বিজেপিকে ভোট দিতে বলায় বিহার পুলিশকে তাড়া করার ভুয়ো দাবিতে ছড়াল ভিডিও
বুম দেখে ভাইরাল ভিডিও বিহারের একটি গ্রামের যেখানে বেআইনি মদ সংক্রান্ত তদন্ত করতে গিয়ে স্থানীয় মানুষদের হাতে পুলিশ আক্রান্ত হয়।

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় কিছু মানুষের পুলিশকে তাড়া (chase) করে মারধর করার ভাইরাল একটি ভিডিও শেয়ার করে ব্যবহারকারীরা ভুয়ো দাবি করেছেন বিহারের (Bihar) জামুইয়ে (Jamui) পুলিশ (police) ভারতীয় জনতা পার্টির (BJP) হয়ে ভোট প্রচার করতে গিয়ে গ্রামবাসীদের দ্বারা এইভাবে আক্রান্ত হয়।
বুম দেখে ভাইরাল দাবিটি ভুয়ো। বিহারের জামুইয়ে বেআইনি মদ সংক্রান্ত তদন্ত করতে গিয়ে স্থানীয় গ্রামবাসীদের দ্বারা আক্রান্ত হয় পুলিশ কর্মীরা।
ভাইরাল দাবি
মাঠের মধ্য দিয়ে বেশ কিছু লোককে লাঠি নিয়ে পুলিশ কর্মীদের তাড়া করে মারধর করার ভিডিওটি পোস্ট করে এক ফেসবুক পেজের তরফ থেকে ক্যাপশনে লেখা হয়, "বিহারের জামুই গ্রামে, কিছু পুলিশ কর্মী গিয়ে বলছিল বিজেপিকে ভোট দেবেন। বাকিটা ইতিহাস।।"
পোস্টটি দেখুন এখানে, আর্কাইভ দেখুন এখানে।
অনুসন্ধানে আমরা কী পেলাম
১. বেআইনি মদের তদন্তে গিয়ে আক্রান্ত পুলিশ: বুম ভাইরাল দাবির সত্যতা যাচাই করতে গুগলে সম্পর্কিত কিওয়ার্ড সার্চের মাধ্যমে ৬ সেপ্টেম্বর, ২০২৫-এ এনডিটিভির একটি প্রতিবেদনে ভাইরাল ভিডিওটি দেখতে পায়। প্রতিবেদন অনুসারে, জামুই জেলার বরহাত থানার অধীনে কাদুয়া তারি গ্রামে বেআইনি মদের কারবার নিয়ে তদন্ত করতে গিয়েছিল পুলিশ। স্টেশন-ইন-চার্জের নেতৃত্বে তদন্তকারী দলটিকে গ্রামবাসীরা ঘিরে ফেলে মারধর করে ও তাদের অস্ত্র ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে।
২. গ্রামবাসীদের অভিযোগ: ভাইরাল দৃশ্যসহ ভাস্কর ইংলিশের রিপোর্ট জানায়, পুলিশের তদন্তকারী দলটি যখন গ্রামে যায় সেসময় স্থানীয় বাসিন্দারা কর্মা উৎসব নিয়ে ব্যস্ত ছিল। এই উৎসবে পুজোর সময় দেবতার উদ্দেশ্যে মদ দেওয়ার রীতি প্রচলিত রয়েছে। গ্রামবাসীদের মতে, মহিলাদের কাপড় বদলানোর সময় পুলিশ তাদের ঘরে ঢুকে পড়ে যা থেকে পরিস্থিতি উত্তপ্ত হয়। ক্ষুব্ধ গ্রামবাসিরা এরপরই চড়াও হয় পুলিশের উপর। ঘটনায় ছয় জন পুলিশ কর্মী আহত হয়েছে এবং ১৩ জনকে গ্রেফতার করা হয়েছে।