BOOM
  • ফ্যাক্ট চেক
  • বিশ্লেষণ
  • ফাস্ট চেক
  • আইন
  • Home-icon
    Home
  • Authors-icon
    Authors
  • Contact Us-icon
    Contact Us
  • Methodology-icon
    Methodology
  • Correction Policy-icon
    Correction Policy
  • ফ্যাক্ট চেক-icon
    ফ্যাক্ট চেক
  • বিশ্লেষণ-icon
    বিশ্লেষণ
  • ফাস্ট চেক-icon
    ফাস্ট চেক
  • আইন-icon
    আইন
  • Home
  • ফ্যাক্ট চেক
  • মোদীর সঙ্গে শি জিনপিং হাত মেলাননি...
ফ্যাক্ট চেক

মোদীর সঙ্গে শি জিনপিং হাত মেলাননি বলে ছড়াল পুরনো ও সম্পাদিত ভিডিও

বুম দেখে অক্টোবর, ২০২৪-এ রাশিয়ায় আয়োজিত ব্রিকস সম্মেলনের একটি ভিডিও সম্পাদনা করে ভুয়ো দাবিটি করা হয়েছে।

By -  Rohit Kumar
Published -  4 Sept 2025 6:05 PM IST
  • মোদীর সঙ্গে শি জিনপিং হাত মেলাননি বলে ছড়াল পুরনো ও সম্পাদিত ভিডিও
    Listen to this Article

    সোশ্যাল মিডিয়ায় সম্প্রতি ভাইরাল একটি ভিডিওয় চীনের রাষ্ট্রপতি শি জিনপিংয়ের (Xi Jinping) সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) করমর্দন (Handshake) করতে গেলে জিনপিংকে তাকে সামনে এগিয়ে যাওয়ার ইঙ্গিত করতে দেখা যায়। ভিডিওটি শেয়ার করে ব্যবহারকারীরা ঘটনাটিকে সাম্প্রতিক এসসিও (SCO) সম্মেলনের বলে দাবি করেছেন চীনা রাষ্ট্রপতি মোদীর সঙ্গে হাত মেলাতে অস্বীকার করেছেন।

    বুম দেখে ভিডিওটি পুরনো এবং সম্পাদিত। এটি ২০২৪ সালের অক্টোবর মাসে রাশিয়ার কাজানে অনুষ্ঠিত ১৬তম ব্রিকস শীর্ষ সম্মেলনের। সম্পূর্ণ ভিডিওয় মোদী ও জিনপিংকে হাত মেলাতে দেখা যায়।

    ভাইরাল দাবি

    শি জিনপিংয়ের সভাপতিত্বে চীনের তিয়ানজিনে অনুষ্ঠিত এসসিওর ২৫তম শীর্ষ সম্মেলনে গত ৩১ অগাস্ট ও ১ সেপ্টেম্বর যোগ দেন নরেন্দ্র মোদী। এক ফেসবুক ব্যবহারকারী ভিডিওটি শেয়ার করে ক্যাপশনে লেখেন, "শি জিনপিং এর সাথে মোদি হ্যান্ডশেক করতে গেলে চীনা প্রেসিডেন্ট মোদিকে তার চেয়ার দেখিয়ে বললেন, “ওইযে ওখানে গিয়ে বস।”

    পোস্টটি দেখুন এখানে, আর্কাইভ দেখুন এখানে।

    অনুসন্ধানে আমরা কী পেলাম: অক্টোবর, ২০২৪-এ ব্রিকস সম্মেলনের সম্পাদিত ভিডিও

    ১. ভিডিওটি সম্পাদিত: ভাইরাল ভিডিওর কিফ্রেমের রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে আমরা এএনআইয়ের এক্স হ্যান্ডেলে ভিডিওটির একটি দীর্ঘতর সংস্করণ পাই। পোস্টটি থেকে জানা যায়, ঘটনাটি অক্টোবর, ২০২৪-এ রাশিয়ার কাজানে আয়োজিত ১৬তম ব্রিকস শীর্ষ সম্মেলনের। সম্পূর্ণ ভিডিও থেকে নিশ্চিত হওয়া যায়, প্রথমে শি জিনপিং প্রধানমন্ত্রী মোদীকে সামনে এগিয়ে আসতে ইঙ্গিত করেন এবং তারপর, দুই দেশের জাতীয় পতাকার সামনে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে হাত মেলান।

    #WATCH | Prime Minister Narendra Modi holds a bilateral meeting with Chinese President Xi Jinping in Kazan, Russia on the sidelines of the BRICS Summit.

    (Source: DD News/ANI) pic.twitter.com/WmGk1AlSwW

    — ANI (@ANI) October 23, 2024

    ২০২৪ সালের ব্রিকস সম্মেলনের পাশাপাশি মোদী ও জিনপিং একটি গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক বৈঠকও করেছিলেন। বিবিসির প্রতিবেদন অনুসারে, ২০২০ সালের গালওয়ানে হওয়া প্রাণঘাতী সীমান্ত সংঘর্ষের পর, ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং চীনের রাষ্ট্রপতি শি জিনপিংয়ের মধ্যে প্রথম আনুষ্ঠানিক সাক্ষাৎ হয়। মোদীও তাদের বৈঠক সংক্রান্ত একটি ছবি এক্সে পোস্ট করেন।

    ২. এসসিও সম্মেলনে জিনপিং ও মোদী: সম্প্রতি আয়োজিত এসসিও সম্মেলনেও মোদী এবং জিনপিং এক ঘণ্টারও বেশি সময় নিয়ে বৈঠক করেন। বৈঠক শেষে মোদী জিনপিংয়ের সঙ্গে করমর্দন করার একটি ছবিও প্রকাশ করেন।

    Had a fruitful meeting with President Xi Jinping in Tianjin on the sidelines of the SCO Summit. We reviewed the positive momentum in India-China relations since our last meeting in Kazan. We agreed on the importance of maintaining peace and tranquility in border areas and… pic.twitter.com/HBYS5lhe9d

    — Narendra Modi (@narendramodi) August 31, 2025


    আরও পড়ুন -চীনে মোদীকে স্বাগত জানাতে ড্রোন শো বলে ভাইরাল সম্পাদিত ছবি


    Tags

    ModiXi Jinping
    Read Full Article
    Claim :   ভিডিওতে দেখা যায় সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন সম্মেলনে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং প্রধানমন্ত্রী মোদীর সাথে করমর্দন করেননি
    Claimed By :  Social Media Users
    Fact Check :  False
    Next Story
    Our website is made possible by displaying online advertisements to our visitors.
    Please consider supporting us by disabling your ad blocker. Please reload after ad blocker is disabled.
    X
    Or, Subscribe to receive latest news via email
    Subscribed Successfully...
    Copy HTMLHTML is copied!
    There's no data to copy!