রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গহলৌত কি নাসির-জুনেদদের আত্মীয়দের সঙ্গে দেখা করেননি? তথ্য-যাচাই
বুম নিশ্চিত হয়েছে ১৮ ফেব্রুয়ারি, ২০২৩ রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গহলৌত নাসির ও জুনেদদের পরিজনদের সঙ্গে দেখা করেন।
অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসলেমিন-এর (AIMIM) প্রধান আসাদুদ্দিন ওয়েইসি (Asaduddin Owaisi) সম্প্রতি এক টুইটে বিদ্রূপ করে রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গহলৌতের (Ashok Gehlot) ছবির জায়গা ফাঁকা রেখে দিয়ে দাবি করেছেন, হরিয়ানায় নিহত দুই রাজস্থানি মুসলিম যুবক নাসির ও জুনেদের (Nasir Junaid killing) পরিবারের লোকেদের সঙ্গে মুখ্যমন্ত্রী দেখা করেননি।
বুম যাচাই করে দেখে সংশ্লিষ্ট বিভ্রান্তিকর। ১৮ ফেব্রুয়ারি মুখ্যমন্ত্রী গহলৌত তাঁর মন্ত্রিসভার অন্য এক সদস্য জাহিদা খানকে সঙ্গে নিয়ে নিহত দুই মুসলিম তরুণের পরিবারের লোকদের সঙ্গে সাক্ষাৎ করেন।
সংবাদ-প্রতিবেদন অনুসারে কয়েকজন স্বঘোষিত গো-রক্ষক গরু-চোর সন্দেহে নাসির ও জুনেদকে একটা গাড়ির ভিতর জ্যান্ত জ্বালিয়ে দেয়। হরিয়ানার ভিওয়ানি জেলায় ১৬ ফেব্রুয়ারি পুলিশ জুনেদ ও নাসিরের পুড়ে যাওয়া দেহগুলি উদ্ধার করে। নিহত তরুণদের আত্মীয়রা এই বর্বর হত্যাকাণ্ডের জন্য বজরং দল ও অন্যান্য উগ্র দক্ষিণপন্থী হিন্দুত্ববাদী সংগঠনকে দায়ী করেছেন, কিন্তু তারা এই দায় অস্বীকার করেছে।
আসাদুদ্দিন ওয়েইসি ফাঁকা ছবি সহ টুইট করে লিখেছেন, “বড় খবর! অশোক গহলৌত জুনেদ ও নাসিরের পরিবারের সঙ্গে দেখা করার একমাত্র ছবি!”
টুইটটি দেখতে ক্লিক করুন এখানে ।
আরও অনেক টুইট ব্যবহারকারী একই ক্যাপশন সহ ছবির জায়গা ফাঁকা রেখে ওই টুইট প্রচার করেছেন।
টুইটটি আর্কাইভ করা আছে এখানে।
তথ্য যাচাই
বুম বিষয়টির খোঁজ করতে গিয়ে বেশ কয়েকটি এমন প্রতিবেদন প্রকাশিত হতে দেখেছে, যেখানে রাজস্থানের মুখ্যমন্ত্রীর তরফে ওই দুই নিহত যুবকের আত্মীয়দের সঙ্গে সাক্ষাত্ করার খবর রয়েছে।
জি-নিউজ ১৯ ফেব্রুয়ারি, ২০২৩ একটি প্রতিবেদন প্রকাশ করে, যাতে হরিয়ানায় অপহৃত ও জীবন্ত পুড়িয়ে মারা দুই মুসলিম তরুণের আত্মীয়দের মুখ্যমন্ত্রী গহলৌতের সঙ্গে দেখা করার খবর আছে। প্রতিবেদনে আরও জানানো হয় যে, নিহতদের পরিবারবর্গ মুখ্যমন্ত্রী গহলৌতকে আর্জি পেশ করেন, যেন এই নৃশংস হত্যাকাণ্ডের সিবিআই তদন্ত করা হয়।
নিউজ-১৮ রাজস্থান-এর ১৯ ফেব্রুয়ারি প্রচারিত একটি ভিডিও প্রতিবেদনে নিহত দুই যুবকের পরিবারবর্গের সঙ্গে মুখ্যমন্ত্রী গহলৌতের সাক্ষাৎকার প্রচারিত হয়েছে।
২১ ফেব্রুয়ারি, ২০২৩ গহলৌতের নিজস্ব টুইটার অ্যাকাউন্ট থেকেও একটি ছবি প্রচার করা হয়, যাতে মুখ্যমন্ত্রীকে নিহত মুসলিম যুবকদের পরিবারের লোকেদের সঙ্গে কথাবার্তা বলতে দেখা যাচ্ছে।
হিন্দিতে লেখা ওই টুইটে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, “কয়েকদিন আগে আমি হরিয়ানায় হিংসায় নিহত দুই তরুণ জুনেদ ও নাসিরের পরিবারের লোকেদের সঙ্গে কথা বলি। এই জঘন্য অপরাধের শিকার ব্যক্তিদের ন্যায়বিচার পাইয়ে দেওয়ার জন্য রাজস্থান পুলিশ তাদের সবরকম প্রচেষ্টা চালাচ্ছে এবং তারা ন্যায়বিচার পাবেই।”
বুম এই প্রসঙ্গে মুখ্যমন্ত্রীর বিশেষ আধিকারিক লোকেশ শর্মার সঙ্গেও যোগাযোগ করেছে। তিনিও জানান যে, গত ১৮ ফেব্রুয়ারি জুনেদ ও নাসিরের পরিবারের সদস্যদের এক প্রতিনিধিদল মুখ্যমন্ত্রী গহলৌতের সঙ্গে দেখা করে এবং তাদের মুখ্যমন্ত্রীর কাছে নিয়ে আসেন রাজ্যেরই আর এক মন্ত্রী জাহিদা খান।