না, ভাইরাল ছবি ভারত-আফগান বৈঠকে মহিলা সাংবাদিকদের নয়
বুম দেখে ভাইরাল ছবিটি দিল্লির বিবেকানন্দ আন্তর্জাতিক ফাউন্ডেশনের একটি অনুষ্ঠানে তোলা যেখানে আফগান পররাষ্ট্র মন্ত্রী উপস্থিত ছিলেন।

সোশ্যাল মিডিয়ায় আফগানিস্তানের (Afghanistan) পররাষ্ট্রমন্ত্রী (foreign minister) আমির খান মুত্তাকির (Amir Khan Muttaqi) উপস্থিতিতে হওয়া একটি অনুষ্ঠানের ছবি শেয়ার করে ব্যবহারকারীরা ভুয়ো দাবি করেছেন নারী সাংবাদিকরা (female journalists) গত ১০ অক্টোবর আফগান দূতাবাসে (embassy) আয়োজিত সাংবাদিক সম্মেলনে (press conference) উপস্থিত ছিলেন।
বুম দেখে ভাইরাল ছবিটি আসলে দিল্লির বিবেকানন্দ আন্তর্জাতিক ফাউন্ডেশনের (ভিআইএফ) একটি অনুষ্ঠানে তোলা হয়েছে।
এডিটরস গিল্ড অফ ইন্ডিয়া আফগান দূতাবাসে এস জয়শংকর এবং মুত্তাকির উপস্থিতিতে হওয়া সাংবাদিক সম্মেলন থেকে নারী সাংবাদিকদের বাদ দেওয়ার প্রতিবাদ করেছে। আফগান মন্ত্রী ঘটনাটিকে প্রযুক্তিগত ত্রুটি হিসাবে চিহ্নিত করে জানান, নারী সাংবাদিকদের বাদ দেওয়া উদ্দেশ্যমূলক নয়। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে সাংবাদিকদের আমন্ত্রণের প্রক্রিয়ায় তারা যুক্ত ছিল না। কংগ্রেস নেতা রাহুল গান্ধী এবং অন্যান্য বিরোধী নেতারা বিজেপি সরকারের বিরুদ্ধে লিঙ্গভিত্তিক বৈষম্যের অভিযোগ তুলেছেন। বিতর্কের পর, মুত্তাকির নারী সাংবাদিকদের আমন্ত্রণ জানিয়ে পুনরায় একটি সাংবাদিক বৈঠক ডাকেন।
ভাইরাল দাবি
সমাজমাধ্যম ব্যবহারকারীদের একাংশ দাবি করেছেন ৮-১০ জন মহিলা সাংবাদিক আফগানিস্তানের দূতাবাসের সংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন। এক ফেসবুক ব্যবহারকারী ভাইরাল ছবিটি শেয়ার করে ক্যাপশনে লেখেন, "দিল্লিতে আফগান পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকির সংবাদ সম্মেলনের একাাংশের চিত্র। সম্মেলনে মহিলা সাংবাদিকরা উপস্থিত ছিলেন। ছবিটি দেখুন এবং গণনা করুন কতজন মহিলা ছিলেন... ৮-১০ জন দেখতে পাওয়া যাচ্ছে। কিন্তু মোদী-বিরোধী মনোভাবে আচ্ছন্ন কিছু মিডিয়া এবং আমাদের রাজ্যের শাসকদলের নেত্রী তথা সাংসদ মহুয়া মৈত্র তা লক্ষ্য করেনি।"
পোস্টটি দেখুন এখানে, আর্কাইভ দেখুন এখানে।
অনুসন্ধানে আমরা কী পেলাম: ছবিটি আফগানিস্তানের দূতাবাসে তোলা নয়
১. VIF অনুষ্ঠানের ছবি: বুম ভাইরাল ছবিটির রিভার্স ইমেজ সার্চ করে দেখে সেটি ভিআইএফ ইন্ডিয়ার অফিসিয়াল এক্স হ্যান্ডেল থেকে পোস্ট করা হয়েছিল। ১০ অক্টোবর ২০২৫-এ করা পোস্টের ইংরেজি ক্যাপশন অনুসারে, "আজকে VIF-এ আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রী, এইচ.ই. মৌলবী আমির খান মুত্তাকির সঙ্গে কথোপকথনের কিছু মুহূর্ত। কথোপকথনটি দুই দেশের মধ্যে গভীর অর্থনৈতিক, ঐতিহাসিক, সাংস্কৃতিক এবং সভ্যতামূলক সম্পর্ককে তুলে ধরেছে। রবীন্দ্রনাথ ঠাকুরের কবুলিওয়ালার উল্লেখ দর্শকদের সঙ্গে একটি অর্থপূর্ণ মুহূর্ত তৈরি করেছিল।"
বিবেকানন্দ আন্তর্জাতিক ফাউন্ডেশন একটি দিল্লিভিত্তিক সংস্থা যা বৈদেশিক বিষয়বস্তু, জাতীয় নিরাপত্তা এবং কৌশল এবং জন নীতির উপর কাজ করে।