BOOM

Trending Searches

    BOOM

    Trending News

      • ফ্যাক্ট চেক
      • বিশ্লেষণ
      • ফাস্ট চেক
      • আইন
      • Home-icon
        Home
      • Authors-icon
        Authors
      • Contact Us-icon
        Contact Us
      • Methodology-icon
        Methodology
      • Correction Policy-icon
        Correction Policy
      • ফ্যাক্ট চেক-icon
        ফ্যাক্ট চেক
      • বিশ্লেষণ-icon
        বিশ্লেষণ
      • ফাস্ট চেক-icon
        ফাস্ট চেক
      • আইন-icon
        আইন
      Trending Tags
      TRENDING
      • #Mamata Banerjee
      • #Narendra Modi
      • #Operation Sindoor
      • #Pahalgam Terrorist Attack
      • #Rahul Gandhi
      • Home
      • ফ্যাক্ট চেক
      • ট্রেন হাইজ্যাক করে পাক ও চীনকে...
      ফ্যাক্ট চেক

      ট্রেন হাইজ্যাক করে পাক ও চীনকে বিএলএর হুমকি বলে ভাইরাল পুরনো ভিডিও

      বুম ২০১৯ সালে পাকিস্তানে একটি হোটেলে হামলা করার দায়ভার স্বীকার করে বালোচ লিবারেশন আর্মি ভাইরাল ভিডিওটি প্রকাশ করে।

      By - Srijanee Chakraborty |
      Published -  17 March 2025 4:52 PM IST
    • ট্রেন হাইজ্যাক করে পাক ও চীনকে বিএলএর হুমকি বলে ভাইরাল পুরনো ভিডিও
      CLAIMভিডিওতে বিএলএ জঙ্গিরা সাম্প্রতিক জাফর এক্সপ্রেস হাইজ্যাকের দায়ভার স্বীকার করে বলছে তারা এর মাধ্যমে পাকিস্তান ও চীনকে সতর্ক বার্তা দিয়েছে
      FACT CHECKবালোচ লিবারেশন আর্মি ভাইরাল ভিডিওটি ২০১৯ সালে প্রকাশ করে পাকিস্তানের হোটেলে হামলার দায় স্বীকার করে।
      Listen to this Article

      বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী বালোচ লিবারেশন আর্মির (Baloch Liberation Army) পাকিস্তান (Pakistan) ও চীনকে (China) হুমকি দেওয়ার পুরনো একটি ভিডিও সাম্প্রতিক দাবিতে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। সমাজমাধ্যম ব্যবহারকারীদের একাংশের দাবি ভিডিওটি পাকিস্তানের বালুচিস্তান প্রদেশে জাফর এক্সপ্রেস (Jaffar Express) হাইজ্যাকের (hijack) পর প্রকাশ করেছে বিএলএ।

      বুম যাচাই করে দেখে ভাইরাল ভিডিওটি ২০১৯ সালের এবং ভিডিওতে বিএলএ জঙ্গিদের পাকিস্তানের একটি হোটেলে হামলা করার পিছনে তাদের উদ্দেশ্য বিশ্লেষণ করতে শোনা যায়।

      আরও পড়ুন -স্টেডিয়ামে আতশবাজির রোশনাই— ভারতের জয়ের পর দুবাই বলে ছড়াল কুয়েতের ভিডিও

      ১১ মার্চ, ২০২৫-এ কোয়েটা থেকে পেশোয়ারগামী যাত্রীবাহী ট্রেন জাফর এক্সপ্রেসে হামলা করে যাত্রীদের পণবন্দি করে বিএলএর জঙ্গিরা। পাকিস্তানি সংবাদমাধ্যম অনুযায়ী ট্রেনটি উদ্ধার করার সময় ৩৩ জন জঙ্গি ও ২৬ জন পণবন্দি প্রাণ হারায়।

      ১ মিনিট ৫২ সেকেন্ডের ভাইরাল ভিডিওতে মুখ ঢেকে রাখা এক বিলএ সদস্যকে ইংরেজিতে বলতে শোনা যায়, "আমাদের হামলার উদ্দেশ্য একদম পরিষ্কার ছিল। এটি ছিল চীন ও পাকিস্তানকে বালুচিস্তান থেকে দ্রুত চলে যাওয়ার জন্য দেওয়া দেওয়া সোজাসুজি একটি বার্তা।" ওই ব্যক্তি আরও বলেন চীন তাদের প্রধান আসলাম বালুচের দেওয়া সতর্কবানী গ্রাহ্য করেনি, তাই এই হামলা।

      এক ফেসবুক ব্যবহারকারী ভিডিওটি শেয়ার করে ক্যাপশনে লেখেন, "বালুচ যোদ্ধা দের ইংরাজি শুনে এইটুকু আমি নিশ্চিত যে, বালুচিস্তান কখন পাকিস্তানের অংশ হতে পারে না। বালুচ লিবারেশন আর্মি গত কালের ট্রেন হাইজ্যাকের দায় স্বীকার করে চীন ও পাকিস্তান কে প্রকাশ্যে হুমকি দিয়েছে- "Withdraw from Balochistan if you don't want to die". কথা ক্লিয়ার কোন ভেজাল নাই"


      পোস্টটি দেখুন এখানে, আর্কাইভ দেখুন এখানে।

      আরও পড়ুন -ভুয়ো সাম্প্রদায়িক দাবিতে ছড়াল তরমুজে রাসায়নিক মেশানোর নাট্যাংশ

      তথ্য যাচাই

      বুম ভাইরাল ভিডিওটিকে একাধিক কিফ্রেমের ভেঙে গুগলে সেগুলির রিভার্স ইমেজ সার্চ করে এক্সে ২০ মে, ২০১৯ তারিখে পোস্ট করা ভাইরাল ভিডিওর একটি দীর্ঘতর সংস্করণ খুঁজে পায়।

      ২ মিনিট ২০ সেকেন্ডের ভিডিওর ক্যাপশনে লেখা হয়, "বালোচ লিবারেশন আর্মি #BLA চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে সতর্কবার্তা দিয়েছে: এখনো সময় আছে বালহিস্তান ছেড়ে যায় নয়তো বালুচিস্তানের ছেলে ও মেয়েদের প্রতিশোধ দেখবে তারা বালুচিস্তানকে কবরখানা করে দেবে।"

      Baloch Libertion Army #BLA issues warning to President Xi Jinping of #China: "U still have time to quit #Balochistan or u will witness retaliation from #Baloch sons & daughters who will turn Balochistan into your graveyard."
      https://t.co/i5PDPXJXtZ #CPEC https://t.co/i5PDPXJXtZ

      — Tarek Fatah (@TarekFatah) May 20, 2019

      আর্কাইভ দেখুন এখানে।

      ভিডিওটির এই সংস্করণে, এক জঙ্গিকে গদরের পার্ল কন্টিনেন্টাল হোটেলে আত্মঘাতী মজিদ স্কোয়াডের দ্বারা হামলার কথা দুবার উল্লেখ করতে শোনা যায়— ভিডিওটির শুরুতে এবং তারপরে ০:৪৬ সেকেন্ডে। আমরা লক্ষ্য করি পার্ল কন্টিনেন্টাল হোটেলে হামলার উল্লেখটি ভাইরাল ভিডিও থেকে সম্পাদনা করে বাদ দেওয়া হয়েছে ভুয়ো দাবিটি করার জন্য।

      এর থেকে ইঙ্গিত নিয়ে, আমরা হোটেলে বিএলএর আক্রমণ সম্পর্কে প্রাসঙ্গিক কিওয়ার্ড সার্চ করে ১৯ মে, ২০১৯-এ প্রকাশিত দ্য বালুচিস্তান পোস্টের একটি সংবাদ প্রতিবেদন পাই যেখানে ভাইরাল দৃশ্যের অনুরূপ স্ক্রিনশট দেখা যায়।

      এই প্রতিবেদন থেকে জানা যায়, ২০১৯ সালের ১১ মে বালোচ লিবারেশন আর্মির মজিদ ব্রিগেডের চারজন সদস্য গদরের পার্ল কন্টিনেন্টাল হোটেলে হামলা চালায় ও পাক সেনার সঙ্গে ২৬ ঘণ্টা যুদ্ধ করে। হামলার চার দিন পর ভিডিওটি প্রকাশ করে বিএলএ। রিপোর্টটি অনুসারে ওই ভিডিওতে এক বিএলএ জঙ্গিকে চীনা রাষ্ট্রপতি শি জিনপিং এবং পাকিস্তানকে তাদের বালুচিস্তান থেকে চলে যাওয়ার হুমকি দিতে দেখা যায়।


      প্রতিবেদন থেকে আরও জানা যায় ওই ভিডিওটি যেখানে বিএলএ কম্যান্ডারের পাশে একাধিক সশস্ত্র জঙ্গিদের দেখা যায়, সেটি ইমেল মারফত সাংবাদিকদের পাঠানো হয় ও সোশ্যাল মিডিয়ায়ও ছড়িয়ে পরে।

      ইটিভি ভারতও ২০১৯ সালে বিএলএর এই ভিডিওটি সংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশ করেছিল।

      আরও পড়ুন -তৃণমূলের বিধায়ক পুলিশকে মারছে বলে ছড়াল মীরাটের বিজেপি কাউন্সিলরের ভিডিও

      Tags

      PakistanBalochistan
      Read Full Article
      Claim :   ভিডিওতে বিএলএ জঙ্গিরা সাম্প্রতিক জাফর এক্সপ্রেস হাইজ্যাকের দায়ভার স্বীকার করে বলছে তারা এর মাধ্যমে পাকিস্তান ও চীনকে সতর্ক বার্তা দিয়েছে
      Claimed By :  Social media users
      Fact Check :  False
      Next Story
      Our website is made possible by displaying online advertisements to our visitors.
      Please consider supporting us by disabling your ad blocker. Please reload after ad blocker is disabled.
      X
      Or, Subscribe to receive latest news via email
      Subscribed Successfully...
      Copy HTMLHTML is copied!
      There's no data to copy!