মোদীর সভায় গেলে মিলবে ৫০ নম্বর বলে ভাইরাল বিশ্ববিদ্যালয়ের ভুয়ো নোটিশ
বুম দেখে ভাইরাল নোটিশে তারিখ, সই এবং আধিকারিকের কোনও স্ট্যাম্প নেই যা থেকে বোঝা যায় নোটিশটি ভুয়ো।

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল একটি ভুয়ো নোটিশে দাবি করা হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi) সভায় উপস্থিত থাকলে দেবভূমি উত্তরাখণ্ড ইউনিভার্সিটির (Devbhoomi Uttarakhand University) ছাত্রছাত্রীদের ৫০ নম্বর (50 marks) বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে দেওয়া হবে।
বুম দেখে ভাইরাল নোটিশে তারিখ, সই ও আধিকারিক স্ট্যাম্প নেই যা থেকে বোঝা যায় নোটিশটি ভুয়ো।
৯ নভেম্বর, ২০২৫-এ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উত্তরাখণ্ড রাজ্য গঠন হওয়ার ২৫ বছর পূর্তি উপলক্ষে রজত জয়ন্তী অনুষ্ঠানে ভাষণ দেন।
দাবি: দেবভূমি উত্তরাখণ্ড ইউনিভার্সিটির দেওয়া বিজ্ঞপ্তি অনুসারে বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে ছাত্রছাত্রীদের প্রধামন্ত্রী মোদীর সভায় উপস্থিত থাকার জন্য ৫০ নম্বর দেওয়া হবে
ভাইরাল নোটিশটি ফেসবুকে এক ব্যবহারকারী পোস্ট করে ক্যাপশনে লেখেন, "দেবভূমি উত্তরাখণ্ড ইউনিভার্সিটির ' ছাত্রদের প্রতি নির্দেশ - নরেন্দ্র মোদীর একটি অনুষ্ঠানে গিয়ে মোদী মোদী চিৎকার করার জন্য প্রতি ছাত্র কে ইন্টারনাল মার্কস ৫০ নম্বর করে দেওয়া হবে। এটা যদি সত্যি সত্যিই হয় তাহলে ভাবতে হবে কোথায় নামিয়ে এনেছে এরা দেশটা…কে!"
বিজ্ঞপ্তিতে বলা হয় ৯ নভেম্বর ফরেস্ট রিসার্চ ইনস্টিটিউটে আয়োজিত প্রধানমন্ত্রীর সভায় উপস্থিত থাকলে "ভারতীয় জ্ঞান পরম্পরা" বিষয়ে ৫০ নম্বর দেওয়া হবে। বিজ্ঞপ্তিতে বলা হয় ওই অনুষ্ঠানে উপস্থিতি আবশ্যক। এছাড়াও, নোটিশে বিসিএ বিভাগের প্রধানের নাম ও কার্যক্রম সমন্বয়কারীর নাম দেখা যায়।
পোস্টটি দেখুন এখানে, আর্কাইভ দেখুন এখানে।
অনুসন্ধানে আমরা কী পেলাম
১. বিজ্ঞপ্তিতে অসঙ্গতি: আমরা নোটিশটি পর্যবেক্ষণ করে একাধিক অসঙ্গতি দেখতে পাই যা ইঙ্গিত করে এটি ভুয়ো। বিজ্ঞপ্তি প্রকাশের কোনও তারিখ না থাকার সাথে সাথে কোনও আধিকারিকের সই বা ইউনিভার্সিটির স্ট্যাম্প নেই যা সাধারণত বিশ্ববিদ্যালয়ের জারি করা নোটিশগুলিতে সবসময় থাকে। এছাড়াও, আমরা দেবভূমি উত্তরাখণ্ড ইউনিভার্সিটির ওয়েবসাইটেও বিজ্ঞপ্তি বিভাগে অনুসন্ধান করি কিন্তু, কোথাও এধরণের কোনও বিজ্ঞপ্তি দেখা যায় না।
২. বিশ্ববিদ্যালয়য়ের তরফ থেকে স্পষ্টীকরণ: দেবভূমি উত্তরাখণ্ড তাদের আধিকারিক এক্স হ্যান্ডেলে একটি পোস্টে জানায় ভাইরাল নোটিশটি ভুয়ো। বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে করা ৮ নভেম্বরের পোস্টে তারা লেখে, "৯ নভেম্বর, ২০২৫-এ এফআরআইয়ে উপস্থিতি নিয়ে একটি ভুয়ো নোটিশ আমাদের নজরে এসেছে।"
৩. ভুয়ো বিজ্ঞপ্তির বিষয়ে বুমের কাছে বিশ্ববিদ্যালয়ের প্রতিক্রিয়া: বুম দেবভূমি উত্তরাখণ্ড ইউনিভার্সিটির সঙ্গে যোগাযোগ করলে তারা আমাদের নিশ্চিত করে এধরণের কোনও বিজ্ঞপ্তি তারা জারি করেনি। বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে বলা হয়, "এটি ভুয়ো, লক্ষ্য করুন এখানে কোনও সই নেই। আমাদের ওয়েবসাইটে এবিষয়ে আমরা একটি নোটিশ জারি করেছি। এই নামের কোনও কোর্স নেই," বিশ্ববিদ্যালয়ের সিনিয়র কাউন্সিলর সুগন্ধা মেহ্রোত্র বলেন বুমকে।
এছাড়াও, রেজিস্ট্রার সুভাশিষ গোস্বামী দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসকে জানায় নোটিশটি ভুয়ো এবং তারা পুলিশে অভিযোগ দায়ের করেছে। তিনি আরও জানান, ১০০ জন শিক্ষার্থী যারা স্বেচ্ছায় অংশগ্রহণ করতে চেয়েছিল তারা ওই অনুষ্ঠানে উপস্থিত ছিল।







