সুজাতা মন্ডলের আক্রান্ত হওয়ার পুরোনো ভিডিও সাম্প্রতিক দাবিতে ছড়ালো
বুম দেখে ভাইরাল ভিডিওটি ২০২১ সালের এপ্রিল মাসে পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের তৃতীয় দফার সময় তোলা।
তৃণমূল কংগ্রেস (TMC) নেত্রী সুজাতা মণ্ডলের (Sujata Mondal) একটি পুরনো ভিডিওতে দেখা যাচ্ছে কিছু একদল লোক তাকে মাঠের মাঝখানে লাঠি নিয়ে তাড়া করছে। এই ভিডিওটি শেয়ার করে বিভ্রান্তিকর দাবি করা হচ্ছে যে এটি আরামবাগে (Arambagh) সুজাতা মণ্ডলকে তাড়া করার সাম্প্রতিক ঘটনার ভিডিও।
বুম দেখে যে ভাইরাল ভিডিওটি ২০২১ সালের এপ্রিল মাসের যখন রাজ্যের বিধানসভা নির্বাচনের তৃতীয় দফায় সুজাতা মণ্ডলকে একটি ভোটকেন্দ্র থেকে তাড়িয়ে দেওয়া হয়েছিল।সুজাতা মণ্ডল তখন অভিযোগ করেছিলেন যে ভারতীয় জনতা পার্টি (বিজেপি) ভোটের মধ্যে আরামবাগে বিশৃঙ্খলা সৃষ্টি করছে এবং টিএমসি সমর্থকদের হুমকি দিচ্ছে। বিজেপি দাবিটি অস্বীকার করেছে।
২০২১ সালে, তৃণমূল কংগ্রেস সুজাতা মণ্ডলকে হুগলি জেলার আরামবাগ বিধানসভা আসন থেকে প্রার্থী করেছিল, কিন্তু তিনি হেরে যান। ২০২২ সালে, তিনি তাঁর তৎকালীন স্বামী, সাংসদ ও বর্তমানে বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সৌমিত্র খানকে ডিভোর্স দেন। তিনি আইনগতভাবে সৌমিত্রের থেকে আলাদা হয়ে যান এবং তাঁর নাম থেকে 'খান' সরিয়ে দেন। ২০২২ সালে রাজ্য পঞ্ছায়েত নির্বাচনে সুজাতা মণ্ডল তৃণমূলের হয়ে ভোটে দাঁড়ান এবং জেতেন। ভোটে জিতে তিনি ২০২২ সালে বাঁকুড়া জেলা পরিষদের সদস্য হন। ২০২৪ সালের সাধারণ নির্বাচনের বিষ্ণুপুর লোকসভা আসনে সুজাতা মণ্ডলকে প্রার্থী করেছে তৃণমূল। সুজাতা মণ্ডল তাঁর প্রাক্তন স্বামী সৌমিত্র খাঁ-এর বিরুদ্ধে ভোটে দাঁড়াবে তৃণমূলের হয়ে। বিষ্ণুপুরে বিজেপির হয়ে ভোটে দাঁড়াচ্ছে সৌমিত্র খাঁ।
একজন রাকেশ কৃষ্ণন সিম্হা (@ByRakeshSimha) নামক ব্যবহারকারী ১ মিনিট ৪৯ সেকন্ডের ভিডিওটি তার এক্স হ্যান্ডেলে পোস্ট করে ক্যাপশনে লিখেছে, "বিষ্ণুপুরের তৃণমূল প্রার্থী সুজাতা খাঁ আরামবাগের ভোটারদের হুমকি দিচ্ছেন তৃণমূলকে ভোট দেওয়ার নয়তো তার ফল ভোগ করার। আরামবাগের ভোটাররা তাকে এবং তার দলের অন্যান্য কর্মীদের মারধর করে তাড়িয়ে দেয়। বাংলার হিন্দুরা পাল্টা জবাব দিচ্ছে।"
পোস্টটি দেখুন এখানে, এবং আর্কাইভের দেখুন এখানে।
এই ভিডিওটি একাধিক এক্স হ্যান্ডেলে একই বিভ্রান্তিকর দাবি সহ শেয়ার করা হয়েছে।
পোস্টটি দেখুন এখানে, এবং আর্কাইভের দেখুন এখানে।
তথ্য যাচাই
বুম দেখে যে টিএমসি নেত্রি সুজাতা মণ্ডলকে একদল লোক লাঠি নিয়ে তাড়া করার ভাইরাল ভিডিওটি ২০২১ সালের এপ্রিল মাসের, সাম্প্রতিক নয়।
পোস্টগুলির সুত্রধরে আমরা "টিএমসি নেত্রি সুজাতা খাঁ আক্রান্ত" দিয়ে একটি কিওয়ার্ড সার্চ করে এই ঘটনার বিষয়ে ২০২১ সালের এপ্রিল মাসে প্রকাশিত অনেকগুলি সংবাদ প্রতিবেদন পাই।
৬ এপ্রিল, ২০২১ তারিখে এনডিটিভির একটি প্রতিবেদন থেকে আমরা জানতে পারি যে আরামবাগের তৎকালীন তৃণমূল প্রার্থী সুজাতা মণ্ডলকে রাজ্যে বিধানসভা নির্বাচনের তৃতীয় পর্যায়ে ভোট চলাকালীন একদল লোক মাঠের মাঝখানে লাঠি নিয়ে তাড়া করেছিল। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছিলেন যে বিজেপি কর্মীরা সুজাতা মণ্ডলকে তাড়া করেছিল এবং একটি ভোটকেন্দ্রের কাছে তাঁর মাথায় আঘাত করেছিল। বিজেপি অভিযোগটি অস্বীকার করেছিল।
ভাইরাল ভিডিওর মতো একই দৃশ্য আমরা নীচের রিপোর্টে দেখতে পাই।
দেখার জন্য এখানে ক্লিক করুন।
আমরা আনন্দবাজার পত্রিকার লোগো সহ ইউটিউবে চ্যানেলে এই একই ভিডিও ৬ এপ্রিল ২০২১ তারিখে আপলোড করা হয়েছে দেখতে পাই। ভিডিওটির ক্যাপশনে লেখা ছিল, "সুজাতা মণ্ডল খাঁকে গুন্ডারা বাঁশের লাঠি নিয়ে আক্রমণ করে"।