পাঞ্জাবে বন্যা-বিধ্বস্তদের জন্য সংগ্রহ করা অর্থ বলে ছড়াল বাংলাদেশের ভিডিও
বুম দেখে ভাইরাল ভিডিওয় বাংলাদেশের বাবা পাগলা মসজিদের দান বাক্সে প্রাপ্ত অর্থ গণনার দৃশ্য দেখা যায়।

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় অনেকে মিলে বিপুল পরিমাণে সংগ্রহ করা অর্থ গণনা করার একটি ভিডিও শেয়ার করে ব্যবহারকারীরা দাবি করেছেন ভিডিওয় পাঞ্জাবে (Punjab) বন্যায় (flood) ক্ষতিগ্রস্ত মানুষের সাহায্যের জন্য মুসলিম (Muslim) সম্প্রদায়ের মানুষের সংগ্রহ করা অর্থ দেখা যাচ্ছে।
বুম দেখে ভিডিওটি পাঞ্জাবের নয়, বরং বাংলাদেশের কিশোরগঞ্জের বিখ্যাত বাবা পাগলা মসজিদের দান বাক্সে প্রাপ্ত অর্থের।
বর্তমানে শেষ চার দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ বন্যার কবলে পাঞ্জাবের ২৩টি জেলা। এখনো পর্যন্ত ৪৮ জনের প্রাণহানি হয়েছে এবং ক্ষতিগ্রস্ত হয়েছে লক্ষাধিক। সরকারের পাশাপাশি বন্যায় উদ্ধারকার্য ও ত্রাণ দিয়ে সহযোগিতা করছে একাধিক বেসরকারি, স্বেচ্ছাসেবী ও শিখ সংগঠন।
ভাইরাল দাবি
এক ফেসবুক ব্যবহারকারী ভাইরাল ভিডিও শেয়ার করে ক্যাপশনে লেখেন, "পাঞ্জাব বন্যা কবলিত মানুষের পাশে কারা দাঁড়িয়েছে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন।"
পোস্টটি দেখুন এখানে, আর্কাইভ দেখুন এখানে।
অনুসন্ধানে আমরা কী পেলাম
১. ভিডিওটি বাংলাদেশের: আমরা ভিডিওর একটি কিফ্রেমের রিভার্স ইমেজ সার্চ করে বাংলাদেশী সংবাদমাধ্যম এটিএন বাংলার ৩০ নভেম্বর, ২০২৪-এর একটি প্রতিবেদন পাই যেখানে ভাইরাল ভিডিওর অনুরূপ একটি সিন্দুক খুলে বস্তায় টাকা ভরতে দেখা যায়। প্রতিবেদন অনুসারে, ভিডিওটি বাংলাদেশের বাবা পাগলা মসজিদের দান বাক্স খোলার।
এছাড়াও, আমরা লক্ষ্য করি ভাইরাল ভিডিওয় বাংলাদেশী সংবাদমাধ্যম আর টিভি নিউজের প্রতীক দেখা যায়। আমাদের অনুসন্ধানের সূত্র ধরে, আমরা আর টিভি নিউজের অফিসিয়াল ফেসবুক পেজে ৩০ নভেম্বর, ২০২৪-এর একটি পোস্টে বাবা পাগলা মসজিদের দান বাক্স খুলে প্রাপ্ত টাকা গণনার একটি ভিডিও পাই যা ভাইরাল ভিডিওর সঙ্গে মিলে যায়।
প্রতিবেদন অনুসারে, মোট ২৯ বস্তা টাকা পাওয়া গেছে দান বাক্সে। দেখুন এখানে।
২. পাগলা মসজিদে প্রতি বছরই এধরণের দান প্রাপ্ত হয়: প্রতি চার মাস অন্তর পাগলা মসজিদের দান বাক্স খোলা হয়। এবছর পাগলা মসজিদের ১৩টি দান বাক্স ৩০ আগস্ট ২০২৫-এ খোলা হয় এবং ৩২ বস্তায় ভর্তি প্রাপ্ত অর্থ ৫০০ জন মিলে ১৩ ঘন্টা ধরে গণনা করে। নগদ অর্থের পাশাপাশি দান বাক্স থেকে সোনার গয়না এবং বিভিন্ন দেশের মুদ্রাও পাওয়া গেছে। ঢাকা ট্রিবিউনের প্রতিবেদন অনুসারে, বাংলাদেশী মুদ্রায় মোট ১২ কোটি টাকা পাওয়া গেছে দান বাক্সে।
৩. পাঞ্জাবে বন্যায় আক্রান্তদের সাহায্যে মুসলিম সম্প্রদায়: পাঞ্জাবে বন্যা বিধ্বস্ত মানুষের জন্য মুসলিম সংগঠনগুলিও সক্রিয় ভাবে সাহায্যের হাত বাড়িয়েছে। জমিয়ত উলেমা-এ-হিন্দ, ইমাম সংগঠন উত্তরাখণ্ড এবং মুসলিম সেবা সংগঠন বিভিন্ন মসজিদে চাঁদা সংগ্রহের আহ্বান জানিয়েছে। তবে, অনুসন্ধানে আমরা নিশ্চিত হয়েছি পাঞ্জাবের বন্যায় আক্রান্ত মানুষের জন্য সংগ্রহ করা অর্থ সাহায্যের ভিডিও এটি নয়।
বুম এর আগেও কিশোরগঞ্জের বাবা পাগলা মসজিদের দান বাক্স খোলার ভিডিও নিয়ে ছড়ানো ভুয়ো দাবি খণ্ডন করেছে। দেখুন এখানে।