৫০০ টাকার নোটে এবার থাকবে রাম মন্দিরের ছবি? না, এই তথ্য ভুয়ো
বুম যাচাই করে দেখে ভাইরাল ছবিটি সম্পাদিত এবং ভারত সরকারের তরফে এমন কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি
সোশ্যাল মিডিয়ায় সম্প্রতি ছড়িয়ে পড়তে দেখা যায় ৫০০ টাকার নোটের (500 Rupees Note) একটি সম্পাদিত ছবি যেখানে লাল কেল্লার (Red Fort) জায়গায় দেখা যায় অযোধ্যার রাম মন্দিরের (Ayodhya Ram Temple) দৃশ্য।
বুম যাচাই করে দেখে ছবিটি সম্পাদিত। এমন কোনও নোটে চিত্র পাল্টে দেওয়ার বিষয় সরকার সিদ্ধান্ত নেয়নি।
২২ জানুয়ারী, ২০২৪ তারিখে উদ্বোধন হবে অযোধ্যার রাম মন্দির এবং সেখানে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ বহু প্রভাবশালী রাজনৈতিক এবং প্রভাবশালী ব্যক্তিত্বরাও। সোশ্যাল মিডিয়ায় অযোধ্যার রাম মন্দির সংক্রান্ত অসংখ্য ভুয়ো তথ্য ছড়াতে দেখা গেছে বেশ কিছুদিন ধরে। এমনই এক ভুয়ো পোস্ট দেখা গেলো ৫০০-টাকার নোটে অযোধ্যার রাম মন্দিরের ছবি থাকা নিয়ে।
একজন ব্যবহারকারী এই ছবিটি ফেসবুকে পোস্ট করে বাংলায় ক্যাপশন হিসেবে লেখেন"লাল কেল্লার পরিবর্তে ভগবান শ্রী রামচন্দ্রের ছবি এবং রাম মন্দিরের ছবি ৫০০ টাকার নোটে তৈরি হইলো।"
এই পোস্ট দেখতে এখানে ক্লিক করুন।
এই পোস্টের আর্কাইভ এখানে দেখা যাবে।
তথ্য যাচাই
এই বিষয় যাচাই করতে বুম একটি কিওয়ার্ড সার্চ করে এই সংক্রান্ত বিষয় কিছু সংবাদমাধ্যমের প্রতিবেদনে পাওয়ার জন্য। তবে, এই ধরণের কোনও প্রতিবেদন বুম খুঁজে পায়নি যেখানে বলা হয় ৫০০ টাকার নোটে লাল কেল্লার বদলে থাকবে রাম মন্দিরের চিত্র।
আমরা পিআইবি ওয়েবসাইটসহ বেশ কিছু সরকারি দপ্তরের যাচাই করা এক্স প্রোফাইলেও এই তথ্য খোঁজার চেষ্টা করি কিন্তু এমন কিছু মেলেনি।
আরবিআইয়ের ওয়েবসাইট এবং এই দপ্তরের প্রভাবশালী আধিকারিকদের এক্স প্রোফাইলেও এই সংক্রান্ত তথ্য খোঁজার চেষ্টা করি কিন্তু এমন কোনও তথ্য আমরা পাইনি যার থেকে বিষয়টি নিশ্চিত করা যায়।
এরপর আরবিআইয়ের সাইটে নোটের বিষয় বিস্তারিত জানার লিংকে আমরা লক্ষ্য করি ৫০০-টাকার মূল্যের নোটে ভারতের লাল কেল্লার চিত্র উপস্থিত রয়েছে। এছাড়াও এই নোটের অন্যান্য তথ্য এবং নিরাপত্তা বৈশিষ্ট্যগুলির উল্লেখও দেখা যায় এখানে।
এই ভাইরাল দাবির সত্যতা জানতে আমরা যোগাযোগ করি আরবিআইয়ের মুখপাত্র যোগেশ দয়ালের সাথে। দয়াল বুমকে জানান এমন কোনও তথ্য আরবিআইয়ের কাছে নেই।
(অতিরিক্ত রিপোর্টিং: সৃজিত দাস)