রাম মন্দিরে ছত্রপতি শিবাজী জন্মজয়ন্তী উদযাপন দাবিতে ছড়াল পুরনো ভিডিও
বুম দেখে ভাইরাল ভিডিও রাম মন্দির উদ্বোধনের পর ২০২৪ সালের জানুয়ারি মাসের যখন পুনের ঢোল তাশা শিল্পীরা একটি অনুষ্ঠান করেন।



হাতে লাল পতাকা নিয়ে এবং হলুদ পোশাক ও সাদা পাগড়ি পরিহিত বেশ কয়েকজন ব্যক্তির অযোধ্যার (Ayodhya) রাম মন্দিরের (Ram Mandir) সামনে দাঁড়িয়ে ঢোল তাশা নিয়ে অনুষ্ঠান করার একটি ভিডিও সম্প্রতি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ভিডিওটি শেয়ার করে ব্যবহারকারীরা ভুয়ো দাবি করেছেন ২০২৫ সালে ছত্রপতি শিবাজী (Chhatrapati Shivaji) জন্ম-জয়ন্তী উপলক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল রাম মন্দিরে।
বুম দেখে ভাইরাল ভিডিওটি ২০২৪ সালের ২৫ জানুয়ারির এবং এই অনুষ্ঠানের সঙ্গে শিবাজী জন্ম-জয়ন্তীর কোনও যোগ নেই। গত ২০২৪ সালে, রাম মন্দির উদ্বোধন হওয়ার পর, অযোধ্যায় মহারাষ্ট্র পুনের থেকে আসা কিছু ঢোল তাশা শিল্পী অনুষ্ঠানটি করে।
মহারাষ্ট্র সরকারের তরফ থেকে ১৯ ফেব্রুয়ারি, ১৬৩০ তারিখ ছত্রপতি শিবাজীর জন্মদিন হিসাবে মান্যতা দেওয়া হয়েছে। তাঁর জন্মজয়ন্তী উপলক্ষে ভিডিওটি শেয়ার করে এক ফেসবুক ব্যবহারকারী ক্যাপশনে দাবি করেছেন, "গতকাল অযোধ্যা প্রভু শ্রী রামের মন্দিরে ছত্রপতি শিবাজী মহারাজের জন্ম-জয়ন্তী উপলক্ষে অযোধ্যা শ্রী রাম মন্দিরে জয় মা ভবানী, জয় শিবাজী মহারাজ এই ধনীতে মুখরিত পুরা অযোধ্যায়! জয় মা ভবানী,জয় শিবাজী! শুভ সন্ধ্যা।"
পোস্টটি দেখুন এখানে, আর্কাইভ দেখুন এখানে ।
একই দাবি করে বিজেপি ত্রিপুরার ফেসবুক পেজ থেকেও এই ভিডিও শেয়ার করা হয়েছে।
পোস্টটি দেখুন এখানে, আর্কাইভ দেখুন এখানে ।
তথ্য যাচাই
বুম দাবিটির সত্যতা যাচাই করতে গুগলে প্রাসঙ্গিক কিওয়ার্ড সার্চের মাধ্যমে মহারাষ্ট্রের বিভিন্ন জায়গায় শিবাজী জয়ন্তী উদযাপন সংক্রান্ত সংবাদ প্রতিবেদন পেলেও, অযোধ্যার রাম মন্দিরে শিবাজী জয়ন্তী পালনের কোনও বিশ্বাসযোগ্য প্রতিবেদন পায় না।
এরপর, আমরা ভাইরাল ভিডিওর কিফ্রেমের রিভার্স ইমেজ সার্চ করি। অনুসন্ধান করে, আমরা একই ভিডিও Mana Stars নামক একটি ইউটিউব চ্যানেলে ২৫ জানুয়ারি, ২০২৪-এ আপলোড করা দেখতে পাই।
ভিডিওটির ক্যাপশন থেকে জানা যায় পুনের শিল্পীরা রাম মন্দিরে এই প্রদর্শনী করেছিলেন।
এর থেকে ইঙ্গিত নিয়ে, আমরা ইউটিউবে আরও একবার প্রাসঙ্গিক কিওয়ার্ড সার্চ করি এবং একাধিক সংবাদমাধ্যমে প্রকাশিত অনুরূপ ভিডিও পাই।
রিপাব্লিক ওয়ার্ল্ডের ইউটিউব চ্যানেলে ২৫ জানুয়ারি, ২০২৪-এ আপলোড করা প্রতিবেদন থেকে জানা যায় মহারাষ্ট্রের পুনে থেকে ঢোল তাশা শিল্পীদের একটি দল রাম মন্দিরের সামনে এই অনুষ্ঠানটি করেন।
ভিডিওটি দেখুন এখানে।
এছাড়াও, এনডিটিভি প্রফিট, দ্য ইকোনমিক টাইমসের মতো সংবাদমাধ্যমও এই প্রদর্শনীর ভিডিও প্রকাশ করে।
২২ জানুয়ারি, ২০২৪ তারিখে অযোধ্যার রাম মন্দিরে রামলালার প্রাণ প্রতিষ্ঠার পর থেকে সেখানে সারা দেশ থেকে ভক্তদের সমাগম হয়।