BOOM

Trending Searches

    BOOM

    Trending News

      • ফ্যাক্ট চেক
      • বিশ্লেষণ
      • ফাস্ট চেক
      • আইন
      • Home-icon
        Home
      • Authors-icon
        Authors
      • Contact Us-icon
        Contact Us
      • Methodology-icon
        Methodology
      • Correction Policy-icon
        Correction Policy
      • ফ্যাক্ট চেক-icon
        ফ্যাক্ট চেক
      • বিশ্লেষণ-icon
        বিশ্লেষণ
      • ফাস্ট চেক-icon
        ফাস্ট চেক
      • আইন-icon
        আইন
      Trending Tags
      TRENDING
      • #Mamata Banerjee
      • #Narendra Modi
      • #Operation Sindoor
      • #Pahalgam Terrorist Attack
      • #Rahul Gandhi
      • Home
      • ফ্যাক্ট চেক
      • রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গহলৌত...
      ফ্যাক্ট চেক

      রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গহলৌত কি নাসির-জুনেদদের আত্মীয়দের সঙ্গে দেখা করেননি? তথ্য-যাচাই

      বুম নিশ্চিত হয়েছে ১৮ ফেব্রুয়ারি, ২০২৩ রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গহলৌত নাসির ও জুনেদদের পরিজনদের সঙ্গে দেখা করেন।

      By - Sachin Baghel |
      Published -  28 Feb 2023 5:40 PM IST
    • রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গহলৌত কি নাসির-জুনেদদের আত্মীয়দের সঙ্গে দেখা করেননি? তথ্য-যাচাই

      অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসলেমিন-এর (AIMIM) প্রধান আসাদুদ্দিন ওয়েইসি (Asaduddin Owaisi) সম্প্রতি এক টুইটে বিদ্রূপ করে রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গহলৌতের (Ashok Gehlot) ছবির জায়গা ফাঁকা রেখে দিয়ে দাবি করেছেন, হরিয়ানায় নিহত দুই রাজস্থানি মুসলিম যুবক নাসির ও জুনেদের (Nasir Junaid killing) পরিবারের লোকেদের সঙ্গে মুখ্যমন্ত্রী দেখা করেননি।

      বুম যাচাই করে দেখে সংশ্লিষ্ট বিভ্রান্তিকর। ১৮ ফেব্রুয়ারি মুখ্যমন্ত্রী গহলৌত তাঁর মন্ত্রিসভার অন্য এক সদস্য জাহিদা খানকে সঙ্গে নিয়ে নিহত দুই মুসলিম তরুণের পরিবারের লোকদের সঙ্গে সাক্ষাৎ করেন।

      সংবাদ-প্রতিবেদন অনুসারে কয়েকজন স্বঘোষিত গো-রক্ষক গরু-চোর সন্দেহে নাসির ও জুনেদকে একটা গাড়ির ভিতর জ্যান্ত জ্বালিয়ে দেয়। হরিয়ানার ভিওয়ানি জেলায় ১৬ ফেব্রুয়ারি পুলিশ জুনেদ ও নাসিরের পুড়ে যাওয়া দেহগুলি উদ্ধার করে। নিহত তরুণদের আত্মীয়রা এই বর্বর হত্যাকাণ্ডের জন্য বজরং দল ও অন্যান্য উগ্র দক্ষিণপন্থী হিন্দুত্ববাদী সংগঠনকে দায়ী করেছেন, কিন্তু তারা এই দায় অস্বীকার করেছে।

      আসাদুদ্দিন ওয়েইসি ফাঁকা ছবি সহ টুইট করে লিখেছেন, “বড় খবর! অশোক গহলৌত জুনেদ ও নাসিরের পরিবারের সঙ্গে দেখা করার একমাত্র ছবি!”

      BREAKING: Exclusive photo of @ashokgehlot51 meeting Junaid’s & Nasir’s family pic.twitter.com/oXV5TGWj9X

      — Asaduddin Owaisi (@asadowaisi) February 21, 2023

      টুইটটি দেখতে ক্লিক করুন এখানে ।

      আরও অনেক টুইট ব্যবহারকারী একই ক্যাপশন সহ ছবির জায়গা ফাঁকা রেখে ওই টুইট প্রচার করেছেন।

      BREAKING: Exclusive photo of @ashokgehlot51 meeting Junaid’s & Nasir’s family pic.twitter.com/q0e8dz0tu9

      — Dr Mohd Shakir Khan (@prof_shak) February 21, 2023

      টুইটটি আর্কাইভ করা আছে এখানে।

      আরও পড়ুন: বিবেক অগ্নিহোত্রীর কাশ্মীর ফাইলস কি দাদাসাহেব ফালকে পুরস্কার পেয়েছেন?


      তথ্য যাচাই

      বুম বিষয়টির খোঁজ করতে গিয়ে বেশ কয়েকটি এমন প্রতিবেদন প্রকাশিত হতে দেখেছে, যেখানে রাজস্থানের মুখ্যমন্ত্রীর তরফে ওই দুই নিহত যুবকের আত্মীয়দের সঙ্গে সাক্ষাত্ করার খবর রয়েছে।

      জি-নিউজ ১৯ ফেব্রুয়ারি, ২০২৩ একটি প্রতিবেদন প্রকাশ করে, যাতে হরিয়ানায় অপহৃত ও জীবন্ত পুড়িয়ে মারা দুই মুসলিম তরুণের আত্মীয়দের মুখ্যমন্ত্রী গহলৌতের সঙ্গে দেখা করার খবর আছে। প্রতিবেদনে আরও জানানো হয় যে, নিহতদের পরিবারবর্গ মুখ্যমন্ত্রী গহলৌতকে আর্জি পেশ করেন, যেন এই নৃশংস হত্যাকাণ্ডের সিবিআই তদন্ত করা হয়।



      নিউজ-১৮ রাজস্থান-এর ১৯ ফেব্রুয়ারি প্রচারিত একটি ভিডিও প্রতিবেদনে নিহত দুই যুবকের পরিবারবর্গের সঙ্গে মুখ্যমন্ত্রী গহলৌতের সাক্ষাৎকার প্রচারিত হয়েছে।

      ২১ ফেব্রুয়ারি, ২০২৩ গহলৌতের নিজস্ব টুইটার অ্যাকাউন্ট থেকেও একটি ছবি প্রচার করা হয়, যাতে মুখ্যমন্ত্রীকে নিহত মুসলিম যুবকদের পরিবারের লোকেদের সঙ্গে কথাবার্তা বলতে দেখা যাচ্ছে।


      कुछ दिन पहले मैंने हरियाणा में हिंसा का शिकार होकर जान गंवाने वाले जुनैद एवं नासिर के परिवारों से मुलाकात की। इस जघन्य अपराध के पीड़ितों न्याय दिलाने के लिए राजस्थान पुलिस पूरा प्रयास कर रही है एवं न्याय सुनिश्चित किया जाएगा। pic.twitter.com/sBc1isz72T

      — Ashok Gehlot (@ashokgehlot51) February 21, 2023

      হিন্দিতে লেখা ওই টুইটে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, “কয়েকদিন আগে আমি হরিয়ানায় হিংসায় নিহত দুই তরুণ জুনেদ ও নাসিরের পরিবারের লোকেদের সঙ্গে কথা বলি। এই জঘন্য অপরাধের শিকার ব্যক্তিদের ন্যায়বিচার পাইয়ে দেওয়ার জন্য রাজস্থান পুলিশ তাদের সবরকম প্রচেষ্টা চালাচ্ছে এবং তারা ন্যায়বিচার পাবেই।”

      বুম এই প্রসঙ্গে মুখ্যমন্ত্রীর বিশেষ আধিকারিক লোকেশ শর্মার সঙ্গেও যোগাযোগ করেছে। তিনিও জানান যে, গত ১৮ ফেব্রুয়ারি জুনেদ ও নাসিরের পরিবারের সদস্যদের এক প্রতিনিধিদল মুখ্যমন্ত্রী গহলৌতের সঙ্গে দেখা করে এবং তাদের মুখ্যমন্ত্রীর কাছে নিয়ে আসেন রাজ্যেরই আর এক মন্ত্রী জাহিদা খান।

      আরও পড়ুন: ভুয়ো ছবি: আইএসএফ নেতা আব্বাস সিদ্দিকি সম্পর্কে মাধ্যমিকে বাংলায় প্রশ্ন?


      Tags

      #Asaduddin OwaisiAshok GehlotRajasthan
      Read Full Article
      Claim :   রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গহলৌত জুনেদ ও নাসিরের পরিবারের সঙ্গে দেখা করেননি
      Claimed By :  Asaduddin Owaisi
      Fact Check :  False
      Next Story
      Our website is made possible by displaying online advertisements to our visitors.
      Please consider supporting us by disabling your ad blocker. Please reload after ad blocker is disabled.
      X
      Or, Subscribe to receive latest news via email
      Subscribed Successfully...
      Copy HTMLHTML is copied!
      There's no data to copy!