২০২১ সালে জাপানের ভূমিকম্পের দৃশ্য আজতক বাংলায় চিনের ঘটনা বলে সম্প্রচার
বুম যাচাই করে দেখে ভাইরাল ভিডিওটি ২০২১ সালের ফেব্রুয়ারি মাসে জাপানের ফুকুশিমায় ভূমিকম্পের দৃশ্য।
২০২১ সালে জাপানে (Japan) ভূমিকম্পের (earthquake) পুরনো দৃশ্য (old video) চিনের (China) ঘটনা বলে বুলেটিনে বিভ্রান্তিকরভাবে দেখাল আজতক বাংলা (AajTak Bangla)।
বুম যাচাই করে দেখে ভাইরাল ভিডিওটি ২০২১ সালের ফেব্রুয়ারি মাসে জাপানের (Fukushima) ফুকুশিমায় ভূমিকম্পের দৃশ্য।
গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, মার্কিন ভূতত্ব সর্বেক্ষণ বিভাগ জানায় (USGS) ১৫ মার্চ ২০২৩ চিনের (China) হোটান (Hotan) প্রদেশে ৪.৭ মাত্রার ভূমিকম্পন অনুভূত হয়েছে। আজতক বাংলা এই প্রেক্ষিতে বুলেটিনটি প্রকাশ করে।
১৫ মার্চ, ২০২৩ তারিখে আজতক বাংলার ইউটিউব চ্যানেলে আপলোড করা ৩ মিনিট ৫৩ সেকেন্ডের বুলেটিনে দেখা যায় ভূকম্পনের ফলে একটি সাদা রঙের আলমারি থেকে জিনিসপত্র পড়ে যাওয়ার দৃশ্য। বুলেটিনটির প্রথম ৭ সেকেন্ড এবং ২ মিনিট ৫ সেকেন্ড সময় থেকে ২ মিনিট ১৭ সেকেন্ড সময় পর্যন্ত ওই দৃশ্য দেখানো হয়।
উপস্থাপককে বলতে শোনা যায়, “এবার ভূমিকম্পে আবার কেঁপে উঠল চিন। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৪.৭।”
ভিডিওটির শিরোনাম লেখা হয়েছে, “তুরস্কের পর চিনে ভূমিকম্প! China Earthquake Update | World News | Aaj Tak”
ইউটিউবে ভিডিওটি দেখা যাবে এখানে। ভিডিওটি আর্কাইভ করা আছে এখানে। বুমের নিজস্ব অ্যাকাউন্টে আর্কাইভ করে রাখা ভিডিওটি নিচে দেওয়া হল।
তথ্য যাচাই
বুম একই ভিডিও এবছরের ফেব্রুয়ারি মাসে তথ্য-যাচাই করেছে। সে সময় তাজাকিস্তানে ভূমিকম্পের প্রেক্ষিতে ভিডিওটি ভুয়ো দাবিতে সোশাল মিডিয়ায় ছড়ানো হয়।
বুম প্রথমে ভিডিওটির মূল ফ্রেম গুগলে রিভার্স সার্চ করে ১৩ ফেব্রুয়ারি ২০২১ তারিখে '@himei42' হ্যান্ডেলে জাপানি ভাষায় একটি টুইট দেখতে পায়। ৬ সেকেন্ডের ওই ভূমিকম্পের দৃশ্যের টুইটটি আর্কাইভ করা আছে এখানে।
জাপানি ভাষায় ক্যাপশনে তিনি লেখেন, "ব্যাপক ভূমিকম্প, যা হোক করে ভিডিওটি আমি তুলি; যদিও এটি দারুন দেখাচ্ছে।"
তুরস্কের গণমাধ্যম টিআরটি ওয়ার্ল্ড ভিডিওটি ১৩ ফেব্রুয়ারি ২০২১ ইউটিউবে তাদের চ্যানেলে প্রকাশ করে। ভিডিওটির শিরোনামের অনুবাদ, “জাপানের ফুকুশিমায় ৭.১ মাত্রার ভূমিকম্প।”
ওই রিপোর্টের ১২ সেকেন্ড সময়ের পর দেখা যাবে আজতক বাংলার বুলেটিনে ব্যবহার হওয়া একই দৃশ্য।
(মূল ইংরেজিতে ক্যাপশন: “Magnitude 7.1 earthquake hits Japan’s Fukushima”)
ওই একই ভিডিও জাপানের ভূকম্পন দৃশ্য বলে ১৪ ফেব্রুয়ারি ২০২১ খবর প্রকাশ করে দ্য গার্ডিয়ান। (প্রথম ৫ সেকেন্ড)
১৪ ফেব্রুয়ারি ২০২১ বিবিসি প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, ওই ভূকম্পনে প্রায় ১০০ জন ব্যক্তি আহত হন।
বুম আজতক বাংলার বুলেটিনে দেখানো অন্য দৃশ্যগুলির তথ্য-যাচাই করেনি।
বুম আগেও আজতক বাংলায় প্রচারিত ভুয়ো খবরের তথ্য-যাচাই করেছে। ত্রিপুরার অগ্নিকাণ্ডের দৃশ্যের ছবি বাংলাদেশে হিংসা বলে সেসময় আজতক বাংলা খবর প্রকাশ করে।