ভারতীয় পতাকা নিয়ে লাহোরের ক্রিকেট মাঠে আফগান সমর্থকরা? না, ছবিটি ভারতের
বুম দেখে ভাইরাল ছবি ২০২৩ সালে ভারতে আয়োজিত ক্রিকেট বিশ্বকাপে ওয়াংখেড়ে স্টেডিয়ামে হওয়া আফগানিস্তান বনাম অস্ট্রেলিয়া ম্যাচের।



একদিকে ভারত (India) ও অন্যদিকে আফগানিস্তানের পতাকা এবং মাঝখানে দুই দেশের পতাকা আঁকা দুটি হাত করমর্দন করছে— এমনই একটি ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সম্প্রতি। ছবিটি শেয়ার করে ব্যবহারকারীরা দাবি করেছেন পাকিস্তানের লাহোরে (Lahore) চ্যাম্পিয়ন্স ট্রফির (Champions Trophy) আফগানিস্তান (Afghanistan) বনাম ইংল্যান্ড (England) ম্যাচের দিন আফগান সমর্থকেরা এই বিশেষ পতাকাটি নিয়ে যায়।
বুম যাচাই করে দেখে ভাইরাল ছবিটি পুরনো। ২০২৩ সালে ভারতে আয়োজিত আইসিসি ক্রিকেট বিশ্বকাপে মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে হওয়া আফগানিস্তান বনাম অস্ট্রেলিয়া ম্যাচে আফগান সমর্থকদের হাতে এই পতাকাটি দেখা যায়।
২০২৫ সালের ১৯ ফেব্রুয়ারি শুরু হওয়া আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি এবার পাকিস্তানে আয়োজিত হচ্ছে। ২৬ ফেব্রুয়ারি লাহোরের গদ্দাফি স্টেডিয়ামে ইংল্যান্ডকে ৮ রানে হারায় আফগানিস্তান ক্রিকেট দল। নেটিজেনদের একাংশের দাবি ভাইরাল ছবিটি এই ম্যাচেই তোলা।
এক ফেসবুক ব্যবহারকারী ছবিটি শেয়ার করে ক্যাপশনে দাবি করেন, "পাকিস্তানের লাহোরে ইংল্যান্ড আফগানিস্তান ক্রিকেট ম্যাচে ভারত আফগানিস্তানের বন্ধুত্বের পতাকা নিয়ে আফগান সমর্থকরা।"
পোস্টটি দেখুন এখানে, আর্কাইভ দেখুন এখানে।
তথ্য যাচাই
বুম দাবিটির সত্যতা যাচাই করতে প্রথমে গুগলে রিভার্স ইমেজ সার্চ করে ভাইরাল ছবিসহ ২০২৩ সালের নভেম্বর মাসের একাধিক পোস্ট পায় যেখানে বিশ্বকাপের লোগোসহ "আইসিসি পুরুষ ক্রিকেট বিশ্বকাপ ভারত ২০২৩" লেখাটি দেখা যায়।
আমরা দেখি টিভি৯ নেটওয়ার্কের কার্যনির্বাহী সম্পাদক আদিত্য রাজ কউল ৭ নভেম্বর, ২০২৩ সালে এই ছবিটি এক্সে পোস্ট করেন। পোস্টের ক্যাপশন অনুযায়ী ছবিটি আফগানিস্তান বনাম অস্ট্রেলিয়া ক্রিকেট ম্যাচের।
পোস্টটির আর্কাইভ দেখুন এখানে।
গুগলে কিওয়ার্ড সার্চের মাধ্যমে দেখা যায় ৭ নভেম্বর অস্ট্রেলিয়া বনাম আফগানিস্তান ম্যাচটি মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে আয়োজিত হয়েছিল। তবে, পুরো ম্যাচটি কোনও আধিকারিক ওয়েবসাইট বা স্ট্রিমিং প্ল্যাটফর্মে উপলব্ধ নয়।
এরপর, আমরা ছবিটিকে ভালোভাবে পর্যবেক্ষণ করে দেখি সেখানে সকল দর্শক দাঁড়িয়ে রয়েছেন এবং কয়েকজনকে বুকে হাত দিয়েও দাঁড়িয়ে থাকতে দেখা যাচ্ছে। এই দৃশ্য সাধারণত দুই দলের জাতীয় সঙ্গীত চলাকালীন দেখা যায়।
এর থেকে ইঙ্গিত নিয়ে, আমরা ইউটিউবে সম্পর্কিত কিওয়ার্ড সার্চ করে এক ব্যবহারকারীর ৮ নভেম্বর, ২০২৩-এ আপলোড করা একটি ভিডিও পাই যেখানে খেলা শুরু হওয়ার আগে দুই দেশের জাতীয় সঙ্গীত গাওয়ার মুহূর্ত দেখা যায়।
ভিডিওটির ১:৫৯ মিনিট থেকে ২:০৩ মিনিট পর্যন্ত সমর্থকদের হাতে ভাইরাল ছবির পতাকাটি দেখা যায়।
ভিডিওটি দেখুন এখানে।
নীচে ভাইরাল ছবি ও ম্যাচে জাতীয় সঙ্গীত চলাকালীন দৃশ্যমান পতাকার স্ক্রিনশটের একটি তুলনা দেখা যাবে।