আলিগড়ে এক দম্পতির গর্তে পড়ে যাওয়ার ভিডিও ছড়াল শিলিগুড়ির ঘটনা বলে
বুম দেখে ওই দম্পতির জলমগ্ন রাস্তার ম্যানহোলে সেঁধিয়ে যাওয়ার ভিডিওটি ২০২২ সালের জুন মাসে উত্তরপ্রদেশের আলিগড় শহরের ঘটনা।
উত্তরপ্রদেশের (Uttar Pradesh) আলিগড়ে (Aligarh) এক স্কুটার আরোহী দম্পতির রাস্তায় জমা জলের আঢাকা ম্যানহোলে সেঁধিয়ে (potholes) যাওয়ার ঘটনা পশ্চিমবঙ্গের (West Bengal) শিলিগুড়ির (Siliguri) বলে সোশাল মিডিয়াতে শেয়ার করা হচ্ছে।
বুম যাচাই করে দেখে ভিডিওটি উত্তরপ্রদেশের আলিগড়ের ঘটনা। ভিডিওটি ১৯ জুলাই ২০২২ সোশাল মিডিয়াতে ভাইরাল হয়।
সোশাল মিডিয়া শেয়ার হওয়া এক সিসিটিভি দৃশ্যে দেখা যায় এক দম্পতির স্কুটার জলমগ্ন রাস্তায় থাকা খানাখন্দ না বুঝতে না পেরে সেখানে পড়ে যান এবং আশেপাশের লোকেরা পরে তাঁদের উদ্ধার করতে ছুটে আসেন।
ভিডিওটিতে ইংরেজিতে 'শিলিগুড়ি' লিখে ফেসবুকে পোস্ট করা হয়েছে।
ফেসবুক পোস্টটি দেখুন এখানে।
আরও পড়ুন: ফুচকার জলে হার্পিক মেশানো বলে একটি সাজানো ভিডিও ধর্মীয় দাবিতে ছড়াল
তথ্য যাচাই
ভিডিওটির মূল ফ্রেম গুলি নিয়ে বুম রিভার্স ইমেজ সার্চ করে একাধিক গণমাধ্যমে এই সংক্রান্ত রিপোর্ট খুঁজে পায় যেখানে বলা হয় ঘটনাটি উত্তরপ্রদেশের আলিগড়ের।
১৯ জুন ২০২২ প্রকাশিত ইন্ডিয়া টুডের প্রতিবেদন থেকে জানা যায়, ওই দম্পতির স্কুটার জলমগ্ন রাস্তায় থাকা খোলা ম্যানহোলে সেঁধিয়ে যান। ঘটনাটি ঘটে উত্তর প্রদেশের আলিগড় জেলার কিশানপুর এলাকায়।
দ্য নিউ ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন অনুযায়ী ওই স্কুটার আরোহী ছিলেন উত্তরপ্রদেশের পুলিশ অফিসার দয়ানন্দ সিংহ অত্রি ও তাঁর স্ত্রী। তাঁরা ডাক্তার দেখাতে যাওয়ার পথে এই দুর্ঘটনাটি ঘটে।
সাংবাদিক পীযূষ রায়, ১৮ জুন ২০২২ ভিডিওটি টুইট করে লেখেন ঘটনাটি উত্তরপ্রদেশের আলিগড়ের। এছাড়াও ওই দম্পতির সাক্ষাৎকারের ভিডিও তিনি টুইট করেন, যেখানে ওই মহিলা বলেন এ ঘটনায় তিনি দেহে চোট পেয়েছেন।
আরও পড়ুন: টাইমস নাও, ইন্ডিয়া টুডে অন্ধ্রপ্রদেশের পুরনো ভিডিওকে বলল তেলেঙ্গানার