অসমে অনুপ্রবেশকারী বিরোধী মিছিল দাবিতে ভাইরাল অসম্পর্কিত ভিডিও
বুম দেখে ভাইরাল ভিডিওটি গত ২ সেপ্টেম্বর, জনজাতি স্বীকৃতি পাওয়ার দাবিতে অসমের মরাণ গোষ্ঠীর আয়োজিত মশাল মিছিলের।

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি মশাল মিছিলের ভিডিও ব্যবহারকারীরা শেয়ার করে দাবি করেছেন সেটি অবৈধ অনুপ্রবেশকারী (illegal infiltrators), মূলত রোহিঙ্গাদের বিরুদ্ধে অসমের (Assam) বাসিন্দাদের আয়োজিত একটি কর্মসূচি যেখানে তারা রাজ্য থেকে রোহিঙ্গাদের (Rohingya) হঠানোর দাবি জানাচ্ছে।
বুম দেখে ভাইরাল দাবিটি ভুয়ো এবং অবৈধ অনুপ্রবেশের সঙ্গে সম্পর্কিত নয়। ভিডিওতে জনজাতি স্বীকৃতি পাওয়ার দাবিতে অসমের মরাণ গোষ্ঠীর আয়োজিত মশাল মিছিলের দৃশ্য দেখা যায়।
ভাইরাল দাবি
পুলিশের উপস্থিতিতে অগ্রসর হওয়া মশাল মিছিলের ৪২ সেকেন্ডের ভাইরাল ভিডিওটি শেয়ার করে এক ফেসবুক ব্যবহারকারী ক্যাপশনে দাবি করেন, "জেগেছে আসাম বাসী, তারা অশনি সংকেত পেয়েছে, তারা বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান, কাশ্মীর দেখে শিক্ষা নিয়েছে, তাই অবৈধ অনুপ্রবেশ কারী রোহিঙ্গা দের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে, না হলে আগামী তারা ধর্মীয় সংস্কৃতি লালন পালন করতে পারবে না এটা তারা বুঝতে পেরেছে শুধু পশ্চিম বঙ্গ বাসী সেটা বুঝতে পারছে না।। আসামে রোহিঙ্গা ভাগাও কর্মসূচি।"
পোস্টটি দেখুন এখানে, আর্কাইভ দেখুন এখানে।
অনুসন্ধানে আমরা কী পেলাম
১. মরাণ গোষ্ঠীর মিছিল: আমরা ভাইরাল দাবিটি যাচাই করতে প্রথমে, ভিডিওর কিফ্রেমের রিভার্স ইমেজ সার্চ করি। সার্চের মাধ্যমে একটি ইনস্টাগ্রাম পোস্ট পাই যেখানে ভিডিওটি অসমের মরাণ ছাত্র সংগঠনের উদ্যোগে তালাপ-করদৈগুরিতে হওয়া মশাল মিছিলের দৃশ্য বলে উল্লেখ করা হয়েছে।
এর থেকে ইঙ্গিত নিয়ে, আমরা গুগলে কিওয়ার্ড সার্চ করে মিছিলের দৃশ্যসহ টাইমস অফ ইন্ডিয়ার ৩ সেপ্টেম্বর, ২০২৫-এর একটি প্রতিবেদন পাই। প্রতিবেদন অনুসারে, অল মরাণ স্টুডেন্টস ইউনিয়ন (এএমএসইউ) তিনসুকিয়ার তালাপে গত ২ সেপ্টেম্বর পুলিশের বাঁধা ভেঙে একটি বিশাল মশাল মিছিলের আয়োজন করে। মরাণ গোষ্ঠীকে জনজাতির স্বীকৃতি দেওয়া এবং মরাণ স্বশাসিত পরিষদের সাংবিধানিক উন্নতির দাবি করে এই মিছিলের আয়োজন করা হয়।
প্রসঙ্গত, ২০১৪ সালে বিজেপির নির্বাচনী প্রচারের সময় অসমে মরাণ সহ আরও পাঁচটি গোষ্ঠীকে জনজাতির স্বীকৃতি পাইয়ে দেওয়ার আশ্বাস দেওয়া হয়েছিল। এক দশক পরেও তাদের দাবি পূরণ না হওয়ায়, এই প্রতিবাদ মিছিলের উদ্যোগ নেওয়া হয়। এই গোষ্ঠীগুলি বর্তমানে ওবিসি তালিকার অন্তর্ভুক্ত।
২. এএমএসইউ সদস্যের থেকে নিশ্চিতকরণ: ফেসবুকে অনুসন্ধানের মাধ্যমে আমরা তালাপ-করদৈগুরি আঞ্চলিক মরাণ ছাত্র সংগঠনের সাধারণ সম্পাদক বসন্ত মরাণের ফেসবুক পেজে ২ সেপ্টেম্বর, ২০২৫-এর পোস্টে ভাইরাল ভিডিওটি দেখতে পাই।
আমরা এবিষয়ে তার সঙ্গে যোগাযোগ করলে, তিনি বুমকে বলেন, "উত্তরপূর্ব অঞ্চলের আদিবাসী মরাণ গোষ্ঠীকে এখনো পর্যন্ত জনজাতির মর্যাদা দেওয়া হয়নি। তাই, এর প্রতিবাদে এবং জনজাতিকরণের দাবি করে এই মিছিল করা হয়।" বসন্ত মরাণ জানান, তিনি নিজেও ওই মিছিলের অংশ ছিলেন।