ভারত জোড়া যাত্রা: ২০২১ সালে তেলঙ্গনায় কংগ্রেসের পুরনো জনসভার ছবি সাম্প্রতিক বলে ছড়াল
বুম দেখে ফেসবুক পোস্টে ব্যবহৃত জনসভার প্রথম ছবিটি ২০২১ সালের অক্টোবর মাসে তেলঙ্গানায় কংগ্রেস আয়োজিত পুরনো জনসভার ছবি।
তেলঙ্গানায় (Telangana) কংগ্রেসের (Congress) জনসমাবেশের পুরনো ছবি (old image) সোশাল মিডিয়ায় বিভ্রান্তিকর দাবি সহ রাহুল গাঁধীর (Rahul Gandhi) নেতৃত্বাধীন ভারত জোড়ো যাত্রার ছবি বলে ছড়াচ্ছে।
বুম দেখে ফেসবুক পোস্টে ব্যবহৃত জনসভার প্রথম ছবিটি ২০২১ সালের অক্টোবর মাসে তেলঙ্গানায় কংগ্রেস সাংসদ রেবন্ত রেড্ডি আয়োজিত পুরনো জনসভার ছবি।
৭ সেপ্টেম্বর ২০২২ রাহুল গাঁধীর নেতৃত্বাধীন কংগ্রেসের জনসংযোগ কর্মসূচি ভারত জোড়ো যাত্রা শুরু হয় কন্যাকুমারী থেকে জম্মু ও কাশ্মীর পৌঁছানোর উদ্দেশ্য নিয়ে। বর্তমানে ভারত জোড়ো যাত্রা অন্ধ্রপ্রদেশ রাজ্য অতিক্রম করছে। ২৭ অক্টোবর তেলঙ্গানা রাজ্যে প্রবেশ করে ৫০ তম দিন অতিক্রম করবে।
ফেসবুক পোস্টে দুটি ছবি শেয়ার করা হয়েছে। একটি ছবিতে রাতের আলোয় জনসামাবেশ দেখা যায়। অন্য ছবিটিতে রাহুল গাঁধীকে রাতের আলোয় রাস্তার দুপাশে জড়ো হওয়া মানুষ ঢলকে উদ্দেশ্য করে হাত নাড়তে দেখা যায়।
ছবি দুটি ফেসবুকে পোস্ট করে ক্যাপশন লেখা হয়েছে, "গত রাত্রে ভারত জোড়ো যাত্রা শেষে রাহুল গান্ধীর নেতৃত্বে একটি পথ সভা। লাখো মানুষের উপস্থিতি প্রমাণ করছে মোদীর পতন নিশ্চিত।" (ক্যাপশনের বানান অপরিবর্তিত)
ফেসবুক পোস্টটি দেখুন এখানে।
আরও পড়ুন: নির্মলা সীতারামন সম্পর্কে রঘুরাম রাজনের মন্তব্যের ভাইরাল গ্রাফিক ভুয়ো
তথ্য যাচাই
বুম ছবি দুটিকে যাচাই করতে আলাদা ভাবে রিভার্স ইমেজ সার্চ করে।
প্রথম ছবিটিকে রিভার্স ইমেজ সার্চ করে আমরা ভারতীয় জাতীয় কংগ্রেসের (Indian National Congress) দলের যাচাই করা টুইটার অ্যাকাউন্টে ১৩ অক্টোবর ২০২১ টুইট হতে দেখি। ছবিটির ক্যাপশন হিসাবে ইংরেজিতে লেখা হয়, "তেলঙ্গানা প্রদেশ কংগ্রেস সভাপতি শ্রী রেবন্ত রেড্ডির নেতৃত্বে বিশাল জনসমাবেশ। কংগ্রেস পার্টি বাড়তে থাকা বেকারত্ব নিয়ে ভারতীয় যুব সমাজের দুশ্চিন্তার দিনে তাদের পাশে আছে।"
রেবন্ত রেড্ডি মালকাজগিরির সাংসদ ও তেলঙ্গানা প্রদেশ কংগ্রেস সভাপতি।
মালায়লাম গণমাধ্যম মনোরামা নিউজেও কংগ্রেসের ওই জনসভা নিয়ে ১৩ অক্টোবর ২০২১ প্রতিবেদন প্রকাশিত হয়েছিল।
রাহুল গাঁধীর জনতার উদ্দেশ্যে হাত নাড়ার অন্য ছবিটি আমরা যাচাই করে দেখি সেটি "ভারত জোড়ো যাত্রা" সম্পর্কিত। ১৪ অক্টোবর ২০২২ প্রকাশিত দ্য ফেডারেলের একটি প্রতিবেদনে ছবিটি ব্যবহার করা হয়। নিউজ১৮ কানাড়াতেও ছবিটি পরের দিন প্রকাশিত হয় ভারত জোড়ো যাত্রা সংক্রান্ত ছবি বলে। বুমের পক্ষে ছবিটি কোথায় তেলা হয়েছে যাচাই করা সম্ভব হয়নি।
আরও পড়ুন: গুজরাত ভোট: আপ জয়লাভের ভবিষ্যদ্বাণী করা জনমত সমীক্ষার গ্রাফিক ভুয়ো