ইরানের অত্যাধুনিক যুদ্ধবিমান দাবি করে ছড়াল ভিডিও গেমের দৃশ্য
বুম যাচাই করে দেখে ভাইরাল এই ভিডিও ডিজিট্যাল কম্ব্যাট সিমুলেটর নামক এক ভিডিও গেমের অংশ।
সম্প্রতি ইরানের (Iran) অত্যাধুনিক সমরাস্ত্র দাবি করে এক যুদ্ধবিমানের (Fighter Aircraft) যুদ্ধবিমানবাহী জাহাজে (Aircraft Carrier) অবতরণের এক ভিডিও ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়।
বুম যাচাই করে দেখে আসল নয় বরং ভাইরাল ভিডিওতে আদতে ডিজিট্যাল কম্ব্যাট সিমুলেটর নামক এক ভিডিও গেমের দৃশ্য দেখতে পাওয়া যায়।
সম্প্রতি এবছরের অক্টোবর মাসে প্যালেস্তিনীয় সংগঠন হামাসের করা হামলার ভিত্তিতে ওয়েস্ট ব্যাংক সংলগ্ন গাজার এক হাসপাতাল আক্রমণ করে ইজরায়েলের সেনাবাহিনী। এক প্রতিবেদন থেকে জানা যায় ইরানের প্রাক্তন বিদেশমন্ত্রী ইরানকে ইজরায়েল এবং প্যালেস্তাইনের সংঘাতের মধ্যে সরাসরি যুক্ত না হওয়ার আর্জি জানান। তিনি ইজরায়েলের প্যালেস্তাইনের উপর হামলার তীব্র কটাক্ষও করেন। তবে কিছুদিন আগে দ্য ওয়াল স্ট্রিট জার্নাল ইরান সমর্থিত এক উগ্রবাদী সংগঠনের কিছু সদস্য হামাসের করা সেই হামলার পিছনে ইরানের হাত রয়েছে বলে দাবি করে এক প্রতিবেদন প্রকাশ করে।
প্রসঙ্গতঃ উল্লেখ্য, ইজরায়েল ও হামাসের মধ্যে চলা এই সংঘাতের কারণে ইতিমধ্যেই প্রাণ হারিয়েছেন বহু মানুষ।
ভাইরাল ওই যুদ্ধবিমানবাহী জাহাজে এক যুদ্ধবিমানের অবতরণের ভিডিও একজন ব্যবহারকারী সাম্প্রতিক ইজরায়েল-প্যালেস্তাইনের সঙ্গে যুক্ত করে পোস্ট করেন।
এই ভিডিও দেখতে এখানে ক্লিক করুন। ভিডিওর আর্কাইভ এখানে দেখা যাবে।
তথ্য যাচাই
বুম প্রথমেই লক্ষ্য করে ভিডিওতে থাকা যুদ্ধবিমানটির লেজের অংশে ইরানের পরিবর্তে রাশিয়ার জাতীয় পতাকার উপস্থিত দেখতে পাওয়া যায়। বেশিরভাগ ক্ষেত্রেই যে কোনও দেশের যুদ্ধবিমানের লেজে তাদের দেশের অথবা তাদের সেনার চিহ্ন উপস্থিত থাকে। এর থেকে আন্দাজ করা যায় ভাইরাল এই ভিডিওর সাথে ইরানের সম্ভবত কোনো যোগ নেই।
এছাড়াও আমরা লক্ষ্য করি, যুদ্ধবিমানবাহী জাহাজটিতে অবতরণ করা বিমানটির গায়ে রাশিয়ান ভাষায় লেখা,"কুজনেৎসভ"। এই সূত্র ধরে কিওয়ার্ড সার্চ করে আমরা জানতে পারি 'এডমিরাল কুজনেৎসভ' হল রাশিয়ার একমাত্র যুদ্ধবিমানবাহী যুদ্ধজাহাজ যা প্রায় ৩০ বছর ধরে রাশিয়ার সেনার বিভিন্ন গুরুত্বপূর্ণ কার্যকলাপে ব্যবহৃত হয়েছে। যদিও বেশ কিছু বছর ধরে এই জাহাজে সমস্যা দেখা দেওয়াতে রাশিয়া এই যুদ্ধজাহাজের বিস্তারিত মেরামতের কাজে লেগে পড়ে।
এরপর আমরা এই ভিডিওর অংশগুলি রিভার্স সার্চ করে ইউটিউবে একটি ভিডিও খুঁজে পাই যার সাথে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওর মিল দেখতে পাওয়া যায়। ভিডিওটির ক্যাপশনে ইংরেজিতে লেখা হয়,"ডিসিএস-এ সু-৩৩ বিমানের মসৃন কোবরা অবতরণ"।
সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা ভাইরাল ভিডিওর মধ্যে উপস্থিত যুদ্ধজাহাজের ওপর 'কুজনেৎসভ' নাম, জাহাজের সংখ্যা '০৬৩', ইত্যাদি সবই এই ভিডিওতেও লক্ষ্য করা যায় ।
এই ভিডিও এখানে দেখা যাবে।
আমরা 'দ্য পাইলট এন্ড্রিউ' নামক চ্যানেলে আপলোড করা এই ভিডিওর বর্ণনায় হিসেবে লেখা হয়,"এই চ্যানেলটি বিমান, গাড়ি এবং অন্যান্য যানবাহনকে কেন্দ্র করে। এই চ্যানেলে যে গেমগুলি দেখা যাবে সেগুলি হলো ডিসিএস, মাইক্রোসফট ফ্লাইট সিমুলেটর ২০২০, বিমএনজি.........।" এর থেকে বোঝা যায় চ্যানেলে যে ভিডিওগুলি উপস্থিত রয়েছে তা আসলে ভিডিও গেমের দৃশ্য।
এছাড়াও আমরা ইরানের সাথে সুখোই জাহাজের যোগাযোগ খুঁজতে সম্পর্কিত একটি কিওয়ার্ড সার্চ করি। ইরান ওয়ারের প্রকাশিত এবছরের ৮ অগাস্ট, ২০২৩ তারিখের প্রতিবেদন অনুযায়ী, রাশিয়ার সাথে ইরানের রাশিয়ার সুখোই ৩৫ যুদ্ধবিমান কেনার বিষয়ে কথাবার্তা চললেও সেসময় তা ফলপ্রসূ হয়নি।