BOOM
  • ফ্যাক্ট চেক
  • বিশ্লেষণ
  • ফাস্ট চেক
  • আইন
  • Home-icon
    Home
  • Authors-icon
    Authors
  • Contact Us-icon
    Contact Us
  • Methodology-icon
    Methodology
  • Correction Policy-icon
    Correction Policy
  • ফ্যাক্ট চেক-icon
    ফ্যাক্ট চেক
  • বিশ্লেষণ-icon
    বিশ্লেষণ
  • ফাস্ট চেক-icon
    ফাস্ট চেক
  • আইন-icon
    আইন
  • Home
  • ফ্যাক্ট চেক
  • ভুয়ো ছবি: আইএসএফ নেতা আব্বাস...
ফ্যাক্ট চেক

ভুয়ো ছবি: আইএসএফ নেতা আব্বাস সিদ্দিকি সম্পর্কে মাধ্যমিকে বাংলায় প্রশ্ন?

বুম যাচাই করে দেখে ২০২৩ সালে পশ্চিমবঙ্গের মাধ্যমিক বাংলা প্রশ্নপত্রে আব্বাস সিদ্দিকি সম্পর্কে কোনও প্রশ্ন আসেনি।

By - Sk Badiruddin |
Published -  28 Feb 2023 2:55 PM IST
  • ভুয়ো ছবি: আইএসএফ নেতা আব্বাস সিদ্দিকি সম্পর্কে মাধ্যমিকে বাংলায় প্রশ্ন?

    সোশাল মিডিয়ায় সম্পাদিত (edited image) ছবি পোস্ট করে মিথ্যে দাবি (false claim) করা হয়েছে পশ্চিমবঙ্গে ২০২৩ সালে মাধ্যমিক (Madhyamik Examination) পরীক্ষার্থীদের বাংলা প্রশ্নপত্রে (Bengali question) ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট (ISF) দলের নেতা আব্বাস সিদ্দিকি (Abbas Siddiqui) সম্পর্কে প্রবন্ধ রচনা করতে বলা হয়।

    বুম যাচাই করে দেখে সোশাল মিডিয়ায় ভাইরাল হওয়া ছবিটি ২০২২ সালের মাধ্যমিকের বাংলা প্রশ্ন থেকে কাঁচা হাতে সম্পাদনা করা হয়েছে। ২০২৩ সালের পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ আয়োজিত মাধ্যমিক পরীক্ষায় ভিন্ন বিষয়ে প্রবন্ধ রচনা করতে বলা হয়।

    গণমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, ২৩ ফেব্রুয়ারি প্রথম দিন ভাষা বিষয়ে পরীক্ষা দিয়ে শুরু হয়েছে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ আয়োজিত মাধ্যমিক পরীক্ষা। সেদিনই ছিল বংলা বিষয়ে পরীক্ষা। ভাইরাল ছবিটি এই প্রেক্ষিতে ছড়ানো হচ্ছে।

    ফেসবুকে ভাইরাল হওয়া ছবিটিতে দেখা যায় ১১ নম্বর প্রশ্নে পরীক্ষার্থীদের প্রবন্ধ রচনা করার জন্য যে প্রশ্ন দেওয়া হয়েছে তার ১১.৪ নম্বর প্রশ্নটি হল, “আব্বাস সিদ্দিকি ভাইজানের জীবনীমূলক রচনা।”

    ফেসবুক পোস্টের ওই গ্রাফিক ছবিতে লেখা রয়েছে, "আহারে কলিজা ঠান্ডা হয়ে গেল, এইবার #মাধ্যমিক পরীক্ষায় আমাদের জান ভাইজান আব্বাস সিদ্দিকী ভাইজানের রচনা পড়েছে। জি, আফসোস এই বছরে আমরাও যদি মাধ্যমিক দিতে পেতাম।"

    ফেসবুক পোস্টগুলি দেখুন এখানে ও এখানে।




    আরও পড়ুন: বিবেক অগ্নিহোত্রীর কাশ্মীর ফাইলস কি দাদাসাহেব ফালকে পুরস্কার পেয়েছেন?

    তথ্য যাচাই

    বুম ভালোভাবে লক্ষ্য করে দেখে ভাইরাল ছবিটি কাঁচা হাতে সম্পাদনা করে লেখা। ওই প্রশ্নের জন্য ব্যবহার হওয়া ফন্ট অন্য প্রশ্নগুলির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।


    বুম এরপর ফেসবুকে “মাধ্যমিক পরীক্ষা ২০২৩ প্রশ্নপত্র বাংলা” কিওয়ার্ড সার্চ করে। ফেসবুকে বিভিন্ন শিক্ষা সংক্রান্ত গ্রুপে ও ব্যক্তিগত অ্যাকাউন্ট থেকে পোস্ট করা এবছরের বাংলা প্রশ্নপত্র খুঁজে পায়। এরকম আরও দুটি পোস্ট থেকে গুগল ড্রাইভে আপলোড করা প্রশ্নের ছবি দেখুন এখানে ও এখানে।

    অভয় সাহা নামে এক ফেসবুক ব্যবহারকারী যাঁর পরিচয় সহকারী শিক্ষক তিনিও ২০২৩ সালের মাধ্যমিকের বাংলা প্রশ্নপত্রের ছবি পোস্ট করেছেন।

    প্রবন্ধ রচনা প্রসঙ্গে ১১ নম্বর দাগের চতুর্থ অপশনের প্রশ্ন হল, “একটি পথের আত্মকথা।”



    ২০২২ সালের বাংলা প্রশ্ন বদলে ভুয়ো ছবি

    বুম ফেসবুকে কিওয়ার্ড সার্চ করে ২০২২ সালে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্যদ আয়োজিত বাংলা প্রশ্নপত্র খুঁজে দেখে। বুম দেখে ২০২২ সালের প্রশ্ন বদল করে তৈরি হয়েছে ভুয়ো প্রশ্নটি। ২০২২ সালের মাধ্যমিকের বাংলা প্রশ্ন দেখুন এখানে ও এখানে। সেবার ১১ নম্বর দাগের ৪-র্থ প্রশ্ন ছিল "একটি নদীর আত্মকথা"।



    বুম বাংলা ২০২৩ সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের সঙ্গেও কথা বলে ভুয়ো প্রশ্নপত্রটি সম্পর্কে নিশ্চিত হয়েছে। তাছাড়া, রাজনৈতিক ব্যক্তিত্ব ও ফুরফুরা শীরফ খ্যাত ধর্মগুরু আব্বাস সিদ্দিকি সম্পর্কে এবছর বাংলা ভাষা পরীক্ষায় প্রশ্ন এসেছে এরকম কোনও মূল ধারার গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হয়নি।

    বুম ২০২২ সালেও মাধ্যমিকের ভুয়ো ইতিহাস প্রশ্ন বিষয়ে তথ্য-যাচাই করেছিল। সেবার প্রশ্নপত্রের ছবি বদলে ‘কাঁচা বাদাম’ নিয়ে প্রশ্ন এসেছে বলে মিথ্যে দাবি করা হয়।

    আরও পড়ুন: গুজরাতে বিয়েতে টাকা ওড়নো বিভ্রান্তিকর দাবিতে পশ্চিমবঙ্গের বলে ছড়াল


    Tags

    Abbas SiddiquiMadhyamikQuestion PaperBanglaISF
    Read Full Article
    Claim :   ২০২৩ সালের মাধ্যমি পরীক্ষায় আইএসএফ নেতা আব্বাস সিদ্দিকিকে নিয়ে রচনা লেখার প্রশ্ন এসেছে
    Claimed By :  Facebook Posts
    Fact Check :  False
    Next Story
    Our website is made possible by displaying online advertisements to our visitors.
    Please consider supporting us by disabling your ad blocker. Please reload after ad blocker is disabled.
    X
    Or, Subscribe to receive latest news via email
    Subscribed Successfully...
    Copy HTMLHTML is copied!
    There's no data to copy!