BOOM
  • ফ্যাক্ট চেক
  • বিশ্লেষণ
  • ফাস্ট চেক
  • আইন
  • Home-icon
    Home
  • Authors-icon
    Authors
  • Contact Us-icon
    Contact Us
  • Methodology-icon
    Methodology
  • Correction Policy-icon
    Correction Policy
  • ফ্যাক্ট চেক-icon
    ফ্যাক্ট চেক
  • বিশ্লেষণ-icon
    বিশ্লেষণ
  • ফাস্ট চেক-icon
    ফাস্ট চেক
  • আইন-icon
    আইন
  • Home
  • ফ্যাক্ট চেক
  • ভোটে জেতা নিয়ে অমিত শাহকে বিজেপি...
ফ্যাক্ট চেক

ভোটে জেতা নিয়ে অমিত শাহকে বিজেপি নেতার আক্রমণ দাবিতে ছড়াল সম্পাদিত ভিডিও

বুম দেখে ভাইরাল ভিডিও সম্পাদিত। বিজেপি নেতা তাপস রায়ের আসলে তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করে কথাগুলি বলেন।

By -  Srijanee Chakraborty
Published -  28 Aug 2025 2:08 PM IST
  • ভোটে জেতা নিয়ে অমিত শাহকে বিজেপি নেতার আক্রমণ দাবিতে ছড়াল সম্পাদিত ভিডিও
    Listen to this Article

    সোশ্যাল মিডিয়ায় এক জনসভার মঞ্চ থেকে বিজেপি (BJP) নেতা তাপস রায়ের (Tapas Roy) মন্তব্যের একটি সম্পাদিত ভিডিও শেয়ার করে ব্যবহারকারীরা ভুয়ো দাবি করেছেন তিনি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে (Amit Shah) কটাক্ষ করে বলেছেন উনি নেতাজি (Netaji) নাকি গান্ধীজি (Gandhiji) যে সাড়ে সাত লক্ষ ভোটের ব্যবধানে নির্বাচনে জিতেছেন।

    বুম যাচাই করে দেখে তাপস রায়ের মন্তব্যটি আসলে তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে করা, অমিত শাহকে লক্ষ্য করে নয়।

    ভাইরাল দাবি

    ভাইরাল ভিডিওতে বিজেপি নেতা তাপস রায়কে একটি মঞ্চে দাঁড়িয়ে বলতে শোনা যায়, "ও কি নেতাজি নাকি গান্ধীজি? সাড়ে সাত লক্ষ ভোটে জেতে! সাড়ে সাত লক্ষ ভোটে আজ যদি নেতাজিও, শ্রদ্ধার সঙ্গে জানাচ্ছি, যদি বেঁচে থাকতেন, গান্ধীজি যদি বেঁচে থাকতেন, তাহলেও পরে সাড়ে সাত লক্ষ ভোটে..." এই ভিডিওটি এক ফেসবুক ব্যবহারকারী শেয়ার করে ক্যাপশনে লেখেন, "অমিত শাহ সাড়ে সাত লক্ষ ভোটে জিতেছেন তাতে বিজেপি নেতা তাপস রায়ের এত জ্বালা..! বিজেপি নেতা মধ্যপ্রদেশের ইন্দোর থেকে শংকর লালওয়ানি ১১ লক্ষ ৭৫ হাজার ভোটে জিতেছেন ,, সেটাতে আবার কত জ্বালা হবে বুঝুন.."

    পোস্টটি দেখুন এখানে, আর্কাইভ দেখুন এখানে।

    অনুসন্ধানে আমরা কী পেলাম

    ১. অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে তাপস রায়ের কটাক্ষ: আমরা ভাইরাল দাবির সত্যতা যাচাই করতে প্রথমে সম্পর্কিত কিওয়ার্ড সার্চ করি। সার্চের মাধ্যমে বেশ কয়েকটি ইউটিউব চ্যানেল ও বাংলা হান্টের ফেসবুক পেজে ২৩ অগাস্ট, ২০২৫-এ আপলোড করা তাপস রায়ের বক্তব্যের একটি দীর্ঘতর সংস্করণ পাওয়া যায়। আমরা দেখি সেখানে তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে উদ্দেশ্য করে ভাইরাল ভিডিওর উক্তিটি করেছেন।

    গত ২৩ অগাস্ট, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দমদমে পরিবর্তন সংকল্প সভা ছিল। আমরা পশ্চিমবঙ্গ বিজেপির অফিসিয়াল ইউটিউব চ্যানেলে সভাটির সরাসরি সম্প্রচার দেখতে পাই যেখানে ৩৯:৫২ মিনিট থেকে বিজেপি নেতা তাপস রায়কে বলতে শোনা যায়, "আর অভিষেক চিৎকার করছে, ও কি নেতাজি নাকি গান্ধীজি? সাড়ে সাত লক্ষ ভোটে জেতে! সাড়ে সাত লক্ষ ভোটে আজ যদি নেতাজিও, শ্রদ্ধার সঙ্গে জানাচ্ছি, যদি বেঁচে থাকতেন, গান্ধীজি যদি বেঁচে থাকতেন, তাহলেও পরে সাড়ে সাত লক্ষ ভোটে তারাও জিততেন না।"

    এর থেকে বোঝা যায়, তাপস রায়ের মন্তব্য তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে উদ্দেশ্য করে, অমিত শাহকে নয়।

    ২. অভিষেকের সাড়ে সাত লক্ষ ভোটে জয়: ২০২৪ সালের লোকসভা নির্বাচনে ডায়মন্ড হারবার কেন্দ্র থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় সাড়ে সাত লক্ষ ভোটের ব্যবধানে নির্বাচনে জিতেছিলেন। তার এই জয়কে নিয়েই প্রশ্ন তুলে তাপস রায় মন্তব্যটি করেছেন। এর আগে ২০১৯ সালে, একই কেন্দ্র থেকে অভিষেক সাড়ে তিন লক্ষ ভোটে জেতেন।

    আরও পড়ুন -বিহারে বিজেপির উপর জনতার আক্রোশ বলে ভাইরাল তেলেঙ্গানার ভিডিও

    Tags

    BJPWest BengalAmit ShahCropped Video
    Read Full Article
    Claim :   ভিডিওয় বিজেপি নেতা তাপস রায়কে বলতে শোনা যায় অমিত শাহ নেতাজি নাকি গান্ধীজি যে উনি সাড়ে সাত লক্ষ ভোটে জিতেছেন
    Claimed By :  Social Media Users
    Fact Check :  False
    Next Story
    Our website is made possible by displaying online advertisements to our visitors.
    Please consider supporting us by disabling your ad blocker. Please reload after ad blocker is disabled.
    X
    Or, Subscribe to receive latest news via email
    Subscribed Successfully...
    Copy HTMLHTML is copied!
    There's no data to copy!