বিজ্ঞানী ওসুমির আবিষ্কার রোজা রাখলে কমবে ক্যানসার? ভাইরাল বিভ্রান্তিকর দাবি
বুম যাচাই করে দেখে রোজা রাখলে ক্যানসার নিরাময় হবে এমন কোনও ব্যাখ্যা জাপানি বিজ্ঞানি ইয়োশিনোরি ওসুমি করেননি

Claim
সম্প্রতি ভাইরাল একটি সোশ্যাল মিডিয়া পোস্টে জাপানি বিজ্ঞানী ইয়োশিনোরি ওসুমির ছবি শেয়ার করে এক দাবিতে বলা হয় নোবেল জয়ী ওসুমি গবেষণা করে দেখিয়েছেন কিভাবে রোজা রাখলে ক্যানসার সেল ধবংস হয়। ব্যবহারকারীরা ক্যাপশনে দাবি করেছেন, "এই সেই জাপানি বিজ্ঞানী ইশিনোরি ওসিমি যিনি রোযার উপর গবেষণা করে নোবেল পুরস্কার পান ২০১৬ সালে। তিনি আবিস্কার করেন যে ১২ থেকে ২৪ ঘণ্টা রোযা রাখলে মানুষের দেহে অটোফেযি চালু হয়। তিনি প্রমাণ করেন যে রোযার মাধ্যমে মানুষের নিন্ম লিখিত উপকারগুলো হয় - ১। দেহের সেল পরিস্কার হ্ ২। ক্যান্সার সেল ধবংস হয়,৩। পাকস্থলীর প্রদাহ সেরে যায়, ৪। ব্রেইনের কার্যকারিতা বাড়ে, ৫। শরীর নিজে নিজেই সেরে ওঠে (Autophazy) ৬। ডায়াবেটিস ভাল হয়, ৭। বার্ধক্য রোধ করা যায়, ৮। স্থুলতা দূর হয়, ৯। দীর্ঘ জীবন লাভ করা যায়..." পোস্টটি দেখুন এখানে, আর্কাইভ দেখুন এখানে।
FactCheck
রোজা রাখলে ক্যানসার নিরাময় হবে— বিজ্ঞানী ইয়োশিনোরি ওসুমির নাম করে এমন ভুয়ো দাবি আগেও ভাইরাল হলে বুম তার তথ্য যাচাই করে। দেখুন এখানে ও এখানে। বুম বিজ্ঞানী ওসুমির গবেষণায় রোজা রাখলে ক্যানসার কোষের মৃত্যু হবে এমন কোনও তথ্য খুঁজে পায়নি। আমরা দেখি আন্তর্জাতিক সংবাদসংস্থা এএফপি ২০২২ সালে বিজ্ঞানী ওসুমির নামে ছড়ানো একই দাবির সত্যতা জানতে টোকিও ইনস্টিটিউট অফ টেকনোলজির সাথে যোগাযোগ করে যেখানে তিনি কর্মরত ছিলেন। টোকিও ইনস্টিটিউট অফ টেকনোলজির তরফে এক জনসংযোগ অধিকারিক এএফপিকে সেসময় জানান, বিজ্ঞানী ওসুমি এই ধরণের কোনও মন্তব্য করেননি। অটোফ্যাজি বা কোষের নিজেকে ধ্বংস করার প্রক্রিয়া নিয়ে গবেষণার জন্য নোবেল পুরস্কার পান তিনি। অকার্যকর অটোফ্যাজি শরীরে ক্যানসারের কারণ হয়ে উঠতে পারে এমন ধারণা করা হয়। তবে, ওসুমির গবেষণায় রোজা ক্যানসার কমাবে বা শরীরে অন্য রোগের উপশম করবে এমন কোনও উল্লেখ করা হয়নি। তার নোবেল পুরস্কার পাওয়ার পরের বক্তৃতাতেও ওসুমি রোজার কথা উল্লেখ করেননি।