বিহারে বিজেপি নেতার বিরুদ্ধে বিক্ষোভ বলে ছড়াল হিমাচল প্রদেশের ভিডিও
বুম দেখে হিমাচল প্রদেশে কংগ্রেস নেতা জগৎ সিংহ নেগির গাড়ি লক্ষ্য করে কালো কাপড় নিক্ষেপ করার দৃশ্য দেখা যায় ভাইরাল ভিডিওয়।

একটি গাড়ির উপর চারদিক থেকে কালো কাপড় (black cloth) নিক্ষেপ করার ভিডিও সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে ব্যবহারকারীরা বিহারের (Bihar) ঘটনা বলে দাবি করে বলেছেন এক বিজেপি (BJP) নেতার উদ্দেশ্যে এমন কাজ করেছে জনগণ।
বুম দেখে ভাইরাল দাবি ভুয়ো। হিমাচল প্রদেশে কংগ্রেস নেতা জগৎ সিংহ নেগির গাড়ি লক্ষ্য করে কালো কাপড় ছোড়ার দৃশ্য দেখা যায় ভিডিওতে।
ভাইরাল দাবি
পুলিশ পাহারার মধ্যে দিয়ে যাওয়া একটি সাদা গাড়ির দিকে আশপাশ থেকে কালো কাপড় ছোড়ার ভিডিওটি শেয়ার করে এক ফেসবুক ব্যবহারকারী ক্যাপশনে দাবি করেন, "বিহারে বিজেপি নেতা কে বিহারের জনগণ স্বাগত জানাচ্ছে। জয় বাংলা জয় হিন্দ।"
পোস্টটি দেখন এখানে, আর্কাইভ দেখুন এখানে।
অনুসন্ধানে আমরা কী পেলাম
১. কংগ্রেস নেতার বিরুদ্ধে বিক্ষোভের দৃশ্য: আমরা ভাইরাল ভিডিওর কিফ্রেমের রিভার্স ইমেজ সার্চ করে নিউজ ১৮-এর এক সাংবাদিকের ২৫ জুলাই, ২০২৫-এর ফেসবুক পোস্টে একই দৃশ্য দেখতে পাই। পোস্টের ক্যাপশন থেকে জানা যায়, হিমাচল প্রদেশের মান্ডি জেলার সরাজ এলাকায় তোলা এই ভিডিওয় মন্ত্রী ও কংগ্রেস নেতা জগৎ সিংহ নেগির গাড়ি লক্ষ্য করে জুতো ছোড়ার দৃশ্য দেখা যাচ্ছে।
২. ঘটনা সংক্রান্ত প্রতিবেদন: আমরা সম্পর্কিত কিওয়ার্ড সার্চের মাধ্যমে ঘটনা সংক্রান্ত একাধিক সংবাদ প্রতিবেদন পাই। দৈনিক ভাস্করের প্রতিবেদন অনুযায়ী, মন্ত্রী জগৎ সিংহ নেগি সরাজ বিধানসভা কেন্দ্রে দুর্যোগে ক্ষতিগ্রস্থ অঞ্চলগুলি পরিদর্শনে গেছিলেন। সেসময়, তাকে কালো পতাকা দেখানো হয় এবং তার গাড়িতে জুতোও নিক্ষেপ করা হয়। গাড়িতে জুতো ছোঁড়া এবং কালো পতাকা দেখানোর জন্য পুলিশ প্রায় ৫৭ জনের বিরুদ্ধে এফআইআর দায়ের করে।
ইটিভি ভারতের রিপোর্ট জানায়, ২৫ জুলাই সরাজ সফরের সময় বেশ কয়েকজন বিজেপি কর্মী তাকে কালো পতাকা দেখান এবং 'গো ব্যাক" স্লোগানও দেয়।
ভাইরাল দৃশ্যগুলি নিউজ১৮-এর প্রকাশিত একটি ভিডিও রিপোর্টেও দেখা যায়। নিউজ১৮-এর অন্য এক প্রতিবেদন অনুসারে, সরাজ উপত্যকার থুনাগে আকস্মিক বন্যার মধ্যে উদ্যানবিদ্যা কলেজের ছাত্ররাও আটকে পড়ে; যাদের পরে উদ্ধার করা হয়। এই ঘটনার পরিপ্রেক্ষিতে, সরকার সেখান থেকে কলেজটি স্থানান্তর করতে চাইলে অনেকেই এই সিদ্ধান্তের বিরোধিতা করে। জগৎ সিংহ নেগি হিমাচল প্রদেশ সরকারের উদ্যানতত্ত্ব মন্ত্রী হওয়ায় তাকে এধরণের প্রতিবাদের সম্মুখীন হতে হয়।