অসমে ব্রিজের শিলান্যাসে কলাগাছ দিয়ে প্রহার করা ব্যক্তি বিজেপির বিধায়ক নন
বুম দেখে অসমে কলাগাছ দিয়ে এক ব্যক্তিকে মারধর করা বিধায়কটি হলেন এআইইউডিএফ রাজনৈতিক দলের নেতা শামসুল হুডা।



সোশ্যাল মিডিয়ায় সম্প্রতি ভাইরাল একটি ভিডিওয় এক ব্যক্তিকে দেখা যায় উদ্বোধন করতে গিয়ে সেখানে লাগানো কলাগাছ (banana plant) তুলে তার পাশেই মানুষের জমায়েতের মধ্য থেকে একজন ধরে সেটি দিয়ে মারছে। সমাজমাধ্যম ব্যবহারকারীদের একাংশের দাবি হামলাকারী ব্যক্তি অসমের (Assam) ধুবড়ি জেলার বিলাসি পাড়া (Bilasipara) কেন্দ্রের ভারতীয় জনতা পার্টির (BJP) বিধায়ক শামসুল হুডা (Shamsul Huda)।
বুম দেখে ভাইরাল ভিডিওর হামলাকারী ব্যক্তি বিধায়ক শামসুল হুডা বিজেপির সদস্য নন। তিনি এআইইউডিএফ রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত। এআইইউডিএফ নির্বাচনে অসমে বিজেপি ও এনডিএ জোটের বিরুদ্ধে লড়েছে।
১৪ সেকেন্ডের ভাইরাল ভিডিওয় শামসুল হুডাকে এক ব্যক্তিকে প্রথমে চড় ও পরে,সামনে থাকা গোলাপি রঙের ফিতে দিয়ে বাঁধা দুটি কলাগাছের একটিকে তুলে নিয়ে তাকে মারধর করতে দেখা যায়।
ভাইরাল পোস্টের দাবি ব্রিজ উদ্বোধন করতে গিয়ে লালের বদলে গোলাপি ফিতে দেখে ক্ষিপ্ত হয়ে ঠিকাদারকে কলাগাছ দিয়ে মারেন বিধায়ক। এক এক্স ব্যবহারকারী ভিডিওটি শেয়ার করে ক্যাপশনে লেখেন, "আসাম বিজেপির বিধায়ক শামসুল হুদা,ধুবড়ি জেলার বিলাসি পাড়া কেন্দ্রের বিধায়ক। তিনি একটি ব্রিজের উদ্বোধন করতে গিয়েছিলেন।ঠিকাদার লাল ফিতের বদলে গোলাপি রঙের ফিতে লাগিয়েছিলেন যেটা বিধায়ক কেটে উদ্বোধন করবে।কিন্তু বিধায়কের রং পছন্দ না হওয়ায় ঠিকেদারকে মারধর করছে।"
পোস্টটি দেখুন এখানে, আর্কাইভ দেখুন এখানে ।
একই দাবিসহ ভিডিওটি ফেসবুকেও ভাইরাল হয়েছে।
পোস্টটি দেখুন এখানে, আর্কাইভ দেখুন এখানে ।
তথ্য যাচাই: বিজেপি নয়, বিধায়ক শামসুল হুডা AIUDF সদস্য
বুম দাবিটি যাচাই করতে প্রথমে গুগলে প্রাসঙ্গিক কিওয়ার্ড সার্চ করে বিধায়ক শামসুল হুডার কলাগাছ দিয়ে মারধর করা সংক্রান্ত একাধিক প্রতিবেদন পায়। ওই প্রতিবেদনগুলিতে শামসুল হুডাকে অসমের ধুবরি জেলার বিলাসি পাড়ার এআইইউডিএফের বিধায়ক বলে চিহ্নিত করা হয়।
অসমের সংবাদমাধ্যম প্রাগ নিউজের ইনস্টাগ্রামে হ্যান্ডেলে প্রকাশিত ভিডিও প্রতিবেদনের ক্যাপশন অনুযায়ী বিলাসি পাড়ার একটি অনুষ্ঠানের শিলান্যাসের সময় মেজাজ হারিয়ে এহেন কর্মকাণ্ড করেন বিধায়ক। ১৮ মার্চ, ২০২৫-এ প্রাগ নিউজের ভিডিও রিপোর্টে ভাইরাল ভিডিওর অনুরূপ দৃশ্য দেখা যায়।
ইন্ডিয়া টুডে নর্থ ইস্টের ১৮ মার্চের প্রতিবেদন অনুযায়ী, একটি আরসিসি ব্রিজের শিলান্যাসের সময় বিলাসি পাড়ার বিধায়ক কোনও প্ররোচনা ছাড়াই শহিদুর রহমান নামের এক শ্রমিককে অনুষ্ঠানের জন্য লাগানো কলাগাছ দিয়ে মারতে শুরু করেন।
রহমান জানান ঘটনায় তিনি অত্যন্ত অপমানিত এবং ওই বিধায়কের বিরুদ্ধে তিনি অভিযোগ দায়ের করবেন।
এবিপি লাইভের প্রতিবেদন থেকে জানা যায়, অনুষ্ঠানের জন্য ব্যবহৃত কলাগাছের মাপ নিয়ে অসন্তুষ্ট হয়েই জনপ্রতিনিধি হুডা এমন অপ্রত্যাশিত ব্যবহার করেন। প্রতিবেদন অনুসারে, বিলাসি পাড়ার এই হামলাকারি বিধায়ক বদরুদ্দিন আজমলের নেতৃত্বাধীন রাজনৈতিক দল এআইইউডিএফের সদস্য।
অসম টিভি৯, নিউজ১৮ অসমও এই ঘটনা সংক্রান্ত প্রতিবেদন প্রকাশ করে।
ইটিভি ভারতের ২০ মার্চের প্রতিবেদন থেকে জানা যায়, ঘটনাটিকে অনাকাঙ্খিত বলে ক্ষমা চান হামলাকারী বিধায়ক।