অসমের শিলচরে ধসের দৃশ্য মহারাষ্ট্রের ঘটনা বলে ছড়াল
বুম যাচাই করে দেখে অসমে অনবরত প্রবল বৃষ্টিপাতের ফলে শিলচরে ধস নামে।
অসমে (Assam) ধস নামার একটি ভিডিওকে মহারাষ্ট্রের (Maharashtra) নাসিকে হাইওয়েতে ধস নামার ঘটনার সঙ্গে মিথ্যে ভাবে জুড়ে দেওয়া হল।
১৩ জুলাই, ২০২২ তারিখে প্রকাশিত দ্য টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন অনুসারে, হাইওয়েতে একটি ব্রিজ ভেঙে পড়ায় এবং ধস নামায় নাসিক জেলা ও সুরগনা তালুকার মধ্যে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। প্রবল বৃষ্টির কারণে জেলার অন্যান্য প্রান্তিক একালার সঙ্গেও যোগাযোগ ক্ষতিগ্রস্ত হয়। এই পরিপ্রেক্ষিতেই ভিডিওটি শেয়ার করা হচ্ছে।
টিভি৯ ভারতবর্ষের এক সংবাদ পরিবেশককে তার নিউজ বুলেটিনে দর্শকদের কাছে দাবি করতে শোনা গিয়েছে যে এই ভিডিওটি মহারাষ্ট্রের নাসিকের।
জি ২৪ তাসও এই ভিডিওটি একই দাবির সঙ্গে সম্প্রচার করে।
ইটিভি ভারত মহারাষ্ট্রও এই ভিডিওটির প্রসঙ্গে একই কথা উল্লেখ করে।
সোশাল মিডিয়া প্ল্যাটফর্মগুলিতেও এই ভিডিওটি ঘুরছে। সঙ্গে দাবি যে, দৃশ্যটি মহারাষ্ট্রের নাসিকে ধস নামার ঘটনার।
পোস্টটি দেখতে ক্লিক করুন এখানে।
আরও পড়ুন: আলিগড়ে এক দম্পতির গর্তে পড়ে যাওয়ার ভিডিও ছড়াল শিলিগুড়ির ঘটনা বলে
তথ্য যাচাই
ভাইরাল হওয়া ভিডিওটির কিছু গুরুত্বপূর্ণ ফ্রেম নিয়ে বুম রিভার্স ইমেস সার্চ করে এবং ২১ জুন ২০২২ তারিখের একটি টুইটের সন্ধান পায়, যাতে সেই একই ক্লিপ শেয়ার করা হয়েছিল।
টুইটারে এক জন ভিডিওটি আপলোড করেন, এবং ক্যাপশনে লেখেন যে, "প্রবল বৃষ্টির কারণে জেলার প্রত্যন্ত অঞ্চলগুলির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে। অসমের বন্যা।"
পোস্টটি দেখার জন্য এখানে ক্লিক করুন।
এই টুইটটির সূত্র ধরে আমরা অহমিয়া ভাষায় 'অসম বন্যা' কিওয়ার্ড দিয়ে ইউটিউবে সার্চ করি, এবং দেখি যে, ইস্ট মোজো অসম-এর অফিশিয়াল ইউটিউব চ্যানেলে ২১ জুন, ২০২২ তারিখে ভিডিওটি আপলোড করা হয়েছিল।
অহমিয়া ভাষায় ক্যাপশনে লেখা হয়েছিল, "কাছার শিলচর রোডে ভয়াবহ ধস। পাহাড় ভেঙে পড়ছে, যানবাহন চলাচল বন্ধ।"
(অহমিয়া ভাষায় লেখা মূল ক্যাপশন: কাছাৰ-শিলচৰ পথত ভয়ংকৰ ভূমিস্খলন। খহি পৰিল পাহাৰ, যাতায়াত স্তব্ধ।)
আরও নিশ্চিত ভাবে জানার জন্য বুম ইস্ট মোজো-র সঙ্গে যোগাযোগ করলে তাঁরা জানান যে, এই ভিডিওটিতে যে ধসের দৃশ্য দেখা যাচ্ছে, তা অনবরত বৃষ্টিপাতের কারণে অসমের শিলচর রোডে ঘটেছিল।
আরও পড়ুন: নাগপুরে দীর্ঘতম ডাবল ডেকার সেতু বিশ্ব রেকর্ড গড়ল? দাবি বিভ্রান্তিকর