অভিজিৎ গঙ্গোপাধ্যায় ও অধিকারী পরিবারের মদ্যপানের ভাইরাল ছবি সম্পাদিত
বুম দেখে যে ছবিতে টেবিলে রাখা মদের বোতল ও সোনালী রঙের পানীয়সহ গ্লাসগুলি সম্পাদনা করে ছবিতে যোগ করা হয়েছে।
প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Abhijit Gangopadhyay) অধিকারী পরিবারের (Adhikari family) সঙ্গে দেখা করার পর সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় তাদের সাক্ষাতের সম্পাদিত ছবি শেয়ার করে ভুয়ো দাবি করা হচ্ছে যে তারা মদ্যপান করছিলেন।
বুম যাচাই করে দেখে যে ছবিতে টেবিলের উপরে রাখা মদের বোতল ও গ্লাসগুলি সম্পাদিত।
প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় কলকাতা হাইকোর্টে বিচারপতির পদ থেকে ইস্তফা দেন এবছরের মার্চ মাসে। মার্চের ৭ তারিখে পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ও বিজেপির রাজ্য সম্পাদক সুকান্ত মজুমদারের উপস্থিতিতে তিনি রাজনীতিতে যোগ দেন ভারতীয় জনতা পার্টির হাত ধরে। বিজেপি এখনও তাদের আসন্ন লোকসভা ভোটের প্রার্থী তালিকা ঘোষণা করেনি তবে, তমলুকে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সম্ভবত বিজেপি প্রার্থী হওয়ার কথা শোনা যাচ্ছে। এরই মধ্যে, প্রাক্তন বিচারপতি কাঁথিতে অধিকারী পরিবারের সঙ্গে দেখা করতে যান।
ভাইরাল পোস্টটিতে দেখা যাচ্ছে টেবিলের উপর অনেকগুলি জলের বোতল ও তিনটি ফিশ ফ্রাই-এর প্লেট ছাড়াও একটি মদের বোতল ও তিনটি সোনালী রঙের পানীয়সহ গ্লাস রাখা আছে। মদের বোতলটি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ও শিশির অধিকারীর সামনের টেবিলের উপর রাখা এবং গ্লাসগুলি অভিজিৎ গঙ্গোপাধ্যায়, শিশির অধিকারী এবং দিব্যেন্দু অধিকারী তিনজনের সামনে রাখা।
এই ছবিটি সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে শেয়ার করা হচ্ছে। একজন ফেসবুক ব্যবহারকারী ছবিটি শেয়ার করে ক্যাপশনে লেখেন, "বেয়ারা চালাও ফোয়ারা.......... কারা............চিনতে অসুবিধা হচ্ছে"
পোস্টটি দেখুন এখানে, আর্কাইভ দেখুন এখানে।
এই একই ছবি আরেকজন ফেসবুক ব্যবহারকারী শেয়ার করে লিখেছেন, "একটু আনন্দে মেতেছি শিশির বাবুর সাথে"।
পোস্টটি দেখুন এখানে, আর্কাইভ দেখুন এখানে।
তথ্য যাচাই
বুম ছবিটির সত্যতা যাচাই করতে গুগলে রিভার্স ইমেজ সার্চ করে। আমরা রিভার্স ইমেজ সার্চ করে নিউজ ১৮ বাংলার "‘শিশিরবাবুর পায়ের ধুলো নিলাম’, শান্তিকুঞ্জে ফিস-ফ্রাই খেয়ে ফিরলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়" শিরোনামসহ একটি প্রতিবেদন পাই। সেই প্রতিবেদনে আমরা অভিজিৎ গঙ্গোপাধ্যায়, শিশির অধিকারী ও দিব্যেন্দু অধিকারীর সাক্ষাতের ছবি দেখতে পাই।
উক্ত প্রতিবেদন থেকে আমরা জানতে পারি যে ১২ মার্চ তমলুকে রাজনৈতিক কর্মসূচির পর সন্ধ্যেবেলায় কাঁথিতে অধিকারী পরিবারের বাসভবন শান্তিকুঞ্জে যান অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সেখানে আলাপ আলোচনার সময় তিনি ফিশ ফ্রাই, চা ও অল্প কাজুও খেয়েছেন জানতে পারা যায়।
ভাইরাল পোস্ট ও প্রতিবেদনে ব্যবহৃত ছবি দুটির তুলনা করে তাদের পোশাক, টেবিলের উপরে রাখা জলের বোতল এবং খাবারের প্লেট ও ঘরে উপস্থিত সাজসজ্জার মিল থেকে আমরা নিশ্চিত হই যে দুটি ছবিই একই দিনের তোলা। ছবি দুটির তুলনা নিচে দেওয়া হলো।
এর থেকেই আমরা নিশ্চিত হই যে ভাইরাল পোস্টটি সম্পাদিত।