BOOM
  • ফ্যাক্ট চেক
  • বিশ্লেষণ
  • ফাস্ট চেক
  • আইন
  • Home-icon
    Home
  • Authors-icon
    Authors
  • Contact Us-icon
    Contact Us
  • Methodology-icon
    Methodology
  • Correction Policy-icon
    Correction Policy
  • ফ্যাক্ট চেক-icon
    ফ্যাক্ট চেক
  • বিশ্লেষণ-icon
    বিশ্লেষণ
  • ফাস্ট চেক-icon
    ফাস্ট চেক
  • আইন-icon
    আইন
  • Home
  • ফ্যাক্ট চেক
  • দিল্লিতে বিজেপির জয়ের পর যমুনা আরতি...
ফ্যাক্ট চেক

দিল্লিতে বিজেপির জয়ের পর যমুনা আরতি শুরুর ভুয়ো দাবি ভাইরাল

বুম দেখে ভাইরাল ভিডিও বাসুদেব ঘাটের। সেখানে মার্চ, ২০২৪ থেকে সপ্তাহে দুদিন করে যমুনা আরতি হয় ও এর সঙ্গে বিজেপির কোনও যোগ নেই।

By - Srijanee Chakraborty |
Published -  24 Feb 2025 11:17 AM IST
  • দিল্লিতে বিজেপির জয়ের পর যমুনা আরতি শুরুর ভুয়ো দাবি ভাইরাল
    CLAIMদিল্লি নির্বাচনে বিজেপির জয়ের পর সেখানে কাশ্মীরি গেটে যমুনা ঘাটে নিয়মিত যমুনা আরতি শুরু হয়েছে।
    FACT CHECKভাইরাল ভিডিও দিল্লির বাসুদেব ঘাটের। ২০২৪ সালের মার্চ মাস থেকে সপ্তাহে দুদিন করে সেখানে যমুনা আরতি হয় এবং এই আরতির সঙ্গে বিজেপির জয়ের কোনও যোগ নেই।
    Listen to this Article

    সোশ্যাল মিডিয়ায় নদীর সামনে আরতি করার একটি ভিডিও সম্প্রতি শেয়ার করে দাবি করা হয়েছে সেটিতে দিল্লির কাশ্মীরি ঘাটের যমুনা (Yamuna) আরতি (aarti) দেখা যাচ্ছে যা দিল্লি (Delhi) নির্বাচনে ভারতীয় জনতা পার্টির (BJP) জয়ের পর শুরু হয়েছে।

    বুম যাচাই করে দেখে ভাইরাল ভিডিও দিল্লির বাসুদেব ঘাটের। ঘাটটির সৌন্দর্যায়নের পর ১২ মার্চ, ২০২৪ থেকে সপ্তাহে দুদিন নিয়মিত আরতি হয়ে আসছে। এর সাথে বিজেপির দিল্লি নির্বাচনে জয়ের কোনও সম্পর্ক নেই।

    আরও পড়ুন -KIIT কাণ্ডে অভিযুক্তর বাবা বলে ভুয়ো দাবিতে ছড়াল লখনউয়ের রাজনৈতিক কর্মীর ছবি

    ২০২৫ সালের দিল্লি বিধানসভা নির্বাচনে ২০১৩ থেকে ক্ষমতায় থাকা আম আদমি পার্টিকে পরাজিত করে জয়ী হয়েছে বিজেপি। মোট ৭০ আসনের মধ্যে ৪৮ আসনে জয়লাভ করে ২৭ বছর পর আবার দিল্লিতে শাসকদল হবে বিজেপি।

    এক ফেসবুক ব্যবহারকারী ভাইরাল ভিডিও শেয়ার করে ক্যাপশনে লেখেন। “দিল্লিতে বিজেপি সরকার ক্ষমতায় আসার সাথে সাথেই কাশ্মীরি গেটে অবস্থিত যমুনা ঘাটে মা যমুনার আরতি শুরু হয়েছে এটি প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর সংকল্প, যা তিনি যমুনা নদীর তীরের আকারে পূরণ করবেন।জয় মা যমুনা।”


    পোস্টটি দেখতে এখানে ক্লিক করুন, আর্কাইভ দেখতে এখানে ক্লিক করুন।

    আরও পড়ুন -বাংলাদেশে আয়নাঘর নিয়ে হাসিনার স্বীকারোক্তির ভাইরাল ভিডিও আসলে ডিপফেক

    তথ্য যাচাই

    আমরা ভাইরাল দাবির সত্যতা যাচাই করতে গুগলে প্রাসঙ্গিক কিওয়ার্ড সার্চ করি। সার্চের মাধ্যমে আমরা দিল্লিতে যমুনা আরতি সম্পর্কিত একাধিক প্রতিবেদন পাই।

    দৈনিক জাগরণের ১২ মার্চ, ২০২৪-এ প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায় দিল্লিতে কাশ্মীরি গেটের পাশে ডিডিএ দ্বারা উন্নত করা বাসুদেব ঘাটে ১২ মার্চ, ২০২৪ থেকে নিয়মিত যমুনা আরতি করা শুরু হয়েছে। প্রতিবেদন অনুসারে, “বাসুদেব ঘাট কাশ্মীরি গেট আইএসবিটির পাশে অবস্থিত। দিল্লি ডেভেলপমেন্ট অথোরিটি জায়গাটি সংস্কার করেছে। ১২ মার্চ, ২০২৪-এ উপরাজ্যপাল বিনয় কুমার সাক্সেনা এই ঘাটটির উদ্বোধন করে। সেই সময় থেকেই এখানে যমুনা আরতি হয়ে আসছে।”

    নিউজ ২৪এর রিপোর্ট অনুযায়ী বাসুদেব ঘাটে প্রত্যেক মঙ্গলবার ও রবিবার সন্ধ্যে ৬টার সময় যমুনা আরতি হয়। হরিদ্বার এবং বারাণসীর গঙ্গা আরতির মতো দিল্লিতে বাসুদেব ঘাটে দুদিন যমুনা আরতি হয়।

    হিন্দুস্তান টাইমসের রিপোর্ট অনুসারে, “বাসুদেব ঘাট দিল্লি ডেভেলপমেন্ট অথোরিটির সংস্কার করা প্রথম ঘাট। এখানে দুহাজারেরও বেশি গাছ আছে। ১৪৫ মিটার লম্বা এই ঘাটে তিনটি প্রবেশ দ্বার আছে। ঘাটে একটি দেবী যমুনার মূর্তিও স্থাপন করা হয়েছে। বাসুদেব ঘাটে নিয়মিত আরতির আয়োজন এবং রক্ষণাবেক্ষণ একটি নির্দিষ্ট সোসাইটি করে।”

    এই সংক্রান্ত আমরা দিল্লির উপরাজ্যপাল বিনয় কুমার সাক্সেনার একটি এক্স পোস্টও পাই।

    यमुना के तट पर, ISBT कश्मीरी गेट के पास, DDA द्वारा विकसित "वासुदेव घाट" को आज दिल्लीवासियों को समर्पित किया और सभी धर्म के पंथगुरुओं के साथ यमुना आरती में भाग लिया। जीवनदायिनी यमुना को पुनर्जीवित करने और लोगों को यमुना से जोड़ने का यह एक सार्थक प्रयास है, जो आगे भी जारी रहेगा। pic.twitter.com/8WWJCkcbd8

    — LG Delhi (@LtGovDelhi) March 12, 2024

    ভাইরাল ভিডিও বাসুদেব ঘাটের কিনা যাচাই করতে আমরা গুগল ম্যাপে বাসুদেব ঘাট, দিল্লি লিখে সার্চ করে একাধিক বাসুদেব ঘাটের একাধিক ছবি ও ভিডিও পাই।


    এক ব্যবহারকারীর তোলা ভিডিওয় বাসুদেব ঘাটের আরতির জায়গা দেখা যায়। ভাইরাল ভিডিও এবং গুগল ম্যাপ থেকে উপলব্ধ ভিডিও দেখলে বোঝা যায় ভাইরাল ক্লিপটি বাসুদেব ঘাটের।

    ২০১৫ সালের যমুনা আরতি

    ২০১৫ সালের ১৩ নভেম্বর গীতা ঘাটে যমুনা আরতি করা হয়েছিল। সেই আরতির সময় দিল্লির তৎকালীন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল, দিল্লির অন্যান্য মন্ত্রী, বিধায়ক এবং সাধারণ মানুষও উপস্থিত ছিলেন। বারাণসির থেকে পুরোহিতদের আমন্ত্রন করা হয়েছিল আরতি করার জন্য।

    এই আরতির ভিডিও ১৩ নভেম্বর, ২০১৫ তারিখে প্রকাশিত ইন্ডিয়া টিভির ভিডিও রিপোর্টে দেখা যাবে।


    আরও পড়ুন -পুরনো, অসম্পর্কিত ভূমিকম্পের দৃশ্য দিল্লির বলে দেখাল আনন্দবাজার, সংবাদ প্রতিদিন

    Tags

    DelhiBJP
    Read Full Article
    Claim :   দিল্লি নির্বাচনে বিজেপির জয়ের পর সেখানে কাশ্মীরি গেটে যমুনা ঘাটে নিয়মিত যমুনা আরতি শুরু হয়েছে।
    Claimed By :  Facebook Users
    Fact Check :  False
    Next Story
    Our website is made possible by displaying online advertisements to our visitors.
    Please consider supporting us by disabling your ad blocker. Please reload after ad blocker is disabled.
    X
    Or, Subscribe to receive latest news via email
    Subscribed Successfully...
    Copy HTMLHTML is copied!
    There's no data to copy!