BOOM
  • ফ্যাক্ট চেক
  • বিশ্লেষণ
  • ফাস্ট চেক
  • আইন
  • Home-icon
    Home
  • Authors-icon
    Authors
  • Contact Us-icon
    Contact Us
  • Methodology-icon
    Methodology
  • Correction Policy-icon
    Correction Policy
  • ফ্যাক্ট চেক-icon
    ফ্যাক্ট চেক
  • বিশ্লেষণ-icon
    বিশ্লেষণ
  • ফাস্ট চেক-icon
    ফাস্ট চেক
  • আইন-icon
    আইন
  • Home
  • ফ্যাক্ট চেক
  • তৃণমূলের বিধায়ক পুলিশকে মারছে বলে...
ফ্যাক্ট চেক

তৃণমূলের বিধায়ক পুলিশকে মারছে বলে ছড়াল মীরাটের বিজেপি কাউন্সিলরের ভিডিও

বুম দেখে ভিডিওটি পুরনো। ভিডিওতে পুলিশকে মারধর করতে দেখা যায় ২০১৮ সালে উত্তরপ্রদেশের মীরাটের তৎকালীন বিজেপি কাউন্সিলরকে।

By - Srijanee Chakraborty |
Published -  12 March 2025 4:47 PM IST
  • তৃণমূলের বিধায়ক পুলিশকে মারছে বলে ছড়াল মীরাটের বিজেপি কাউন্সিলরের ভিডিও
    CLAIMতৃণমূল কংগ্রেসের বিধায়ক মনসুর মহম্মদ দিমির কর্তব্যরত পুলিশকে মারধর করছে।
    FACT CHECKভাইরাল ভিডিওতে উত্তরপ্রদেশের একটি পুরনো ঘটনা দেখা যায়। ২০১৮ সালে মীরাটের তৎকালীন কাউন্সিলর বিজেপির মনীশ চৌধুরী তার রেস্তোরাঁয় এক পুলিশ কর্মীকে মারধর করেন।
    Listen to this Article

    পুলিশের উর্দিধারী এক ব্যক্তিকে মারধরের একটি ভিডিও সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে ভুয়ো দাবি করা হয়েছে ক্লিপটিতে পশ্চিমবাংলায় তৃণমূল কংগ্রেসের (TMC) এক মুসলিম (Muslim) বিধায়কের (MLA) হাতে পুলিশ (police) আক্রান্ত হয়েছে। ব্যবহারকারীরা পুলিশকে মারতে থাকা ওই ব্যক্তিকে বিধায়ক মনসুর মহম্মদ দিমির নামে চিহ্নিত করেছেন।

    বুম দেখে ভাইরাল দাবিটি ভুয়ো। ভিডিওতে পুলিশকে মারধর করতে দেখা যায় ২০১৮ সালে উত্তরপ্রদেশের মীরাটের তৎকালীন বিজেপি কাউন্সিলর মনীশ চৌধুরীকে।

    আরও পড়ুন -স্টেডিয়ামে আতশবাজির রোশনাই— ভারতের জয়ের পর দুবাই বলে ছড়াল কুয়েতের ভিডিও

    ৩২ সেকেন্ডের ভাইরাল ভিডিওতে একটি রেস্তোরাঁর ভিতরে এক ব্যক্তিকে একজন পুলিশ কর্মীকে মারধর করতে দেখা যায়। ভিডিওতে এই দুজন ছাড়াও, এক মহিলা ও আরও কয়েকজন পুরুষকে দেখা যায়। ভিডিওর কথোপকথন শোনা যায় হিন্দিতে।

    ভাইরাল ভিডিওটি শেয়ার করে এক ফেসবুক ব্যবহারকারী ক্যাপশনে দাবি করেন, "টি.এম.ছি. (TMC) দাদাগিরি দেখুন.....বাংলার বিধায়ক মনসুর মহম্মদ দিমিরকে দেখুন। পুলিশের ইউনিফর্মে কর্তব্যরত পুলিশের এই যখন অবস্থা, তখন বাঙালির কী অবস্থা হবে ? দলদাস পুলিশ Mamata Banerjee চটি চাটা বন্ধ না করলে এমন দৃশ্য আরো দেখতে পাবেন।।"


    পোস্টটি দেখুন এখানে, আর্কাইভ দেখুন এখানে।

    আরও পড়ুন -বিজ্ঞানী ওসুমির আবিষ্কার রোজা রাখলে কমবে ক্যানসার? ভাইরাল বিভ্রান্তিকর দাবি

    তথ্য যাচাই

    উত্তরপ্রদেশের ভিডিও

    একই দাবিসহ ভিডিওটি আগেও ভাইরাল হলে বুম তার তথ্য যাচাই করে। দেখুন এখানে ও এখানে।

    আমরা ২১ অক্টোবর ২০১৮ তারিখে প্রকাশিত দ্য নিউ ইন্ডিয়ান এক্সপ্রেসের একটি সংবাদ প্রতিবেদনে ভাইরাল ভিডিওর দৃশ্যের একটি স্ক্রীনশট দেখতে পাই। প্রতিবেদন অনুযায়ী ভিডিওটি উত্তরপ্রদেশের মীরাটের বিজেপি কাউন্সিলর মনীশ চৌধুরীর মালিকানাধীন একটি রেস্তোরাঁয় তোলা হয়।


    রিপোর্ট অনুসারে ভিডিওর পুলিশকর্মী সুখপাল সিংহ পানওয়ার মদ্যপ অবস্থায় মনীশ চৌধুরীর রেস্তোরাঁয় যায়। সুখপাল সিংহের সাথে রেস্তোরাঁর কর্মীদের ঝগড়া হয় এবং শেষ পর্যন্ত তাকে মারধর করে তৎকালীন বিজেপি কাউন্সিলর। প্রতিবেদন থেকে আরও জানা যায় ভাইরাল ভিডিওর মহিলা একজন আইনজীবী যিনি আক্রান্ত পুলিশ কর্মীর সঙ্গে ছিলেন।

    দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের এই ঘটনা সংক্রান্ত প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী কাউন্সিলর মনীশ চৌধুরীর বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩৯৫ এবং ৩৫৪ ধারার অধীনে মামলা দায়ের করা হয়েছিল।

    মনসুর মহম্মদ দিমির নামের তৃণমূল বিধায়ক নেই পশ্চিমবঙ্গে

    এরপর, আমরা শাসকদল তৃণমূল কংগ্রেসের বিধায়কদের মধ্যে মনসুর মহম্মদ দিমির নামক কোন বিধায়কের অস্তিত্ব খুঁজতে পশ্চিমবঙ্গের দায়িত্বপ্রাপ্ত বিধায়কদের তালিকা দেখি। তবে, সেই তালিকায় আমরা ওই নামের কোনো বিধায়ক খুঁজে পায়নি।

    আরও পড়ুন -ভারতীয় পতাকা নিয়ে লাহোরের ক্রিকেট মাঠে আফগান সমর্থকরা? না, ছবিটি ভারতের

    Tags

    TMCBJPMeerutUttar Pradesh
    Read Full Article
    Claim :   ভিডিওতে তৃণমূল কংগ্রেসের বিধায়ক মনসুর মহম্মদ দিমির কর্তব্যরত পুলিশকে মারধর করছে।
    Claimed By :  Facebook Users
    Fact Check :  False
    Next Story
    Our website is made possible by displaying online advertisements to our visitors.
    Please consider supporting us by disabling your ad blocker. Please reload after ad blocker is disabled.
    X
    Or, Subscribe to receive latest news via email
    Subscribed Successfully...
    Copy HTMLHTML is copied!
    There's no data to copy!