মোদীর ব্যঙ্গচিত্রের স্রষ্টা বেন গ্যারিসন দাবি করে ফের ভাইরাল সম্পাদিত ছবি
বুম দেখে দুটি আলাদা রাজনৈতিক ব্যাঙ্গচিত্রকে সম্পাদনা করে ভাইরাল কার্টুনটি তৈরি করা হয়।
Claim
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একটি ব্যঙ্গচিত্র শেয়ার করে দাবি করা হচ্ছে কার্টুনটি মার্কিন কার্টুনিস্ট বেন গ্যারিসনের আঁকা। 'লিপস্টিক ওন এ পিগ' নামক ব্যঙ্গচিত্রটিতে একটি মা-শূকরকে অনেকগুলি শূকরছানাকে দুধ খাওয়াতে দেখা যাচ্ছে। মা-শূকরটির মুখে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মুখের কার্টুন এবং শূকরছানাগুলির গায়ে বিভিন্ন ভারতীয় সংবাদমাধ্যমের প্রতীক আঁকা রয়েছে। এই ব্যঙ্গচিত্রটি শেয়ার করে বোঝানো হচ্ছে ভারতীয় সংবাদমাধ্যমগুলি শাসকদল বিজেপির নিয়ন্ত্রণে কাজ করছে। এই পোস্টটি ফেসবুকে শেয়ার করে ক্যাপশন হিসাবে লেখা হয়েছে, "কি অবস্থা।" পোস্টটি দেখুন এখানে, আর্কাইভ দেখুন এখানে।
Fact
বুম দাবিটির তথ্য যাচাই করতে গিয়ে দেখে বেন গ্যারিসনের আঁকা ১৮ মার্চ ২০১৬ তারিখে প্রকাশিত মূল কার্টুনটিতে মা-শূকর হিসাবে হিলারি ক্লিনটনকে দেখানো হয়েছিল। ওই কার্টুনে শূকর শাবকদের গায়ে 'প্রতারক', 'ভুয়ো পুঁজিবাদ', 'লবি করা লোকজন' এবং 'মিথ্যাচার' এসব লেখা ছিল। মূল কার্টুনটি দেখুন এখানে। আমরা মোদী এবং বেন গ্যারিসন লিখে কিওয়ার্ড সার্চ করে দেখি ভাইরাল কার্টুনটি ২০১৭ সাল থেকে ইন্টারনেটে শেয়ার করা হচ্ছে। আমরা দেখি ব্যঙ্গচিত্রী সতীশ আচার্য ২০১৭ সালে এক্সে পোস্ট করে দেখান কীভাবে ২০১০ সালে তার আঁকা মোদীর ব্যঙ্গচিত্র থেকে মুখটি ফটোশপের সাহায্যে সম্পাদনা করে বেন গ্যারিসনের আঁকা কার্টুনে বসানো হয়েছে। পোস্টটি দেখুন এখানে। তিনি বুমকে বলেন, "কেউ আমার কার্টুন থেকে মোদীর মুখটি তুলে নিয়ে গ্যারিসনের কার্টুনে ফোটোশপ করে দেয়।" এই একই কার্টুন ২০২০ সালে ভাইরাল হলে বুম তার তথ্য যাচাই করে।