ফ্যাক্ট চেক
অযোধ্যায় নির্মীয়মান রাম মন্দির বলে ছড়াল কাশী বিশ্বনাথ মন্দিরের ছবি
বুম দেখে অযোধ্যায় রাম মন্দির নয়, ভাইরাল ছবি দুটি বারাণসীতে নির্মাণ কাজ চলা কাশী বিশ্বনাথ মন্দিরের প্রধান কমপ্লেক্স-এর।
Claim
বারাণসীতে কাশী বিশ্বনাথ করিডোর নির্মাণ প্রকল্পের ছবি অযোধ্যায় নির্মীয়মান রাম মন্দিরের ছবি হিসেবে সোশাল মিডিয়াতে শেয়ার করা হচ্ছে। ফেসবুক পোস্টের ক্যাপশনে লেখা রয়েছে," রাম মন্দির পৃথিবীর সকল সনাতনীদের অহঙ্কার। সকল সনাতনীরা গর্বের সঙ্গে বলুন জয় শ্রীরাম।"
FactCheck
বুম রিভার্স ইমেজ সার্চ করে দেখে নির্মীয়মান মন্দিরের ছবিটি আসলে বারাণসীতে নির্মাণ কাজ চলতে থাকা কাশী বিশ্বনাথ মন্দিরের প্রধান কমপ্লেক্সের। এই নির্মাণ কাজ কাশী বিশ্বনাথ মন্দিরের করিডোর প্রকল্পের অংশ। ৩০ আগস্ট ২০২০ প্রকাশিত হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে রয়েছে এই ছবিটি। ২০২১ সালের আগস্ট মাসের মধ্যে মন্দিরের করিডোর প্রকল্পটি শেষ হওয়ার কথা। বুম ২০২০ সালে ভুয়ো দাবিসহ এই একই ছবির তথ্য যাচাই করেছিল।
Claim : ছবির দাবি অযোধ্যায় নির্মীয়মান রামমন্দির
Claimed By : Facebook Posts
Fact Check : False