে একাধিক প্রতিবেদন খুঁজে পায়।
১৬ ফেব্রুয়ারি ২০২২ ইন্ডিয়ান এক্সপ্রেসে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, নতুন দিল্লির কারোল বাগে শ্রী রবিদাস বিশ্রাম ধাম মন্দিরে রবিদাস জয়ন্তী উপলক্ষ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কীর্তনে অংশ নেওয়ার ভিডিও।
সন্ত রবিদাস মুক্তি আন্দোলনের পুরোধা, পাঞ্জাবের দলিত শিখদের মধ্যে জনপ্রিয় ধর্মগুরু।
মূল ভিডিওটি ১৬ ফেব্রুয়ারি ২০২২ তারিখ সকালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর টুইটার নিজস্ব অ্যাকাউন্ট থেকে টুইট করা হয়।
কোনও প্রতিবেদনেও উল্লেখ করা হয়নি যে, ওই অনুষ্ঠানে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাও উপস্থিত ছিলেন। সে সময় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভরতে সফরও করেননি।
বিষয়টি নিয়ে মিন্টের প্রতিবেদন পড়ুন এখানে।
আরও পড়ুন: তৃতীয়বার মা হতে চলেছেন করিনা কপূর খান? 'গর্ভবতী নই' জানালেন অভিনেত্রী