মোদীর সঙ্গে শি জিনপিং হাত মেলাননি বলে ছড়াল পুরনো ও সম্পাদিত ভিডিও
বুম দেখে অক্টোবর, ২০২৪-এ রাশিয়ায় আয়োজিত ব্রিকস সম্মেলনের একটি ভিডিও সম্পাদনা করে ভুয়ো দাবিটি করা হয়েছে।

সোশ্যাল মিডিয়ায় সম্প্রতি ভাইরাল একটি ভিডিওয় চীনের রাষ্ট্রপতি শি জিনপিংয়ের (Xi Jinping) সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) করমর্দন (Handshake) করতে গেলে জিনপিংকে তাকে সামনে এগিয়ে যাওয়ার ইঙ্গিত করতে দেখা যায়। ভিডিওটি শেয়ার করে ব্যবহারকারীরা ঘটনাটিকে সাম্প্রতিক এসসিও (SCO) সম্মেলনের বলে দাবি করেছেন চীনা রাষ্ট্রপতি মোদীর সঙ্গে হাত মেলাতে অস্বীকার করেছেন।
বুম দেখে ভিডিওটি পুরনো এবং সম্পাদিত। এটি ২০২৪ সালের অক্টোবর মাসে রাশিয়ার কাজানে অনুষ্ঠিত ১৬তম ব্রিকস শীর্ষ সম্মেলনের। সম্পূর্ণ ভিডিওয় মোদী ও জিনপিংকে হাত মেলাতে দেখা যায়।
ভাইরাল দাবি
শি জিনপিংয়ের সভাপতিত্বে চীনের তিয়ানজিনে অনুষ্ঠিত এসসিওর ২৫তম শীর্ষ সম্মেলনে গত ৩১ অগাস্ট ও ১ সেপ্টেম্বর যোগ দেন নরেন্দ্র মোদী। এক ফেসবুক ব্যবহারকারী ভিডিওটি শেয়ার করে ক্যাপশনে লেখেন, "শি জিনপিং এর সাথে মোদি হ্যান্ডশেক করতে গেলে চীনা প্রেসিডেন্ট মোদিকে তার চেয়ার দেখিয়ে বললেন, “ওইযে ওখানে গিয়ে বস।”
পোস্টটি দেখুন এখানে, আর্কাইভ দেখুন এখানে।
অনুসন্ধানে আমরা কী পেলাম: অক্টোবর, ২০২৪-এ ব্রিকস সম্মেলনের সম্পাদিত ভিডিও
১. ভিডিওটি সম্পাদিত: ভাইরাল ভিডিওর কিফ্রেমের রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে আমরা এএনআইয়ের এক্স হ্যান্ডেলে ভিডিওটির একটি দীর্ঘতর সংস্করণ পাই। পোস্টটি থেকে জানা যায়, ঘটনাটি অক্টোবর, ২০২৪-এ রাশিয়ার কাজানে আয়োজিত ১৬তম ব্রিকস শীর্ষ সম্মেলনের। সম্পূর্ণ ভিডিও থেকে নিশ্চিত হওয়া যায়, প্রথমে শি জিনপিং প্রধানমন্ত্রী মোদীকে সামনে এগিয়ে আসতে ইঙ্গিত করেন এবং তারপর, দুই দেশের জাতীয় পতাকার সামনে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে হাত মেলান।
২০২৪ সালের ব্রিকস সম্মেলনের পাশাপাশি মোদী ও জিনপিং একটি গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক বৈঠকও করেছিলেন। বিবিসির প্রতিবেদন অনুসারে, ২০২০ সালের গালওয়ানে হওয়া প্রাণঘাতী সীমান্ত সংঘর্ষের পর, ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং চীনের রাষ্ট্রপতি শি জিনপিংয়ের মধ্যে প্রথম আনুষ্ঠানিক সাক্ষাৎ হয়। মোদীও তাদের বৈঠক সংক্রান্ত একটি ছবি এক্সে পোস্ট করেন।
২. এসসিও সম্মেলনে জিনপিং ও মোদী: সম্প্রতি আয়োজিত এসসিও সম্মেলনেও মোদী এবং জিনপিং এক ঘণ্টারও বেশি সময় নিয়ে বৈঠক করেন। বৈঠক শেষে মোদী জিনপিংয়ের সঙ্গে করমর্দন করার একটি ছবিও প্রকাশ করেন।