BOOM
  • ফ্যাক্ট চেক
  • বিশ্লেষণ
  • ফাস্ট চেক
  • আইন
  • Home-icon
    Home
  • Authors-icon
    Authors
  • Contact Us-icon
    Contact Us
  • Methodology-icon
    Methodology
  • Correction Policy-icon
    Correction Policy
  • ফ্যাক্ট চেক-icon
    ফ্যাক্ট চেক
  • বিশ্লেষণ-icon
    বিশ্লেষণ
  • ফাস্ট চেক-icon
    ফাস্ট চেক
  • আইন-icon
    আইন
  • Home
  • ফ্যাক্ট চেক
  • সাম্প্রতিক বলে ছড়াল হরিয়ানায়...
ফ্যাক্ট চেক

সাম্প্রতিক বলে ছড়াল হরিয়ানায় বিজেপির পতাকা পোড়ানোর পুরনো ভিডিও

বুম দেখে ভিডিওটি ২০২১ সালের হরিয়ানার যখন বিধায়ক অভয় সিং চৌটালার পদত্যাগের কারণে সেখানে উপনির্বাচন হচ্ছিল।

By - Rohit Kumar |
Published -  15 April 2024 6:08 PM IST
  • সাম্প্রতিক বলে ছড়াল হরিয়ানায় বিজেপির পতাকা পোড়ানোর পুরনো ভিডিও
    Listen to this Article

    মাটিতে শোয়ানো সারে সারে ভারতীয় জনতা পার্টির (BJP) পতাকা ও তাতে আগুন লাগানোর এক ভিডিও বর্তমানে সাম্প্রতিক ঘটনা দাবি করে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

    বুম যাচাই করে দেখে ভিডিওটি ২০২১ সালের হরিয়ানার এলেনাবাদ এলাকার যখন বিধায়ক অভয় সিং চৌটালার পদত্যাগের কারণে সেখানে উপনির্বাচন হচ্ছিল।

    ১ মিনিট ৯ সেকেন্ড দৈর্ঘ্যের ভাইরাল সেই ভিডিওতে মাটিতে জড়ো করা বেশ কিছু বিজেপি পতাকার চারপাশে অনেক মানুষের জমায়েত দেখতে পাওয়া যায়। ভিডিওর পরবর্তী অংশে মাটিতে রাখা সেই বিজেপি পতাকাগুলিতে এক ব্যক্তিকে দেশলাই দিয়ে আগুন ধরাতেও দেখা যায়।

    ফেসবুকে এক ব্যবহারকারী সম্প্রতি সেই ভিডিও পোস্ট করে ক্যাপশন হিসেবে লেখেন, "গ্রামে ঢুকতে দিচ্ছেনা আমাদের"।


    পোস্টটির আর্কাইভ দেখতে ক্লিক করুন এখানে।

    আরও পড়ুন -মোদীর ব্যঙ্গচিত্রের স্রষ্টা বেন গ্যারিসন দাবি করে ফের ভাইরাল সম্পাদিত ছবি

    তথ্য যাচাই

    বুম ভাইরাল দাবিটি যাচাই করার জন্য ভাইরাল ভিডিওর কয়েকটি ফ্রেম রিভার্স সার্চ করে। এর মাধ্যমে আমরা ২০২১ সালের ৭ অক্টোবর খাস হরিয়ানা নামের স্থানীয় এক ইউটিউব চ্যানেলে আপলোড করা এক ভিডিও খুঁজে পাই। ওই ভিডিওতে ভাইরাল হওয়া ভিডিওটির দৃশ্যও দেখতে পাওয়া যায়।

    পোস্টটির আর্কাইভ দেখুন এখানে।

    উক্ত ভিডিওর বর্ণনা হিসেবে কৃষকদের এলেনাবাদে হাজার হাজার বিজেপির পতাকায় আগুন লাগানোর কথা উল্লেখ করা হয়। এরপর আমরা বেবাক আওয়াজ নামে একটি ফেসবুক পেজে অনুরূপ একটি ভিডিও খুঁজে পাই। ওই ভিডিওটি ২০২১ সালের ৭ অক্টোবর তারিখে আপলোড করা হয়েছিল।

    পোস্টটির আর্কাইভ দেখুন এখানে।

    ওই ভিডিওটির ক্যাপশনে বলা হয়, এলেনাবাদ বিধানসভা উপনির্বাচনে কৃষকরা বিজেপির পতাকা পুড়িয়ে দেয়। আমরা এবিষয়ে সম্পর্কিত সংবাদ প্রতিবেদন অনুসন্ধান করে দেখতে পাই হরিয়ানার সিরসা জেলার এলেনাবাদ বিধানসভা আসনের জন্য ৩০ অক্টোবর ২০২১ তারিখে উপনির্বাচন হওয়ার কথা ছিল।

    আমরা জানতে পারি ২০২১ সালের ২ শে নভেম্বর ঘোষিত নির্বাচনের ফলাফলে ইন্ডিয়ান ন্যাশনাল লোকদল প্রার্থী অভয় চৌটালা জয়লাভ করেছিলেন।

    এসম্পর্কে আরও নিশ্চিত হওয়ার জন্য বুমের তরফে হরিয়ানায় বেবাক আওয়াজ পরিচালনাকারী যোগেন্দ্র কাঠুরিয়ার সাথেও কথা বলা হয়। তিনি আমাদের বলেন, "এই ভিডিওটি হরিয়ানার এলেনাবাদ বিধানসভার উপনির্বাচনের সময়কার। কৃষকদের দাবির সমর্থনে অভয় চৌতালা বিধানসভা থেকে পদত্যাগ করার পর সেখানে উপনির্বাচন অনুষ্ঠিত হচ্ছিল।"

    যোগেন্দ্র আরও বলেন, "আমি এই উপনির্বাচনটি নিয়ে খবর করছিলাম। কৃষকরা তখন ভারতীয় জনতা পার্টি (বিজেপি) এবং জননায়ক জনতা পার্টি (জেজেপি) নেতাদের বিরুদ্ধে প্রতিবাদে বিজেপির পতাকা পোড়াচ্ছিল।"

    সংযুক্ত কিষাণ মোর্চার নেতৃত্বে কৃষকরা সেসময় বিতর্কিত কৃষি আইনের বিরুদ্ধে প্রতিবাদ করছিলেন। এসংক্রান্ত খবর তখনকার সংবাদ প্রতিবেদনে (এনডিটিভি) পড়া যাবে।

    প্রসঙ্গতঃ উল্লেখ্য, ২০২০ সালের সেপ্টেম্বরে সংসদে তিনটি কৃষি আইন পাস হয়েছিল যার বিরুদ্ধে কৃষকরা সারা দেশে প্রতিবাদ করে। পরে কেন্দ্রীয় সরকার এই আইন প্রত্যাহার করে নেয়।

    আরও পড়ুন -তামিলনাড়ুর ঘটনা পশ্চিমবঙ্গ বিজেপির মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব দাবি করে ভাইরাল


    Tags

    BJPOld Video
    Read Full Article
    Claim :   সাম্প্রতিক এই ভিডিওতে বিজেপির বিরুদ্ধে জনগণের ক্ষোভ দেখা যায়
    Claimed By :  Social Media Users
    Fact Check :  Misleading
    Next Story
    Our website is made possible by displaying online advertisements to our visitors.
    Please consider supporting us by disabling your ad blocker. Please reload after ad blocker is disabled.
    X
    Or, Subscribe to receive latest news via email
    Subscribed Successfully...
    Copy HTMLHTML is copied!
    There's no data to copy!