তলোয়ার নিয়ে অনুশীলনের ভাইরাল ভিডিওর ব্যক্তি রেখা গুপ্ত নন
বুম দেখে তলোয়ার নিয়ে অনুশীলন করার ভাইরাল ভিডিওয় আদতে শিল্পী ও অভিনেত্রী পায়েল যাদবকে দেখা যায়।



সোশ্যাল মিডিয়ায় সম্প্রতি এক মহিলার তলোয়ার (sword) নিয়ে অনুশীলন করার ভিডিও শেয়ার করে ব্যবহারকারীরা ভুয়ো দাবি করেছেন অনুশীলনটি করছেন দিল্লির (Delhi) নবনির্বাচিত মুখ্যমন্ত্রী (Chief Minister) রেখা গুপ্ত (Rekha Gupta)। ব্যবহারকারীদের একাংশের দাবি ভিডিওটি রেখা গুপ্তর আরএসএসের (RSS) দুর্গাবাহিনীতে প্রশিক্ষণরত থাকার সময় তোলা।
বুম যাচাই করে দেখে ভাইরাল দাবি ভুয়ো। ভিডিওতে শিল্পী ও অভিনেত্রী পায়েল যাদবকে তলোয়ার নিয়ে অনুশীলন করতে দেখা যাচ্ছে, নয়া মুখ্যমন্ত্রী রেখা গুপ্তকে নয়।
পূর্বতন কাউন্সিলর এবং শালিমার বাগ থেকে প্রথমবার বিধায়ক হিসাবে নির্বাচিত বিজেপি নেত্রী রেখা গুপ্ত ২০ ফেব্রুয়ারি, ২০২৫ তারিখে দিল্লির মুখ্যমন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করেন। ৫০ বছরের নেত্রী রেখা গুপ্ত বিজেপির মহিলা মোর্চায় নেতৃত্ব দিয়েছেন। এছাড়াও, তিনি রাষ্ট্রীয় স্বয়মসেবক সংঘ ও ছাত্র পরিষদ অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদেরও অংশ।
১মিনিট ৫২ সেকেন্ডের ভাইরাল ভিডিওয় এক মহিলাকে একটি নদীর পারে ঢাল ও তলোয়ার হাতে অনুশীলন করতে দেখা যায়।
এক ফেসবুক ব্যবহারকারী ভিডিওটি শেয়ার করে ক্যাপশনে লেখেন, "দিল্লির মুখ্যমন্ত্রী #রেখা গুপ্তা অসাধারণ প্রতিভা।"
পোস্টটি দেখুন এখানে, আর্কাইভ দেখুন এখানে।
একই ভিডিও শেয়ার করে অন্য এক ফেসবুক ব্যবহারকারী ক্যাপশনে দাবি করেন, "দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা জী কে প্রণাম আর এস এস দুর্গাবাহিনী ট্রেনিং সময়।"
পোস্টটি দেখুন এখানে, আর্কাইভ দেখুন এখানে।
তথ্য যাচাই
বুম দাবিটির সত্যতা যাচাই করতে প্রথমে ভাইরাল ভিডিওর কিফ্রেমের রিভার্স ইমেজ সার্চ করে কিছু নির্দিষ্ট কিওয়ার্ডের সাথে। সার্চের মাধ্যমে আমরা দেখি শিল্পী ও অভিনেত্রী পায়েল যাদবের ভেরিফায়েড ইনস্টাগ্রাম হ্যান্ডেলে ১৯ ফেব্রুয়ারি, ২০২৫-এ ভাইরাল ভিডিওটি আপলোড করা হয়েছে।
পোস্টটি দেখতে এখানে ক্লিক করুন এবং আর্কাইভ দেখুন এখানে ।
মহারাষ্ট্রের পায়েল যাদব একজন প্রশিক্ষণপ্রাপ্ত ভরতনাট্যম নৃত্যশিল্পী। তাছাড়াও, তিনি কিছু মারাঠি ছবি ও টেলিভিশন ধারাবাহিকেও অভিনয় করেছেন।