বাংলাদেশী মহিলা ক্রিকেটরদের বোরখা পরে মাঠে নামার ভাইরাল ছবি AI নির্মিত
বুম দেখে ভাইরাল ছবিটি কৃত্রিম বুদ্ধিমত্তা মারফত তৈরি।

ক্রিকেট মাঠে ব্যাট হাতে বোরখা (burqa) পরা দুই মহিলার একটি ভুয়ো ছবি বাংলাদেশের মহিলা ক্রিকেটর (Bangladesh women cricketer) দাবিতে ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়।
বুম দেখে ভাইরাল ছবিটি কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি। বাংলাদেশের মহিলা ক্রিকেট দলের কোনও খেলোয়াড়ই বোরখা পরে বাস্তবে মাঠে নামেননি।
বর্তমানে, ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হচ্ছে আইসিসি মহিলা ক্রিকেট বিশ্বকাপ। গত ১০ অক্টোবর, নিউ জিল্যান্ডের মহিলা ক্রিকেট দলের মুখোমুখি হয়ে বাংলাদেশের মহিলা ক্রিকেট দল ১০০ রানে পরাজিত হয়।
ভাইরাল দাবি
ভাইরাল ছবিতে দুজন বোরখা ও পায়ে প্যাড পরিহিত মহিলাকে ক্রিকেট মাঠে দেখা যায় যার মধ্যে একজনের হাতে ব্যাট দৃশ্যমান; ছবির নীচে বাংলাদেশ বনাম নিউ জিল্যান্ডের স্কোরকার্ডও দেখা যায়। এক ফেসবুক ব্যবহারকারী ছবিটি শেয়ার করে ক্যাপশনে লেখেন, "বাংলাদেশ মহিলা ক্রিকেট দল (পর্দাওয়ালী শাখা)।"
পোস্টটি দেখুন এখানে, আর্কাইভ দেখুন এখানে।
অনুসন্ধানে আমরা কী পেলাম
১. বাংলাদেশের মহিলা ক্রিকেটররা বাস্তবে বোরখা পড়েননি: আমরা সম্পর্কিত কিওয়ার্ড সার্চ করে বাংলাদেশী মহিলা ক্রিকেটরদের বোরখা পরে খেলতে নামার কোনও বিশ্বাসযোগ্য প্রতিবেদন বা তথ্যসূত্র পাইনি।
ভাইরাল ছবিতে স্কোরকার্ডে দুই ওপেনার রুবাইয়া হায়দার ঝিলিক ও শারমিন আখতার সুপ্তার নাম দেখা যায়। আমারা আইসিসির অফিসিয়াল ওয়েবসাইটে ম্যাচ হাইলাইটসে এই দুই খেলোয়াড়কে দেশের জার্সি পরেই ব্যাট করতে দেখি, বোরখা পরে নয়। হাইলাইটস দেখুন এখানে।
২. কৃত্রিম বুদ্ধিমত্তা নির্মিত ছবি: ভাইরাল ছবিটি পর্যবেক্ষণ করলে ছবির নীচে ডান দিকের কোণে গুগল জেমিনির লোগো লক্ষ্য করা যায় যা ইঙ্গিত করে ছবিতে এআই ব্যবহৃত হয়েছে। এরপর, আমরা ছবিটি undetectable.ai-এ পরীক্ষা করলে, টুলটি ভাইরাল ছবিকে কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি হিসাবে চিহ্নিত করে। পরীক্ষার ফলাফল নীচে দেওয়া হল।
